জেল হেফাজতে থাকা শাকিল জাফর ওরফে ভুট্টোর মৃত্যুর তদন্তভার কেন সিবিআইকে দেওয়া হবে না, রাজ্য সরকারকে তা দানাতে বলল কলকাতা হাইকোর্ট। পুলিশি তদন্তের গাফিলতি দেখে সোমবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দেন। ৪ সেপ্টেম্বর রাজ্য সরকারকে এর জবাব দিতে হবে। এর আগে কড়েয়ার আমিনুল ইসলামের মৃত্যুর মামলাতেও কলকাতা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে আদালত। ওই মামলাটিও সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার গড়বেতার এক নির্দল পঞ্চায়েত সদস্যের ভাই গণেশ দুলের হত্যার ঘটনায় তদন্তকারীদের ভূমিকা দেখে তিনি মন্তব্য করেছিলেন, পুলিশ ঝান্ডার রং দেখে কাজ করছে।
দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে ভুট্টোর মৃত্যু হয় গত ২৭ মার্চ। তাঁর মা সাজিদা খাতুনের অভিযোগ এনেছেন, ৫ মাসে এই মৃত্যুর তদন্ত কার্যত হয়নি বললেই চলে। তারই প্রথম শুনানির সময় রাজ্য সরকার সংশোধনাগার কর্তৃপক্ষের রিপোর্ট দেখালেও ফরেনসিক রিপোর্ট বা কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট দেখাতে পারেনি। ওই দু’টি রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি। কিন্তু দ্বিতীয় শুনানির দিনও কোর্টে ফরেনসিক রিপোর্ট জমা পড়েনি। ক্ষুব্ধ বিচারপতি এর পরে রাজ্য সরকারকে দু’বার সময় দেন। তাতেও রিপোর্ট পেশ না হওয়ায় সোমবার সাজিদা খাতুনের আইনজীবী বলেন, ছেলের মৃত্যুর বিচার চাইতে এক মা আদালতের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্ট বার বার নির্দেশ দিচ্ছে, তার পরেও ফরেনসিক রিপোর্ট পাওয়া যাচ্ছে না। তাই তদন্ত ঠিকমতো চলছে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় থেকে যাচ্ছে। এর পরেই ক্ষুব্ধ বিচারপতি জানতে চান, পুলিশি তদন্তের যখন এই হাল, তবে তদন্তভার কেন সিবিআইকে দেওয়া হবে না। |