|
|
|
|
সভাধিপতি উত্তরা, সমায় হলেন সহ-সভাধিপতি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দীর্ঘ টালবাহানার পর পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সভাধিপতি হিসাবে মঙ্গলবার উত্তরা সিংহকে মনোনীত করল তৃণমূল। এ দিনই অবশ্য সহ সভাধিপতির নামও ঘোষণা করা হয়েছে। সমায় মান্ডি হচ্ছেন সহ-সভাধিপতি। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোত্ ঘোষ বলেন, “উত্তরা সিংহকে সভাধিপতি ও সমায় মান্ডিকে সহ সভাধিপতি হিসাবে মনোনীত করেছে দল।”
উত্তরা সিংহ।
|
সমায় মান্ডি।
|
জেলা সভাধিপতি কে হবেন তা নিয়ে নানা মত উঠে আসছিল। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে একাধিক গোষ্ঠী নিজের অনুগামীদের সভাধিপতি করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এবার অবশ্য জেলা সভাধিপতির পদটি মহিলাদের জন্য সংরক্ষিতই ছিল। অন্য দিকে, এবারই প্রথম নির্বাচনে মহিলাদের জন্য ৫০শতাংশ আসন সংরক্ষিত ছিল। ফলে মহিলা প্রার্থীও রয়েছে সর্বত্রই। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে ৫ জন মহিলার নাম উঠে আসে সভাধিপতি হিসাবে। কিন্তু জেলা নেতৃত্ব তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। পাঁচ জন থেকে ৩ জনের তালিকা তৈরি করতে সক্ষম হয়েছিলেন জেলা নেতৃত্ব। সেই তালিকা যায় খোদ দলনেত্রীর কাছে। প্রথম থেকেই দলে থাকায় দলনেত্রী উত্তরা সিংহকে চেনেন। তাঁরই নির্দেশে উত্তরাদেবী জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রীরও দায়িত্ব পান। এবার তাঁকে সভাধিপতি হিসাবে মনোনীত করল দল।
সভাধিপতি ও সহ সভাধিপতি-র পদে ২ জনকে মনোনীত করা গেলেও এখনও অবশ্য কর্মাধ্যক্ষ পদে কারা থাকবেন তা নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দল। জেলা পরিষদে একাধিক কর্মাধ্যক্ষ রয়েছে। তার মধ্যে পূর্ত, শিক্ষা, বন ও ভূমি, শিশু ও নারীকল্যাণ, খাদ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মাধ্যক্ষও রয়েছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে কর্মাধ্যক্ষ পদেও উপযুক্ত ব্যক্তিদের বসানো হবে। জেলা পরিষদ গঠনের পরেই ওই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে দলীয় নেতৃত্ব জানান। |
—নিজস্ব চিত্র। |
|
|
|
|
|