টুকরো খবর |
ডিএম-কে নালিশ জানাতে স্কুল পালাল পড়ুয়ারা
নিজস্ব সংবাদদাতা • শিলচর
|
উঁচু ক্লাসের দাদারা তাদের মারধর করেছে ওই নালিশ নিয়ে একেবারে জেলাশাসককের কাছে যেতে চেয়েছিল কয়েক জন পড়ুয়া। গভীর রাতে শিক্ষকদের নজর এড়িয়ে ছাত্রাবাস থেকে পালায় তারা। খোঁজ চালিয়ে সবাইকে ফিরিয়ে নিয়ে আসে স্কুল কর্তৃপক্ষ। গতকাল হাইলাকান্দি জওহর নবোদয় বিদ্যালয়ের ঘটনা। স্কুল কর্তৃপক্ষ জানান, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম ভাঙায় নবম শ্রেণির ওই ছাত্রদের ১০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। র্যাগিং-এ অভিযুক্ত ১১ জন ছাত্রকেও আপাতত একই শাস্তি দেওয়া হয়েছে। হাইলাকান্দির মহকুমাশাসক নবকুমার ডেকাবরুয়া জানান, গতকাল দুপুরে দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্র অষ্টম শ্রেণির খালেদ বিন শাহ আলম এবং নবম শ্রেণির মুস্তাফা আহমেদ নামে দু’জন পড়ুয়াকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ওই সময় সেখানে নবম শ্রেণির অন্য ছাত্ররাও ছিল। তাদেরও একই রকম হাল হতে পারে বলে হুমকি দেওয়া হয়। মহকুমাশাসক জানান, শিক্ষকদের কাছে নালিশ জানালে কোনও লাভ হবে না, এ কথা ভেবে জেলাশাসককের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় ওই পড়ুয়ারা। রাত সাড়ে ১২টা নাগাদ নবম শ্রেণির ১৯ জন ছাত্র ছাত্রাবাসের দেওয়াল টপ্কে বাইরে বের হয়। খবর পেয়ে রাতেই ওই পড়ুয়াদের খোঁজ শুরু করে স্কুল কর্তৃপক্ষ। ঘণ্টাতিনেক পরে রাস্তায় তাদের দেখতে পান শিক্ষকরা। সকলকেই ছাত্রাবাসে ফিরিয়ে আনা হয়।
|
মায়াকে তুলোধোনা করে দলিতদের বার্তা রাহুলের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
লোকসভা ভোটের আগে কংগ্রেসের দলিত ভোট পুনরুদ্ধারে নামলেন রাহুল গাঁধী। উত্তর ভারতের দলিতদের এক সম্মেলনে মঙ্গলবার সেই উদ্দেশ্যেই দলিত নেত্রী মায়াবতীর কড়া সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, দলিত-উত্থানের স্বপ্ন দেখতেন কাঁসিরাম। দলিতদের রাজনৈতিক ক্ষমতায়নের উদ্দেশ্যেই বহুজন সমাজ পার্টি গড়েছিলেন। কিন্তু কারওকে উত্তরপ্রদেশের পাঁচ জন দলিত নেতার নাম বলতে বলুন, জবাব মিলবে মায়াবতী, মায়াবতী এবং মায়াবতী। তাঁর অভিযোগ, “দলিতদের ক্ষমতায়নে কিছুই করেননি বসপা নেত্রী। ক্ষমতা কুক্ষিগত করেছেন শুধু। কংগ্রেস দলিতদের অধিকার দিয়ে তাঁদের মেরুদণ্ড হয়ে উঠতে চায়।” উত্তরপ্রদেশ-সহ হিন্দি বলয়ে এক সময় দলিত ভোটের প্রায় পুরোটাই পেত কংগ্রেস। কিন্তু বসপার উত্থানে সেই ভোট হাতছাড়া হয়েছে। কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, উত্তরপ্রদেশে দলিত ও ব্রাহ্মণদের ভোট পেয়ে এক সময়ে ক্ষমতায় বসেছিলেন মায়াবতী। জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর উত্থানে মায়া এ বার উচ্চবর্ণের ভোট হারানোর আশঙ্কা করছেন। সেই কারণে লাগাতার ব্রাহ্মণ নেতাদের নিয়ে সভা-সমাবেশ করছেন তিনি। সেই সুযোগে এ দিন দলিতদের বার্তা দিতে চাইলেন রাহুল। যদিও বসপা নেতা দারা সিংহ চৌহান এ দিন সংসদে বলেন, “কংগ্রেস দলিতদের ক্ষমতায়ন করেনি বলেই বসপা-র উত্থান হয়েছে। রাহুল যাই বলুন, কংগ্রেসে এখনও আস্থা নেই দলিতদের।”
|
দিনভর বন্ধ মিজোরামের বিমানবন্দর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও গুয়াহাটি |
