সারদা-কর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় এবং অরবিন্দ চৌহানকে আসানসোল আদালতে তোলা হল সোমবার। এসিজেএম বিচারক অনিরুদ্ধ মাইতি এই তিন জনের জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছেন। ৯ সেপ্টেম্বর এই মামলার কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছেন বিচারক।
দুপুর আড়াইটে নাগাদ সুদীপ্ত, দেবযানী এবং অরবিন্দ চৌহানকে এসিজেএম বিচারকের এজলাসে নিয়ে আসা হয়। সেখানেই তাদের জামিনের আবেদন করেন অভিযুক্ত পক্ষের আইনজীবী। কিন্তু সেই আবেদন নাকচ করে বিচারক তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।
আসানসোল মহকুমার পাঁচটি থানা আসানসোল উত্তর, রানিগঞ্জ, কুলটি, সালানপুর ও চিত্তরঞ্জন থানায় সুদীপ্তদের বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলা দায়ের হয়েছে। থানাগুলিতে সাকুল্যে প্রায় ৩০ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ জমা পড়েছে। এ দিন দুপুরে অভিযুক্তদের নিরাপত্তার মধ্যে আদালতে তোলা হয়। অভিযুক্তদের আদালতে আনার বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ফলে এ দিন আদালত চত্বরে প্রচুর মানুষ ভিড় করেন। ছিল পুলিশি নিরাপত্তাও। সুদীপ্ত-দেবযানীদের উদ্দেশ্যে তাদের দেখতে আসা মানুষজন নানা কটূক্তি ছুড়ে দেন। এমন কী আদালত চত্বরে উপস্থিত আইনজীবীরাও কটূক্তি করেন তাদের উদ্দেশ্যে। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, ওই তিনজনকে কোর্ট লকআপে না ঢুকিয়ে আদালতের কোর্ট ইনসস্পেক্টরের ঘরে বসিয়ে রাখা হয়। অবিলম্বে ওই তিন জনকে কোর্ট লকআপে ঢোকাতে হবে বলে দাবি করেন তাঁরা। এর পর পুলিশ নিরাপত্তার প্রসঙ্গ তুলে ওই আইনজীবীদের বিরত করেন।
|