প্রদর্শনীতে কৃতী মহিলাদের জীবন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কৃতী মহিলাদের জীবনের নানা দিক তুলে ধরতে প্রদর্শনীকক্ষ করা হয়েছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে। কলেজের সভাঘরে ছবি সংবলিত এই প্রদর্শনীর নাম ‘দ্য চেঞ্জিং রোল অফ উইমেন ইন ইন্ডিয়া’। রানি লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা থেকে সরলা দেবী চৌধুরী, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাদার টেরিজা সকলের কথাই সেখানে রয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শিল্পী শুভাপ্রসন্ন। |
|
গোপ কলেজে শুভাপ্রসন্ন।—নিজস্ব চিত্র। |
গত ২২ অগস্ট থেকে শুরু হয়েছিল গোপ কলেজের ৫৭তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন। সমাপ্তি অনুষ্ঠান হয় শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। আর সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী, সাংসদ শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান উপলক্ষেই বিশেষ প্রদর্শনীকক্ষ চালু হয়েছে। প্রকাশিত হয়েছে একটি বই। তাতে প্রদর্শনীকক্ষ সম্পর্কে লিখেছেন গোপ কলেজের দুই অধ্যাপিকা রিনা পাল এবং রূপা দাশগুপ্ত।
শনিবার সমাপ্তি অনুষ্ঠানে সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “সব ক্ষেত্রেই এখন মেয়েরা এগিয়ে আসছেন। মহিলাদের শিক্ষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নানা কর্মসূচি নিয়েছেন।” কর্তৃপক্ষ এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। শুভেন্দু বলেন, “আমরা পাশে আছি। একদিন না একদিন এই কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হবেই।” |
|