দিনভর বন্ধ হয়ে রইল মিজোরামের লেংপুই বিমানবন্দর।লেংপুই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের জেরেই আজ এই সমস্যা হয়েছে। বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের জেনারেল ম্যানেজার প্রদীপ কন্ডোথ জানান, গত তিন দিন ধরে লেংপুই বিমানবন্দরে বিদ্যুতের সমস্যা চলছে। গত কাল থেকে একটি বিদ্যুৎবাহী লাইন চালু ছিল। সোমবার রাতে সেটিও অকেজো হয়ে যায়। জেনারেটর দিয়ে কাজ চালানোর চেষ্টা হচ্ছিল। আজ ভোরে জেনারেটরও বিকল হয়ে যাওয়ায় বিমানবন্দরের কাজকর্ম বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ না-থাকায় উড়ান-অবতরণের জন্য প্রযোজনীয় কোনও যন্ত্র সচল ছিল না। বাধ্য হয়েই বিমানবন্দর বন্ধ করে দিতে হয়। আজ সকালে কলকাতা থেকে যাত্রী নিয়ে লেংপুই রওনা হওয়ার পরই ওই বিমানবন্দর বন্ধ থাকার খবর পান জেট বিমানসংস্থার পাইলট। মাঝ আকাশ থেকে বিমানের মুখ ঘুরিয়ে তিনি কলকাতায় ফিরে আসেন। ইম্ফল থেকে রওনা দিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমানও লেংপুইতে নামতে পারেনি। মিজোরাম-মুখী সমস্ত উড়ানই কার্যত বাতিল করতে হয়। সকাল ১১টা থেকে সওয়া চারটে পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে বলে নোটিস জারি করে দেওয়া হয়।
|
কয়লার ফাইল খোঁজা হচ্ছে, বলল কেন্দ্র
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত ৭টি ফাইলের খোঁজ মিলছে না বলে সুপ্রিম কোর্টে কবুল করল কেন্দ্র। আগে এ কথাই সংসদে জানান কেন্দ্রীয় কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জায়সবাল। ২০০৬ থেকে ২০০৯-এর মধ্যে কয়লাখনি বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে এ নিয়ে তদন্ত করছে সিবিআই। ওই সময়ে কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন খোদ প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ফলে, বিরোধীদের আক্রমণের নিশানায় তিনিই। সম্প্রতি কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত ২০০টিরও বেশি ফাইল হারানোর কথা প্রকাশিত হওয়ায় চাঞ্চল্য দেখা দেয়। সরকারের শীর্ষ কর্তাদের বাঁচাতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন বিরোধীরা। পরে কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জায়সবাল সংসদে জানান, সাতটি ফাইল পাওয়া যাচ্ছে না। সেগুলি খোঁজা হচ্ছে। সে কথাই সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে জানিয়েছে কেন্দ্র। দুর্নীতির মামলায় সিবিআইয়ের তদন্তের উপরে নজরদারি করে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনও (সিভিসি)। ভিজিল্যান্স কমিশনার আর শ্রীকুমার জানিয়েছেন, আগামী সপ্তাহে সিবিআই অধিকর্তা রঞ্জিত সিন্হার সঙ্গে এই বিষয়ে বৈঠক হবে।
|
সমন নিলেন আশারাম
সংবাদসংস্থা • ইনদওর |
আশারাম বাপুর হাতে শেষ পর্যন্ত সমন দিতে পারল জোধপুর পুলিশ। এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে আশারামের বিরুদ্ধে। জোধপুর, ছিন্দোয়ারা ও ইনদওরে তাঁর আশ্রমে সমন দেওয়ার জন্য দল পাঠিয়েছিল জোধপুর পুলিশ। আগে পুলিশকে এড়িয়ে গেলেও মঙ্গলবার ইনদওরে সমন নিয়েছেন আশারাম। তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সে জন্য সমস্ত বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে। জোধপুর পুলিশের দল ইনদওরে আশারামকে সমন দিতে গেলে আশ্রমের কর্মীরা জানিয়ে দেন, তিনি ধ্যান করছেন। প্রায় আট ঘণ্টা অপেক্ষা করার পরে অবশ্য আশারামের হাতে সমন দিতে পেরেছে পুলিশ। আশারামের বিরুদ্ধে রাজ্য পুলিশ যে ভাবে পদক্ষেপ করেছে তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে খুশি নন বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। মন্ত্রকের এক অফিসারের বক্তব্য, “আগেও আশারামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রাজ্য উপযুক্ত ব্যবস্থা নেয়নি। এ বার দিল্লি, রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকারকে কোনও চাপের পরোয়া না করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
