টুকরো খবর
মহেশ স্মৃতিতে ফের শুরু প্রতিযোগিতা
ছবি ও তথ্য: রাজা বন্দ্যোপাধ্যায়।
গত বছর খেলার সময় চোট লেগে মাঠেই ফুটবলার মহেশ থাপার মৃত্যুতে বন্ধ হয়ে গিয়েছিল টুর্নামেন্ট। এ বছর থেকে ফের তা শুরু হল। জলপাইগুড়ি থেকে ৭ কিলোমিটার দূরে তোরলপাড়া পল্লিসংঘ শোভাবাড়ি ক্লাব ও পাঠাগারের উদ্যোগে ওই ফুটবল প্রতিযোগিতা। গত বছর ৮ জুলাই মহেশ মাঠে চোট পেয়ে অসুস্থ হয়ে পড়ার পর দুই কিলোমিটার দূরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সবশেষ। এর পর মাঠে অ্যাম্বুল্যান্স রাখা নিয়ে বিতর্ক বাঁধে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা বিতর্ক এড়াতে অ্যাম্বুল্যান্স রাখা বাধ্যতামূলক করে। এ দিন তোরলপাড়া নেতাজি স্কুল মাঠে ওই প্রতিযোগিতা আবার শুরু হওয়ার আগে মহেশ থাপার স্মৃতির উদ্দেশে উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা ১ মিনিট নীরবতা পালন করেন। এ বছর থেকে মহেশ থাপার নামে একটি ফেয়ার প্লে ট্রফি-ও চালু করেছে টূর্নামেন্ট কমিটি।

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৬ শিলিগুড়িতে
আগ্নেয়াস্ত্র-সহ ৬ জনকে ধরল পুলিশ। শনিবার রাতে শিলিগুড়ির চম্পাসারির দেবীডাঙ্গা থেকে তাঁদের ধরে প্রধান নগর থানার পুলিশ। ধৃতদের এক জন স্থানীয় ও বাকিরা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা। এদের কাছ থেকে দুটি নাইন এম এম পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং যে গাড়িতে করে তাঁরা এসেছিল সেই এসইউভি গাড়িটি আটক করেছে পুলিশ। ধৃত দীপু কান্তির বাড়ি চম্পাসারির দেবীডাঙ্গায়। দীপক পাসোয়ান, খোকন শর্মা, সুজিত সাহা, গঙ্গা পাসোয়ান ও স্বপন সাহা রায় কালিয়াগঞ্জে থাকে। শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন এ দিন বলেন, “দলটি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল।” পুলিশের কাছে খবর ছিল বাইরের একটি দল ডাকাতি করার ছক কষছে। রাত ২ টো নাগাদ খবর আসে শ্রীগুরু বিদ্যামন্দিরের মাঠে কয়েকজন ব্যক্তিকে জড়ো হতে দেখা গিয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে তাদের জামিন নামঞ্জুর হয়ে যায়।

সংগঠন বাড়াতে কমিটি যুবমোর্চার
সংগঠন বাড়াতে নতুন কমিটি তৈরি করল ভারতীয় যুব মোর্চা। রবিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান, জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা যুব মোর্চার সভাপতি বাপি পাল। রাজ্য সভাপতি বলেন, “নতুন করে যে কমিটি তৈরি হয়েছে তা এলাকায় সংগঠন বৃদ্ধির কাজে সহায়ক হবে। আগামী লোকসভা নির্বাচনে ভাল ফল করব।” এ দিন প্রায় ৫০ জন সাধারণ মানুষ দলে যোগ দিয়েছেন বলে দাবি করেন যুবমোর্চার নেতারা।

অচলাবস্থায় নাগরিক কনভেনশনে বামেরা
শহরের উন্নয়ন ব্যহত হয়ে পড়েছে। সঠিক নাগরিক পরিষেবা মিলছে না। পুরসভার অচলাবস্থা নিয়ে বরিবার নাগরিক কনভেশনের আয়োজন করে দার্জিলিং জেলা বামফ্রন্ট। শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ওই সভায় ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য এবং বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। এসজেডিএ-র নানা প্রকল্পে আর্থিক দুর্নীতি নিয়েও সরব হন তাঁরা। ওই সমস্ত দুর্নীতির সিবিআই তদন্তও দাবি করেন তাঁরা। প্রতি ওয়ার্ডে তাঁরা তৃণমূলের ব্যর্থতা নিয়ে আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন।

রাখির খাওয়া দাওয়া
অনুভব হোমের আবাসিকদের জন্য রবিবার দুপুরের খাওয়ার আয়োজন করে জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মেনুতে ভাত, ডাল, ভাজা, মুরগির মাংস, চাটনি, মিষ্টির আয়োজন ছিল। স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে অজয় শাহ জানান, রাখি উৎসবের অঙ্গ হিসেবেই এ দিন হোমের ৫০ জন আবাসিককে খাওয়ানো হয়েছে। আগামীতেও এমন আয়োজন হবে।”

ডুয়ার্সে বাইক-র‌্যালি
ডুয়ার্সের শান্তি ও ঐক্য অটুট রাখার বার্তা দিতে ও ডুয়ার্সের আদিবাসীদের উন্নয়নের দাবিকে সামনে রেখে বাইক র‌্যালি করল আদিবাসী বিকাশ পরিষদ। রবিবার ডুয়ার্সে মালবাজার মহকুমায়। পাহাড়ে আন্দোলনের জেরে ডুয়ার্সের শান্তি যাতে বিঘ্নিত না হয় সেই জন্যেই এই র্যালি বলে জানান আদিবাসী বিকাশ পরিষদের ডুয়ার্স কমিটির সভাপতি পরিমল লগুন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.