বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে অনার্সে ভর্তিকে কেন্দ্র করে মঙ্গলবার কলেজসমূহের পরিদর্শকের দফতরে বিক্ষোভ দেখালেন বিভিন্ন জেলার পড়ুয়া ও অভিভাবকেরা। তাঁদের দাবি, বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা বাড়ির কাছে কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। অথচ তুলনায় কম নম্বর পাওয়া পড়ুয়ারা নতুন আসন বণ্টন পদ্ধতিতে সেই সব কলেজে ভতির্র্ হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, নতুন পদ্ধতিতে তাঁদের সুযোগ দেওয়া হচ্ছে, যারা একবারও ভর্তির জন্য আবেদন করেননি বা কোনও কলেজে নির্দিষ্ট বিষয়ে অনার্স চেয়ে আবেদন করেননি। যারা দু’বার নির্দিষ্ট বিষয়ে অনার্স পাওয়ার জন্য মনোনীত হয়েছেন ও কলেজ চূড়ান্ত করেছেন তাঁদের তৃতীয়বারের জন্য সুযোগ দেওয়া হবে না বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। কিন্তু এই কথা মানতে চাননি বিক্ষোভকারী ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। তাঁরা ডেপুটি আইসি সুজিতকুমার চৌধুরীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েও পড়েন। পরে পুলিশ এলে বিক্ষোভ বন্ধ হয়। কলেজসূহের পরিদর্শক দেবকুমার পাঁজা বলেন, “আমরা পঞ্চম পর্বের পরেই ভর্তি বন্ধ করে দিতে পারতাম। কিন্তু ছাত্রদের স্বার্থে ১২ তম পর্ব পর্যন্ত এ দিন ভর্তি নেওয়া হয়। এই পর্যায়ের মেধা তালিকা প্রকাশিত হবে ২৯ অগস্ট। নতুন নিয়ম আমরা ঠিক করছি না। তা ঠিক করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই বিক্ষোভকারীদের বলা হয়েছে নিজেদের ভর্তির ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে।”
|
শোভাযাত্রা, আলোচনাচক্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল বর্ধমানের বিবেকানন্দ মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব। মঙ্গলবার এই উৎসবের উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার। তিনি কলেজে একটি সুবর্ণজয়ন্তী ভবন তৈরির পরামর্শ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষকে। ছিলেন রাজ্যের অতিরিক্ত শিক্ষা অধিকর্তা কৃষ্ণা রায়, কলেজের অধ্যক্ষ শিবপ্রসাদ রুদ্র প্রমুখ।
|
বিজ্ঞান মঞ্চের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতীদের পুরস্কৃত করল মঞ্চের আকুই ১ নম্বর ইউনিট। এই উপলক্ষে আকুই ননীবালা গালর্স স্কুলে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রীতির উৎসব রাখিবন্ধনও পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকুই ইউনিয়ন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক স্বপন সাউ। |