টুকরো খবর
চাকরির টোপ দিয়ে প্রতারণা
চাকরির টোপ দিয়ে ৭৫ লক্ষ টাকা হাতিয়ে পালানোর অভিযোগ উঠল একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। সোমবার শিলিগুড়ির সেবক রোডে সংস্থাটির অফিসের সামনে বিক্ষোভ দেখায় চাকরিতে যোগ দিতে আসা প্রায় এক হাজার যুবক-যুবতী। পরে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এসে অবস্থা আয়ত্বে আনে। সংস্থাটির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বিক্ষুব্ধ যুবকেরা। পুলিশ একটি প্রতারণার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ কমিশনার কে জয়রামন বলেন, “প্রতারণার মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।” বিক্ষুব্ধদের অভিযোগ, বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পদে লোক নেওয়া হবে বলে জানায় সংস্থাটি। সংস্থাটির অফিসের ঠিকানা দেওয়া হয় ১৪২/১৪ সেবক রোড, দ্বিতীয় তল, শিলিগুড়ি। মে মাসে প্রকাশিত সেই বিজ্ঞাপন দেখেই প্রায় ৩ হাজার যুবক যুবতী আবেদন করে করণিক, গুদাম রক্ষক, নিরাপত্তা কর্মী, গাড়ি চালক সহ বিভিন্ন পদের জন্য। লিখিত ইন্টারভিউও নেওয়া হয় প্রত্যেক আবেদনকারীর। তার ভিত্তিতে প্রতোককে একটি জয়েনিং লেটারও দেওয়া হয়। তার সঙ্গে একটি আলাদা কাগজ জুড়ে দেওয়া হয়। তাতে দু’জোড়া ইউনিফর্মের জন্য আড়াই হাজার টাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের অ্যাকউন্টে জমা করতে বলা হয়। সকলেই সেই মতো টাকা জমা করে। সবারই জয়েনিং লেটারে ২৬ অগস্ট শিলিগুড়িতে কাজে যোগ দিতে বলা হয়। এ দিন যোগ দিতে এসে সবাই দেখেন অফিসে তালা বন্ধ। মোবাইল সুইচ অফ। কর্মীরা বেপাত্তা। বাঁকুড়া, বীরভূম, দুই চব্বিশ পরগণা, বর্ধমান, পুরুলিয়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ সারা রাজ্য থেকে যুবক-যুবতীরা যোগ দিতে এসে ভেঙে পড়েছেন। অভিযোগ পেয়ে পুলিশ ওই ব্যাঙ্কের নির্দিষ্ট শাখায় যোগাযোগ করে অ্যাকাউন্ট খতিয়ে দেখেন। আ্যকাউন্ট থেকে বেশিরভাগ টাকাই তুলে নেওয়া হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। ওই অ্যাকাউন্টের ইন্ট্রোডিউসার কে তা জানা যায়নি বলে জানান শিলিগুড়ির সহকারী ডেপুটি পুলিশ কমিশনার আভারু রবীন্দ্রনাথ। তিনি বলেন, “সবই খতিয়ে দেখা হচ্ছে।”

