শিক্ষাকেন্দ্র থেকে মেলা তিন মৃতের পরিচয় জানা যায়নি সোমবারও। রবিবার সকালে কাঁকসা থানার চারশো মোড়ের কাছে একটি দরজাহীন সেতুবন্ধ স্কুলে এক মহিলা এবং মাস ছয়েক ও বছর পাঁচেকের দু’টি শিশুকন্যার অর্ধদগ্ধ দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। কাঁকসা থানার পুলিশ দেহগুলি উদ্ধার করে। সোমবার ময়না-তদন্ত হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ দিন সন্ধ্যায় জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তিনি আরও জানান, প্রথমে মনে করা হয়েছিল তাঁরা আশপাশের এলাকার বাসিন্দা। খোঁজ পেতে আশপাশের থানাগুলিকেও খবর দেওয়া হয়েছিল। তবে কোনও সূত্র পাওয়া যায়নি। পুলিশ সুপার বলেন, “পার্শ্ববর্তী জেলা ও ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।” |
এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে কুলটি থানার চাপতোড়িয়া এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রবিকুমার দাস। সোমবার তাকে আসানসোল আদালতে তোলা হলে এসিজেএম বিচারক ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছেন তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল মহকুমা হাসপাতালে ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে পুলিশের তরফে। বিচারক ওই নাবালিকার গোপন জবানবন্দি নিয়েছেন। কমিশনারেটের এসিপি (পশ্চিম) তন্ময় মুখোপাধ্যায় জানিয়েছেন, ওই এলাকায় একটি পরিত্যাক্ত খনি আবাসনে অভিযুক্ত যুবকমানসিক ভারসাম্যহীন ওই নাবালিকাকে জোর করে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। তার চিত্কারে আশেপাশের লোকজন ছুটে আসেন। যুবকটি তখনকার মতো পালিয়ে গেলেও পরে পুলিশের হাতে ধরা পড়ে যায়।
|
অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যুর নয় দিন পর মৃতার স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অভিজিত্ মন্ডল। সোমবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ অগস্ট জামশোল গ্রামের বধূ যুথিকা মণ্ডল শ্বশুরবাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় বেরিয়ে আসেন। প্রতিবেশীরা তাঁকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১৬ অগস্ট মৃত্যু হয় তাঁর। জামুড়িয়া থানায় যুথিকাদেবীর স্বামী অভিজিত্ মন্ডল, শ্বশুর, শাশুড়ি-সহ ১১ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন মৃতার বাবা ঝাড়খণ্ডের মথুরাডিহি গ্রামের শ্যামল মণ্ডল। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকে নানা দাবিতে তাঁর মেয়ের উপর নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। তারাই পুড়িয়ে মেরেছে যুথিকাদেবীকে।
|
কর্মীদের বিনা কারণে বদলির অভিযোগে ঘন্টা চারেক কোলিয়ারির ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন খনি কর্মীরা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মধুসূদনপুর ৭ নম্বর প্রজেক্ট ইনক্লাইনে। কর্মীদের দাবি, কয়েক দিন আগে ভূগর্ভের কে ২০ প্যানেলে ‘স্টপ ওয়ালের’ ভিতরে কর্তৃপক্ষের গাফিলতিতে আগুন লেগে যায়। এই ঘটনার পর খনি কর্তৃপক্ষ ৫৭ জন কর্মীকে খাস কাজোড়া কোলিয়ারিতে বদলির বিজ্ঞপ্তি জারি করেছে। এর প্রতিবাদেই এই বিক্ষোভ। খনির ম্যানেজার সতীশ কুমার বলেন, “উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে নিষ্পত্তির চেষ্টা চলছে।”
|
নদীর মাঝে পাঁচিল দিয়ে বাঁধ তৈরি করে একটি স্পঞ্জ আয়রন কারখানা বেআইনিভাবে জল তুলে নিচ্ছে এই অভিযোগে বাঁধের পাঁচিল ভেঙে দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কারখানা কর্তৃপক্ষ সঠিক পথে পর্যাপ্ত জলের ব্যবস্থা করেনি। পরিবর্তে সিঙ্গারণ নদীর মাঝে পাঁচিল তুলে জল তুলে নিচ্ছিল। এই নদী নানা কারণে নাব্যতা হারিয়েছে। এরপর পাঁচিল দেওয়ার ফলে স্থানীয় এলাকা বানভাসি হতে পারে। কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
|
মোটরবাইক চুরির অভিযোগে আসানসোল উত্তর থানার পুলিশ বমাল এক দুষ্কৃতীকে রবিবার গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুনীল সোরেন। গত ২০ অগস্ট আসানসোল উত্তর থানার শীতলাগ্রাম থেকে মোটরবাইকটি চুরি হয়।
|
বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক করা ও উন্নত ট্রান্সফর্মারের দাবিতে জামুড়িয়ার নিউ সাতগ্রাম কোপেক্সে উত্পাদন বন্ধ রাখল আইএনটিটিইউসি। |