পুরনো খবর: আশারামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নেই এফআইআরে
|
ধর্ষককে ক্ষমা নয়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ধর্ষিতা ক্ষমা করলেও ধর্ষকদের শাস্তি নিয়ে নরম মনোভাব দেখানো উচিত নয় বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। মুম্বইয়ে চিত্রসাংবাদিকের গণধর্ষণের পরে এই ধরনের ঘটনায় দ্রুত বিচার ও কড়া শাস্তির দাবি উঠেছে নানা শিবির থেকে। মঙ্গলবার একটি ধর্ষণের মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। হরিয়ানার এক ধর্ষিতা শীর্ষ আদালতে জানান, তাঁর বিয়ে হয়ে গিয়েছে। এখন স্বাভাবিক জীবন যাপন করছেন। তাই ধর্ষককে ছেড়ে দেওয়া হোক। ইতিমধ্যে তিন বছর জেলে কাটিয়েছে তাঁর ধর্ষক। কিন্তু কোর্ট জানিয়েছে, ক্ষমা করার প্রশ্ন ওঠে না। নিম্ন আদালত অনেক ক্ষেত্রেই ধর্ষকদের কড়া শাস্তি দিচ্ছে না বলেও মন্তব্য করে শীর্ষ আদালত।
|
মুম্বইয়ের লোকালে দুই মহিলাকে ছুরি
সংবাদসংস্থা • মুম্বই |
ফের মহিলারা আক্রান্ত মুম্বইয়ে। মঙ্গলবার লোকাল ট্রেনে ওঠার সময়ে ২৮ বছরের এক যুবতীর উপর ছুরি নিয়ে চড়াও হয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। কেন এই হামলা, জানা যায়নি। যুবতীটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতী পলাতক। সোমবারও বাণিজ্যনগরীর চলন্ত লোকাল ট্রেনে এক মার্কিন মহিলার কাছ থেকে আইফোন কেড়ে নেয় এক ব্যক্তি। বাধা দিয়ে ছুরিকাহত হন ওই বিদেশিনিও। ট্রেনটি ফাঁকা থাকায় বিনা বাধায় পালিয়েও গিয়েছিল দুষ্কৃতী। তবে মঙ্গলবার ওই বিদেশিনির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
|
যৌন নির্যাতন করে স্বামী উধাও
সংবাদসংস্থা • মলপ্পুরম |
মেয়ের ভরণপোষণের ক্ষমতা ছিল না মায়ের। তাই ছোট বয়সেই অনাথ আশ্রমে দিয়েছিলেন তাকে। নিয়মিত যোগাযোগ অবশ্য রাখতেন। আশ্রম কর্তৃপক্ষই সম্প্রতি ১৭ বছরের মেয়েটির বিয়ে দিয়েছিলেন এক আরব ব্যবসায়ীর সঙ্গে। বিয়ের পর হোটেলে নিয়ে গিয়ে সপ্তাহ দুয়েক মেয়েটির ওপর যৌন নির্যাতন চালায় স্বামী। তার পর তাকে ফেলে রেখে চলে যায় সে। এই ঘটনার জন্য মেয়েটির মা দায়ী করেছেন আশ্রম কর্তৃপক্ষকে। তাঁর অভিযোগ, মেয়ের বিয়েতে সম্মতি দিতে তাঁকে বাধ্য করা হয়েছিল।
|
এলটিসি কেলেঙ্কারি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সরকারি কর্মচারীদের ভ্রমণের জন্য বরাদ্দ অর্থ বা লিভ ট্র্যাভেল কনসেশন (এলটিসি) নিয়ে বিতর্কের মুখে কেন্দ্র। যে প্রক্রিয়ায় কর্মচারীরা টিকিট দেখান এবং বরাদ্দ টাকা হাতে পান, সেই প্রক্রিয়ায় বড়সড় গরমিল ধরা পড়েছে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের তদন্তে। তাদের অভিযোগ, রাজ্যসভার সচিবালয় ও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্তারা নানা ভাবে ফাঁকি দিয়ে এলটিসি আদায় করেন। বিমানের ইকনমি ক্লাসে ভ্রমণ করে, বিজনেস ক্লাসের ভুয়ো টিকিট দেখান। সিভিসি তাই সিবিআই তদন্ত চায়।
|
অশক্ত মায়ের ঠাঁই খোঁয়াড়ে
সংবাদসংস্থা • কোল্লম (কেরল) |
বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই ৯০ বছরের মায়ের। দেখভাল বড় দায়। তাই বাড়ির পাশে ছাগলের খোঁয়াড়ে মাকে রেখে এল মেয়ে-জামাই। ছেলে দেখত না বলে মেয়ের কাছেই থাকতেন ওই বৃদ্ধা। প্রতিবেশীরা তাঁকে ছাগলের খোঁয়াড়ে পড়ে থাকতে দেখে প্রথমে মেয়েকে বোঝানোর চেষ্টা করেন। তাতে কাজ না হওয়ায় একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেওয়া হয়। মায়ের ঠিকানা এখন বৃদ্ধাশ্রম।