বিনয় তামাঙ্গের ১৪ দিনের জেল হেফাজত
২০০৯ সালে মালবাজার থানার একটি মামলায় গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য বিনয় তামাঙ্গকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। সোমবার বিকেলে বিনয় তামাঙ্গকে জেলা আদালতে তোলা হাজির করানো হয়। গত ২২ অগস্ট কালিম্পং থানার পুলিশ সিকিম থেকে বিনয় তামাঙ্গকে গ্রেফতার করে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানাতেও বিনয় তামাঙ্গের নামে পুরোনো মামলা থাকায় এদিন তাঁকে জেলা আদালতে হাজির করানো হয়। সরকারি আইনজীবী শান্তা চট্টোপাধ্যায় বলেন, “এদিন একটি মামলায় বিনয় তামাঙ্গ জামিন পান। অন্য মামলায় পুলিশের আবেদন মঞ্জুর করে তাঁকে গ্রেফতারের বিষয়টি নথিভুক্ত করে আদালত। বিনয়বাবুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।” ১৪৪ ধারা ভেঙে ২০০৯ সালের ১৬ জানুয়ারি ডুয়ার্সের গরুবাথান থেকে নাগরাকাটার ভগৎপুর পর্যন্ত পৃথক গোর্খাল্যাণ্ডের দাবিতে মোর্চার পদযাত্রা করে বলে অভিযোগ। ওই দিন মোর্চার জমায়েত থেকে পুলিশের গাড়িতে আগুন লাগানো সহ ঢিল ছোঁড়া গোলমাল পাকানোর অভিযোগে গুরুঙ্গ সহ ১৩ জন মোর্চা নেতা কর্মীর নামে নাগরাকাটা থানায় মামলা দায়ের হয়। মোর্চা প্রধান বিমল গুরুঙ্গ, বিনয় তামাঙ্গ সহ মোর্চা নেতাদের বিরুদ্ধে, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কাজে বাধা দেওয়া, খুনের চেষ্টা সহ একাধিক মামলায় অভিযোগ দায়ের হয়। সোমবার জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে বিনয় তামাঙ্গ বলেন, “১০ জন জিটিএ সদস্য জেলের বেতরে। এই পরিস্থিতিতে আগামী ৪ সেপ্টেম্বর জিটিএর বৈঠকে কী ভাবে আমরা যোগ দেব। বৈঠকে যোগ দেওয়ার জন্য আমাদের জামিনের ব্যবস্থা করা হোক।” বিনয়বাবু বলেন, “রাজ্য সরকার পাহাড়ের নিরপরাধ বাসিন্দাদের হেনস্থা করছে। পুরোনো মামলায় গ্রেফতার করা থেকে শুরু করে, নানাভাবে পাহাড়বাসীকে হেনস্থা করা হচ্ছে।”

পুরনো খবর:

তদন্ত কমিটি গড়া হোক, চায় তৃণমূল
কংগ্রেস পরিচালিত আলিপুরদুয়ার পুরসভার বিদায়ী বোর্ডের কাজকর্ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছে তৃণমূল। গত ৫ বছরে পুরসভার জমি কেনা-বেচা, বিপিএল তালিকা তৈরি নিয়ে অনিয়ম হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। সোমবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা জহর মজুমদার বলেন, “বিপিএল তালিকায় গরমিল, নিজগৃহ প্রকল্প বিলিতে দুর্নীতি, বৃদ্ধভাতা, ডাম্পিং গ্রাউন্ডের জমি কেনা নিয়ে অনিয়মের তদন্ত চেয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। পুরসভার কর্মকাণ্ড খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়া হোক। রাজ্য সরকারও ব্যবস্থা নিতে চলেছেন বলে ইঙ্গিত মিলেছে।” পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “শুধু সাংবাদিক বৈঠক না করে, তৃণমূল নেতৃত্ব কেন পুরসভার দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করানোর ব্যবস্থা করছেন না, বুঝতে পারছি না। পুর-বোর্ডে তো তৃণমূলের সদস্যও রয়েছেন। জহরবাবুরা তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন, জানাতে হবে।” জহরবাবুর বলেন, “তৃণমূল কাউন্সিলরদের অন্ধকারে রেখে দুর্নীতি করা হয়েছে। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও প্রশ্নই নেই।”

শিশুশ্রমিককে মারধর, নালিশ
এক শিশু শ্রমিককে চায়ের দোকানে কাজ করিয়ে টাকা না দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে দোকান মালিকের বিরুদ্ধে। শিশুটির মা প্রতিবাদ করায় তাঁকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। সোমবার শামুকতলা থানার ডাঙ্গি বাজারে ঘটনাটি ঘটেছে। চায়ের দোকানের মালিক অসিত দেবনাথের বিরুদ্ধে শামুকতলা থানায় লিখিত অভিযোগ করেছে শিশুটির মা সুধারানী দেবনাথ। তাঁর অভিযোগ, “স্বামী দিনমজুর। ১২ বছরের ছেলে কোহিনূর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে পঞ্চম শ্রেণিতে পড়ে। ওই দোকানের মালিক ফুঁসলিয়ে ওকে দোকানে কাজে নেয়। প্রায়ই মারধর করত। ছয়মাস ধরে কাজ করলেও একটি টাকাও দেয়নি। প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে।” অসিতবাবু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “পারিশ্রমিকের সমস্ত টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। মারধরের অভিযোগ মিথ্যা।”

