টুকরো খবর |
গড়বেতায় লোক আদালতে এক দিনেই মিটে গেল ৩১টি মামলা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দীর্ঘদিন থেকে ঝুলে থাকা বেশ কিছু মামলার নিষ্পত্তির জন্য লোক আদালত হল গড়বেতায়। রবিবার গড়বেতা আদালত চত্বরেই লোক আদালত বসে। সেখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ২৬টি এবং ৫টি মারামারির মামলার নিষ্পত্তি হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শালবনি, গড়বেতা, সাতবাঁকুড়া, ফতেসিংপুর ও ধাদিকা শাখা থেকে বহু মানুষ নানা সময়ে ঋণ নিয়েছিলেন। কিন্তু বহু দিন পরেও ঋণ শোধ করেননি। এমন ৮০ জনকে নোটিস পাঠিয়ে এ দিন লোক আদালতে ডাকা হয়েছিল। এসেছিলেন ৩৯ জন। তার মধ্যে ২৬ জনের মামলা নিষ্পত্তি হয়েছে। ব্যাঙ্ক সূত্রে খবর, ওই ২৬ জনের কাছে সল ও সুদ বাবদ ২০ লক্ষ ৫৬ হাজার ৪১০ টাকা পাওনা রয়েছে। লোক আদালতে আলোচনার ভিত্তিতে সুদে ছাড় দিয়ে ১০ লক্ষ ৩ হাজার টাকা আদায়ের বন্দোবস্ত হচ্ছে। মারামারি ও সংঘর্ষের ৫টি মামলারও নিষ্পত্তি হয়েছে এদিন। সব মিলিয়ে ৫০ জন অভিযুক্ত ছিল। গড়বেতা আদালতের আইনজীবী তথা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক শ্যামল মহাপাত্র বলেন, “জেলা আদালতের সহযোগিতায় খুব অল্প সময়েই লোক আদালত বসানো গিয়েছিল। মোট ৩১টি মামলার নিষ্পত্তি হয়েছে। লোক আদালত ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।” লোক আদালতে হাজির ছিলেন মেদিনীপুর জেলা আদালতের রেজিস্ট্রার প্রকাশ বর্মন এবং ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চিফ রিজিওন্যাল ম্যানেজার পার্থ সরকার।
|
ছাত্রের হাতে ছুরি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দুই ছাত্রের মধ্যে বচসা চলছিল। আচমকা একজন চতুর্থ শ্রেণির ছাত্র অন্য জনকে ছুরি দিয়ে মারতে উদ্যত হল। মিড-ডে মিলের রান্নার দায়িত্বে থাকা স্বসহায়ক দলের সম্পাদিকা মঞ্জু সাউ গিয়ে কোনওমতে ছুরি কেড়ে নিলেন। শনিবার দুপুরে মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের ছোটবাজারের রাসময়রাচক প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্কুলে যান প্রাক্তন পুরপ্রধান নাজিম আহমেদ এবং এলাকার বিদায়ী কাউন্সিলর রহিমা আহমেদ। দুই ছাত্রের অভিভাবককেও ডাকা হয়। তাঁদের সতর্ক করা হয়।
|
ধর্ষণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বাড়িতে ঢুকে জোর করে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল খড়্গপুর লোকাল থানা এলাকার মীরপুরে। অভিযোগ, শনিবার রাতে কৌশল্যার বাসিন্দা বাচ্চু ভক্তা নামে এক যুবক মীরপুর গিয়ে জোর করে একটি বাড়িতে ঢুকে এক বিবাহিতা মহিলাকে ধর্ষণ করে। রবিবার মহিলার স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরখোঁজে তল্লাশি চলছে।
|
শহরে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহরের পাটনাবাজার স্পোটিং ক্লাবের উদ্যোগে রবিবার এক ফুটবল প্রতিযোগিতা হল। প্রতিযোগিতায় সব মিলিয়ে ১৬টি দল যোগ দেয়। এর মধ্যে জঙ্গলমহল এলাকার ৩টি দলও ছিল। বিকেলে ফাইনাল ম্যাচ হয়। চ্যাম্পিয়ন হয়েছে গোললাইন ক্লাব।
|
তৃণমূলের জয়
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
স্কুল ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। দাঁতন ১ ব্লকের দাঁতন বীনাপানি বালিকা বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল শনিবার। অন্য কেউ মনোনয়ন না দেওয়ায় সরাসরি জেতে তৃণমূল। |
|