রূপনারায়ণপুর পলিটেকনিক কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার প্রায় এক বছরের মাথায় সোমবার আদালতে চার্জশিট পেশ করল সালানপুর থানার পুলিশ। গত বছরের ৯ অক্টোবর সালানপুর থানার রূপনারায়ণপুর পলিটেকনিক কলেজের ছাত্র সংসদ কার্যালয়ে কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে এক ছাত্রনেতা-সহ কয়েকজনের বিরুদ্ধে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার আবাসন এলাকার বাসিন্দা ওই ছাত্রী ১১ অক্টোবর রূপনারায়ণপুর ফাঁড়িতে তৃণমূল ছাত্র পরিষদ নেতা তথা কলেজের ছাত্র সংসদের সহ সাধারণ সম্পাদক সাম্ব মন্ডল, ওই কলেজেরই ছাত্র অভী ঘোষ, কলেজের নিরাপত্তা রক্ষী বিজয় যাদব ও এক বহিরাগত মিতিলেশ ওঝার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে রূপনারায়ণপুর এলাকা থেকেই কলেজের নিরাপত্তা রক্ষী বিজয় যাদবকে গ্রেফতার করে। এরপর একে একে শ্রীরামপুরের খোটিবাজার অঞ্চল থেকে অভি ঘোষ ও ঝাড়খন্ডের ধানবাদ এলাকা থেকে মিথিলেশ ওঝা ও সাম্ব মন্ডলকে গ্রেফতার করা হয়। আদালতে পেশের পর এই চার জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। ধৃতদের জেল হেফাজত হয়। সরকারি পক্ষের আইনজীবী তাপস উকিল জানান, “২৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে।” |