টুকরো খবর
রেশন পাচারে অভিযুক্ত নেতা
এক ডিলারের বিরুদ্ধে রেশনের সামগ্রী পাচারের অভিযোগ উঠল। প্রদীপ পতি নামে হলদিয়া ব্লকের দেউলপোতা বাজারের ওই রেশন ডিলার সিপিএম নেতা হিসাবে পরিচিত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে আটার বস্তা সমেত তারাপদ দাস নামে এক ব্যক্তিকে হাতে-নাতে ধরেন গ্রামবাসীরা। রেশন ডিলার তথা গ্রাম কমিটির সভাপতি প্রদীপ পতির দোকান থেকে ওই আটার বস্তা পাচার হচ্ছিল বলে এ দিন দুপুরে পুলিশে অভিযোগ দায়ের করেন তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি শেখ জিয়াদ আলি। প্রদীপবাবুর অবশ্য দাবি, “ওই আটার প্যাকেট আমার দোকান থেকে উদ্ধার হয়নি। যে সব উপভোক্তাকে রেশনে ওই আটা দেওয়া হয়েছিল, তাঁদের থেকেই কেউ ওই আটার প্যাকেট কিনে নিয়ে যাচ্ছিলেন।” প্রদীপবাবুর অভিযোগ, “শনিবার স্থানীয় দেউলপোতা জুনিয়র হাইস্কুলে তৃণমূলের পরিচালন সমিতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলাম আমরা। তারই পাল্টা হিসেবে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।” গোবিন্দপুরের বাসিন্দা তারাপদবাবুও ধরা পড়ার পরে পুলিশের কাছে অভিযোগ করেন, “বাড়ির গরুকে খাওয়াতে ওই আটার প্যাকেট নিয়ে যাচ্ছিলাম। সেই সময় জোর করে এলাকার লোকেরা আমায় ঘিরে ধরে ওই কাণ্ড ঘটায়।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিরিশ ধরে প্রদীপবাবু এলাকায় রেশন ডিলারের ব্যবসা করছেন। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে রেশনের সামগ্রী পাচার করার অভিযোগ ছিল। এলাকার রেশন মনিটরিং কমিটির চেয়ারম্যান তথা পঞ্চায়েত সদস্য অশোক হাজরার অভিযোগ, “ওই রেশন ডিলার বেছে-বেছে সিপিএম সমর্থক ব্যক্তিদের রেশন দেন। এলাকার তৃণমূলের লোকেরা রেশন পাওয়া থেকে বঞ্চিতই থাকেন। আর বাকী সামগ্রী পাচার হয়ে যায়। এ বার সেটা হাতেনাতে ধরা গিয়েছে।”

ট্রান্সফর্মার বসিয়ে চুরি
হুকিং করে নয়, রীতিমতো ১৬ কেভি ট্রান্সফর্মার বসিয়ে মাছের ভেড়িতে বিদ্যুৎ সরবরাহ করছিলেন কাঁথি দেশপ্রাণ ব্লকের বাঁকিপুট এলাকার হরেকৃষ্ণ মণ্ডল। গোপন সূত্রে তা জানতে পেরে কাঁথি দেশপ্রাণ ব্লকে বিদ্যুৎ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরণ্য রায়ের নেতৃত্বে দফতরের কর্মীরা তদন্তে যান। আস্ত ট্রান্সফর্মার বসিয়ে চুরি করে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে দেখে হতবাক হয়ে যান কর্মীরা। ওই ভেড়ি থেকে একটি ১৬ কেভি ট্রান্সফর্মার, বৈদ্যুতিক তার ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা করেছে। অভিযুক্ত হরেকৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে কাঁথি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের খবর পেয়ে তিনি আগেই উধাও হয়ে যান।

নতুন কার্যালয়
কেশপুরের কেওটপাড়াতে দলীয় কার্যালয় খুলল তৃণমূল। রবিবার তার আনুষ্ঠানিক উদ্বোধনও হল। উদ্বোধন করেন তৃণমূল নেতা ইমদাদুল ইসলাম। স্থানীয় তৃণমূল নেতা কিশোরী দোলইয়ের স্মরণে দলীয় কার্যালয়টির নামকরণও করা হয়েছে। এতদিন ওই এলাকায় দলের স্থায়ী কোনও কার্যালয় ছিল না। ফলে ৫ নম্বর অঞ্চল কমিটির সদস্যরা দলীয় কাজকর্ম করার জন্য স্থায়ী জায়গাও পাচ্ছিলেন না। এবার এটিই ৫ নম্বর অঞ্চল কমিটির অফিস হল বলে ইমদাদুলবাবু জানান। এ দিনের আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে কর্মী-সমর্থকেরাও ভিড় জমান।

শিক্ষক সম্মেলন
পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির দু’দিনের সম্মেলন শেষ হল রবিবার। সম্মেলনটি হয় কেশিয়াড়ি ব্লকের খাজরাতে। সম্মেলনে প্রায় ২০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে রবিবার এক প্রকাশ্য সভারও আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইয়া, জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে ও মৃত্যুঞ্জয় সাউ প্রমুখ। সম্মেলনে অবশ্য নতুন জেলা কমিটি তৈরি হয়নি। শীঘ্রই উপযুক্ত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

ভাতার দাবি পুরোহিতদের
ইমামদের মতো মাসিক ভাতার দাবিতে আন্দোলনে নামছেন পুরোহিতেরা। এগরা ২ ব্লকের হেঙ্গুনবাড়িতে সেই লক্ষে এগরা ও কাঁথি মহকুমার প্রায় পাঁচশো পুরোহিতকে নিয়ে গড়া হয়েছে ‘পণ্ডিত রক্ষা কমিটি’। রবিবার ওই কমিটির প্রায় একশো জন সদস্য ঘণ্টা বাজিয়ে ও শঙ্খধ্বনি করে তাজপুর জগদ্ধাত্রী মন্দির থেকে হেঙ্গুনবাড়ি কালীমন্দির পর্যন্ত মিছিল করেন। সোমবার এই দাবিতে এগরার মহকুমাশাসকের কাছে দাবিপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

বাজ পড়ে মৃত্যু
বাজ পড়ে মৃত্যু হল মৎস্যজীবীর। মৃতের নাম রঞ্জন জানা (৩৫)। বাড়ি ভগবানপুরের তালতলায় হলেও তিনি কর্মসূত্রে দিঘা মোহনা থানার ন্যায় কালিখাস গ্রামে থাকতেন।

জেলা সম্মেলন
রবিবার ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন মঞ্চে ‘পশ্চিম মেদিনীপুর জেলা ডেকোরেটার্স সমিতি’র চতুর্থ বর্ষ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনে জেলার মণ্ডপ শিল্পীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.