অভিভাবকদের দাবি
বাগানের পড়ুয়াদের স্কুলে যাতায়াতের বাস চেয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকেরা সোমবার বিকেলে মালবাজারের গুরজংঝোরা বাগানের গেট আটকে বিক্ষোভ করেন। বাগানের শ্রমিকদের অভিযোগ, বাগানের বাসিন্দা ৩০০রও বেশি পড়ুয়া মালবাজারের বিভিন্ন স্কুলে পড়তে যায়। বাসের পরিবর্তে পিক আপ ভ্যানে যাতায়াত করতে হয়। পাশাপাশি গাড়ি বিকল হলে গেলে সেই দিন আর স্কুলেও পৌঁছতে পারে না পড়ুয়ারা। এ দিন বিক্ষোভের সময় বাগানের পাশাপাশি কারখানার গেটও আটকে দেওয়া হয়। বিক্ষোভের জেরে বাগান ম্যানেজার সহ অনান্য কর্মীরা ভেতরে আটকে পড়েন। সারা দিনের সংগ্রহ করা চা পাতাও এ দিন কারখানায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। বাগান ম্যানেজার অলোক বন্দ্যোপাধ্যায় বলেন, “দ্রুত বাসের ব্যবস্থা করা অসম্ভব। তবে সময় মতো যাতে পড়ুয়াদের বরাদ্দ গাড়ি চলাচল করে সেটি দেখা হবে।” এদিন সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ চলে।

নিকিতা-খুনে ফের হাজতে অভিযুক্তরা
ফালাকাটার স্কুল ছাত্রী নিকিতা দত্ত খুনে অভিযুক্তদের ফের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিল আদালত। সোমবার দোষীদের কড়া শাস্তি চেয়ে বিক্ষোভ দেখায় এসইউসি। ফালাকাটার শ’খানেক বাসিন্দা আলিপুরদুয়ার মহকুমাশাসকের দফতরে সামনে এসে নিকিতার ছবি নিয়ে বিক্ষোভ দেখান। মহকুমা শাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের দফতরে তাঁরা স্মারকলিপি দেন। ২৮ জুলাই সকালে ফালাকাটার সুভাষপল্লি এলাকায় ওই স্কুল ছাত্রীকে গুলিতে খুন করা হয়। এ দিন বিচারক সরোজিনী ঘিসিং জামিনের আবেদন নামঞ্জুর করে অভিযুক্তদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। এ দিন দু’জনের সাক্ষ্য নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া এ দিন বলেন, “নিকিতা হত্যা মামলায় দ্রুত চার্জশিট পেশ করা হবে।”

পুরনো খবর:

থানা ঘিরে বিক্ষোভ
শামুকতলা থানায় বিক্ষোভ। সোমবার ছবিটি তুলেছেন রাজু সাহা।
শামুকতলার পটটোলা হঠাৎ কলোনির জুতো ব্যবসায়ী বাচ্চুনম দাসের খুনের ঘটনায় জড়িতদের ধরার দাবিতে থানায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সোমবার শামুকতলা থানায় ঘটনাটি ঘটে। প্রায় এক ঘন্টা পর শামুকতলা থানার ওসি দীপঙ্কর সাহা অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। পরে গ্রামবাসীরা স্মারকলিপি দেন। গত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাস্তায় বাচ্চুবাবুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়।

ধর্ষণে ধৃত দুই
এক মহিলাকে ধর্ষণের অভিযোগে সিঙ্গিঝোরা চা বাগানের দুই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম দীপক মাহালি ও রবার্ট মিন্জ। রবিবার রাতে বাগান সংলগ্ন এলাকায় দিঘড়াভিটার বাসিন্দা এক মহিলাকে একা পেয়ে অভিযুক্তরা ধর্ষণ করে বলে অভিযোগ। সোমবার ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে ধরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.