শহরের ব্যস্ততম রাস্তায় ধানের চারা পুঁতে পুরসভা ও সংলগ্ন এলাকায় রাস্তার বেহাল দশা নিয়ে সরব হল কংগ্রেস। রবিবার দুপুরে বোলপুরের চিত্রা মোড়ে শহর ও ব্লক কংগ্রেস ঘণ্টাখানেক প্রতীকী পথ অবরোধও করে। এর জেরে ওই সময়ে ব্যাপক যানজট তৈরি হয়। প্রায় এক ঘণ্টা পরে বেলা সাড়ে বারোটা নাগাদ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রের খবর, বোলপুর পুরসভা এলাকার চিত্রা মোড়, মকরমপুর, লায়েক বাজার, মসজিদ রোড, শ্রনিকেতন রাস্তার উপরে শ্রীনন্দা উচ্চ বিদ্যালয় লাগোয়া রাস্তা-সহ একাধিক এলাকার রাস্তার অবস্থা শোচনীয়। অভিযোগ, বারবার ওই সব রাস্তার বেহাল দশা নিয়ে পুর কর্তৃপক্ষকে অবগত করিয়েও কোনও সুরাহা হয়নি। অবিলম্বে রাস্তাগুলির প্রয়োজনীয় সংস্কার করা-সহ খানাখন্দে ভর্তি রাস্তার সঠিক ও সুপরিকল্পিত মেরামত করার দাবি তুলেছেন বাসিন্দারা। এ দিন অবিলম্বে বেহাল রাস্তা সারানোর দাবিতে কংগ্রেসের ওই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সম্পাদক তথা বিশ্বভারতী অধ্যাপক সভার সম্পাদক কিশোর ভট্টাচার্য, প্রাক্তন পুরপ্রধান তপনকুমার সাহা-সহ কংগ্রেসের একাধিক নেতা। বোলপুর পুরসভার বিরোধী দলনেতা তথা বোলপুর ব্লক কংগ্রেসের সভাপতি মহম্মদ জাহাঙ্গির হোসেন দাবি করেন, “তৃণমূল পরিচালিত পুরসভাকে বারবার বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে। এমনকী, কয়েক দিন আগেও রাস্তায় প্রয়োজনীয় সংস্কার, বিদ্যুতের বাতি, পানীয় জলের উপযুক্ত পরিষেবা, পুর এলাকাকে জঞ্জাল মুক্ত করা-সহ একাধিক দাবিতে পুরপ্রধানকে স্মারকলিপি দেওয়া হয়েছিল।” পুরপ্রধান অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও পরে কোনও সুরাহা হয়নি বলেই তাঁর অভিযোগ। এই পরিস্থিতিতে রাস্তাগুলির অবস্থা আরও নিদারুণ হয়ে ওঠায় তাঁরা এ দিনের প্রতিবাদে সামিল হতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।
বোলপুরের তৃণমূল পুরপ্রধান সুশান্ত ভকতের অবশ্য দাবি, “পুরসভা ও সংলগ্ন বেশ কিছু রাস্তা ইতিমধ্যেই সংস্কার করা হয়েছে। আরও কিছু রাস্তা সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে কথা বলে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।” |