টুকরো খবর
বনগাঁয় ছাত্রনেতা খুনে গ্রেফতার দুই
বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক সৌম্য বিশ্বাস খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত হিমাংশু বৈরাগী ওরফে হিমু-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। আর এক জনের নাম সায়ন দত্ত ওরফে সাহেব। দু’জনেরই বাড়ি স্থানীয় কোড়লবাগান এলাকায়। শনিবার দুপুরে বনগাঁ শহর থেকে মূল অভিযুক্ত-সহ দু’জনকে ধরেছে পুলিশ। রবিবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাদের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ সাত জনকে ধরেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৯ জুলাই রাতে স্থানীয় কোড়ালবাগান এলাকায় এক ফালি জমির উপর দাঁড়িয়ে থাকা কয়েকটি ট্রাকের পিছনে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল সে। তার মাথায় গুলি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ বনগাঁর মহকুমা পুলিশ আধিকারিক রূপান্তর সেনগুপ্তের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পুলিশের দাবি, ধৃতদের জেরা করে জানা গিয়েছে, হিমু সে দিন সৌম্যকে গুলি করেছিলেন। টাকা পয়সার লেনদেন নিয়ে বচসার জেরেই এই খুন। যে আগ্নেয়াস্ত্র দিয়ে সৌম্যকে খুন করা হয়েছিল, তার তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুরনো খবর:

সিপিএম কর্মীকে মার, অভিযুক্ত তৃণমূল নেতা
সিপিএমের লোকাল কমিটির সদস্যকে মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানা এলাকার সগুনা পঞ্চায়েতের উত্তর কাচদহ বাজারে ঘটনাটি ঘটে। আহত অসীম বৈদ্য সিপিএমের স্বরূপনগর-২ লোকাল কমিটির সদস্য। তাঁকে প্রথমে হাবরা হাসপাতাল ও পরে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, তদন্ত চলছে। সগুনা পঞ্চায়েতে এ বার তৃণমূল জিতেছে। তবে স্বরূপনগরের বেশিরভাগ পঞ্চায়েতই এখন সিপিএমের দখলে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে এ নিয়ে অসীমবাবু ও তৃণমূল নেতা তথা স্থানীয় ব্যবসায়ী পঙ্কজ রায়ের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় পঙ্কজবাবু দা নিয়ে অসীমবাবুর উপর চড়াও হন। তাঁর মাথায়, মুখে আঘাত লেগেছে। হাত-পাও ভেঙে গিয়েছে। স্বরূপনগর ব্লক তৃণমূল নেতা রমেন সর্দার অবশ্য অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনাটিই পারিবারিক বিবাদের জের বলে দাবি করেছেন। তবে সিপিএমের স্বরূপনগর লোকাল কমিটির সম্পাদক হামান উদ্দিন আহমেদ বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসীমবাবুকে মারা হয়েছে।”

তালা ভেঙে চুরি বসিরহাটে
দিনে দুপুরে দরজা ভেঙে চুরি হল সোনার দোকানে। শুক্রবার দুপুরে বসিরহাটের গোপালপুর মোড়ের ঘটনা। স্বর্ণব্যবসায়ী প্রহ্লাদ সাঁতরা বসিরহাট থানায় জানিয়েছেন, শুক্রবার দুপুরে দোকান বন্ধ করে বাড়িতে খেতে গিয়েছিলেন তিনি। বিকেল সাড়ে তিনটে নাগাদ ফিরে এসে দেখেন দোকানের দরজা ভাঙা। দুষ্কৃতীরা দোকানের চালের কর্কেট ভেঙে ঢুকে সর্বস্ব লুঠ করে নিয়ে চলে গিয়েছে। দোকানির দাবি, সামান্য সোনা ও প্রায় পঁচিশ ভরি রুপোর গয়না চুরি হয়েছে। অন্যদিকে, বসিরহাটের শোনপুকুরের ধারে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। বসিরহাট চৌমাথায় তাঁর দোকান। ওই দোকানি পুলিশের কাছে অভিযোগ করেন, গত বুধবার রাতে দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফেরার সময়ে কালো মোটরবাইকে এসে তিন দুষ্কৃতী তার পথ আটকায়। কিছু বোঝার আগেই দুষ্কৃতীরা তাঁকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয়ে লুঠপাট জগদ্দলে
অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয়ে শনিবার রাতে উত্তর ২৪ পরগনার জগদ্দলের স্থিরপাড়ায় একটি বাড়িতে লুঠপাট চালাল এক দল ডাকাত। পাঁচ জনের দুষ্কৃতীর দলটি ওই বাড়িতে চড়াও হয়ে দু’জনকে রিভলভারের বাঁট দিয়ে মারধর করে সোনার গয়না, বেশ কয়েক হাজার নগদ টাকা, চারটি মোবাইল ও বাড়ির দুটি বাইসাইকেল নিয়ে পালিয়ে যায়। রবিবার রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানিয়েছে, অতুল রায় নামে ওই বাড়ির মালিক শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ির গেটে দাঁড়িয়ে দুই বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। সেই সময় দুষ্কৃতীরা এসে ছোট ভাইয়ের খোঁজ করে। বলে তাঁর মোবাইলের দোকানে আগুন লেগেছে তাই খবর দিতে এসেছে। অতুলবাবু তাঁর ছেলে এ নিয়ে সন্দেহ প্রকাশ করলে তাঁদের দু’জনকে রিভলভারের বাঁট দিয়ে মেরে আলমারির চাবি ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। লুঠপাট চালিয়ে জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা প্রধান দেবাশিস বেজ বলেন, “তদন্ত চলছে। তবে ওই বাড়ির দুই ছেলের মধ্যে অনেক দিন ধরে গোলমাল চলছে। এই ঘটনা তারই জের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