|
নাগা জঙ্গি ধৃত, উদ্ধার প্রচুর অস্ত্র
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
|
সংঘর্ষবিরতিতে থাকা চারটি নাগা জঙ্গি গোষ্ঠীর ১৮ জন সদস্যকে গ্রেফতার করল আধাসামরিক বাহিনী। পুলিশ এবং আসাম রাইফেলস্ সূত্রের খবর, গতকাল তুয়েনসাং শহর থেকে ১০ জন এনএসসিএন (কে কে) এবং ৪ জন এনএসসিএন (কে) জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে স্বয়ংক্রিয় রাইফেল, কার্বাইন, পিস্তল-সহ ১১টি আগ্নেয়াস্ত্র, ৩৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তা ছাড়া, ১ কোটি ৬৬ লক্ষ টাকার জাল নোটও পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, এনএসসিএন (আই এম) গোষ্ঠীর ডিমাপুর টাউন কম্যান্ডার ডেভিড লিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে পিস্তল, গুলি মিলেছে। অস্ত্র-সহ ধরা পড়েছে এনএনসির এক জঙ্গিও।
|
মাওবাদী হানায় হত ৪ জওয়ান
সংবাদসংস্থা • কোরাপুট |
মাওবাদী ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হলেন ৪ বিএসএফ জওয়ান। গুরুতর জখম আরও তিন নিরাপত্তাকর্মী। আজ সকালে ঘটনাটি ঘটে কোরাপুটের পটনাগি এলাকায়। মালকানগিরির ছাউনি থেকে বিশাখাপত্তনম যাচ্ছিল বিএসএফ-এর কনভয়। তিনটি গাড়িতে ১৮ জন জওয়ান ছিলেন। মাঝরাস্তায় বিস্ফোরণ ঘটিয়ে একটি গাড়ি উড়িয়ে দেয় জঙ্গিরা। ঘটনাস্থলেই চার জওয়ানের মৃত্যু হয়। পাল্টা জবাব দেন কনভয়ের অন্য নিরাপত্তাকর্মীরা। দু’পক্ষে ঘণ্টাখানেক গুলিবিনিময় হয়। খবর পেয়ে আরও নিরাপত্তাবাহিনী পাঠানো হয়। মাওবাদীদের খোঁজে এলাকাজুড়ে তল্লাশি চলছে।
|
গ্যাসে আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে গ্যাস বের হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে দেরগাঁও জেলার একটি গ্রামে। পুলিশ জানায়, দুলিয়াজান থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল গ্যাসবাহী ট্যাঙ্কারটি। গত রাতে জাতীয় সড়কে সেটি উল্টে যায়। গ্যাস বের হতে থাকে। তেল সংস্থার বিপর্যয় মোকাবিলা দল ও দমকল ঘটনাস্থলে পৌঁছেছে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গ্যাস বের হওয়া বন্ধ হয়নি। স্থানীয় মানুষকে ঘটনাস্থলের আশপাশের এলাকা খালি করতে বলা হয়েছে। বন্ধ রয়েছে যান চলাচলও।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। আজ দুর্ঘটনাটি ঘটে নলবাড়িতে। পুলিশ জানায়, নলবাড়ির হরিমন্দির এলাকায় রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় বছর তিরিশের ওই মহিলার মৃত্যু হয়। আজই হোজাই থেকে নগাঁও যাওয়ার রাস্তায় শালবাড়ি এলাকায় বাস দুর্ঘটনায় কয়েকজন যাত্রী জখম হন।
|
চা বাগানে হামলা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নাগা দুষ্কৃতীদের হামলায় ফের উত্তেজনা ছড়িয়েছে শিবসাগর-নাগাল্যান্ড সীমানায়। গত রাতে ২০-২৫ জন সশস্ত্র নাগা দুষ্কৃতী সোনারির সোনাপুর চা বাগানে ঢুকে পড়ে। ৫০ বিঘা এলাকার চা বাগান তারা তছনছ করে দেয়।
|
বিদ্যুতে মৃত্যু |
তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে এক তরুণের। মঙ্গলবার দুপুরে ধুবুরির ফকিরগঞ্জ থানার শিমুলতলা গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম, মনোয়ার হুসেন (১৬)। এলাকারই বাসিন্দা মনোয়ার হুসেন এ দিন দুপুরে বাড়ির টিনের চালে উঠে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। সেই সময়ে বিদ্যুতের তার হাত লেগে যায় বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ফকিরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে। |
|