বসিরহাটে ৪৫ বাংলাদেশি গ্রেফতার
অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে এ দেশে অনুপ্রবেশের সংখ্যা গত কয়েকদিনে বেড়েছে বলে পুলিশ সূত্রের খবর। এদের বেশিরভাগই কলকাতা, দিল্লি, মুম্বই-সহ দেশের বিভিন্ন প্রান্তে কাজের খোঁজে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনে বসিরহাট, স্বরূপনগর ও হাসনাবাদ সীমান্ত এলাকা থেকে ৪৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে বেশ কিছু ফেনসিডিল সিরাপ। শনিবার রাতে স্বরূপগর সীমান্ত দিয়ে এ দেশে ঢোকার সময় কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। ওই রাতেই টহলদারির সময় বসিরহাটের এসডিপিও ইছামতী সেতু এবং ওল্ড সাতক্ষীরা রোডে ঢেমঢেমির মোড় থেকে ১৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করেন। বাকিরা বসিরহাটের ঘোজাডাঙা ও স্বরূপনগর সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের রবিবার আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর
অস্বাভাবিক মৃত্যু হল এক বধূর। তাঁর নাম দীপা ঘোষ (২০)। রবিবার সকালে বনগাঁর গোপালনগর থানার চালকি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শ্বশুরবাড়িতে অনেক দিন থেকেই পরিবারে সমস্যা ছিল। এ দিন সকালেও অশান্তি বাধে। ঘরে ঢুকে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন দীপা। প্রতিবেশীরা পরে দরজা খুলে তাঁকে উদ্ধার করে। পুলিশ ও দমকল ঘটনাস্থলে যায়। মৃতার ভাই শ্বশুরবাড়ির পাঁচ জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

পুকুরে ডুবে মৃত্যু দাদু ও নাতির
পুকুর থেকে দাদু ও নাতির দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার রামনগরের উত্তরভাদড়া গ্রামের ঘটনা। মৃতদের নাম অজিত হালদার (৫৫) ও সায়ন হালদার (৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুরে দাদু ও নাতি পুকুরে স্নান করতে নেমেছিলেন। অনেকক্ষণ কেটে গেলেও তারা বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়। পুলিশেও খবর দেওয়া হয়। পরে পুকুর থেকে দু’জনের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নাতিকে বাঁচাতে গিয়েই তলিয়ে গিয়েছেন অজিতবাবু। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাড়িতে লুঠপাট
তালা ভেঙে চুরির ঘটনা ঘটল দেগঙ্গা থানার বিশ্বনাথপুর গ্রামে। স্থানীয় বাসিন্দা গীতা রায় দেগঙ্গা থানায় অভিযোগে জানিয়েছে, তিনি শনিবার বারাসতে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। স্বামী ও ছেলে ব্যবসার প্রয়োজনে এখন দুবাইয়ে। রবিবার সকালে বাড়ি ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা। আসবাব ছড়ানো। তাঁর অভিযোগ, বেশ কিছু সোনা-রুপোর গয়না, ক্যামেরা-সহ যাবতীয় দামি জিনিস চুরি গিয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঠিকাকর্মীর
বিদ্যুতের লাইন ঠিক করতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কর্মীর। তাঁর নাম সমর ভট্টাচার্য (৩৩)। রবিবার সকালে বনগাঁর দত্তপাড়ার ঘটনা। তাঁর বাড়ি স্থানীয় বনবিহারী কলেজ এলাকায়। তাঁকে বাঁচাতে গিয়ে অন্য এক কর্মী আহত হয়েছেন।

কামদুনি প্রতিবাদী মঞ্চ
ছবি: সুদীপ ঘোষ
কামদুনিতে গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের চরম শাস্তির দাবি তো জানানো হচ্ছেই। সেই সঙ্গে দেশের যেখানেই নারী-নির্যাতন হবে, তার প্রতিবাদ জানাবে কামদুনি প্রতিবাদী মঞ্চ। রবিবার কামদুনিরই এক গাছতলায় মঞ্চের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ছিলেন নিহত কলেজছাত্রীর পরিবার, কামদুনি হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়। ছিলেন কামদুনির প্রতিবাদী মুখ হয়ে ওঠা মৌসুমী ও টুম্পা কয়ালরা। এই প্রতিবাদে তাঁরা পাশে পেয়েছেন বরুণ বিশ্বাসের সুটিয়া প্রতিবাদী মঞ্চকেও।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.