টুকরো খবর
মঙ্গলকোটে অস্ত্র উদ্ধার
তৃণমূল নেতা অপূর্ব চৌধুরীকে গুলি চালানোর ঘটনায় পুলিশি হেফাজতে থাকা ধৃতদের জেরা করে অস্ত্র উদ্ধার করল পুলিশ। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, রবিবার কৈচরের রেললাইনের কাছে একটি পরিত্যক্ত চালকল থেকে একটি মাস্কেট, একটি পাইপগান ও ১২টি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যায় মঙ্গলকোটের কৈচরে দলীয় দফতর থেকে শীতলগ্রামের বাড়ি যাওয়ার পথে গুলিবিদ্ধ হন তৃণমূলের মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী। ৮ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান তিনি। মঙ্গলবার পুলিশ তৈয়ব আলি, নয়ন রায় ও চিরঞ্জীব আলি নামে তিনজনকে গ্রেফতার করে। এদের জেরা করেই অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

সমাজবাড়ি রক্ষার দাবিতে মিছিল
ঐতিহ্যশালী সমাজবাড়িকে রক্ষার দাবিতে কালনা শহরে মিছিল করল তৃণমূল। কালনা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে রয়েছে এই প্রাচীন বাড়িটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৮৩৩ সালে বর্ধমান রাজারা এই বাড়িটি তৈরি করেছিলেন। সম্প্রতি কালনা শহরের এক ব্যবসায়ী এই বাড়িটির পাঁচিল ভাঙতে শুরু করেন। ওই ব্যবসায়ীর দাবি, সমাজবাড়ি বর্তমানে যাঁরা দেখভাল করেন তাঁদের থেকে তিনি বাড়িটি কিনে নিয়েছেন। শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা পাঁচিল ভাঙায় বাধা দেন ও সরকারি হস্তক্ষেপ দাবি করেন। রবিবার বিকেলে সমাজবাড়িকে রক্ষা করার দাবিতে তৃণমূলের মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও কালনা পুরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু।

কামরার শীতাতপ যন্ত্র খারাপ, ক্ষোভ
কামরার শীতাতপ যন্ত্র কাজ না করায় ভাড়া ফেরতের দাবি জানালেন যাত্রীরা। রবিবার বিকেলে আপ হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস অম্বিকা কালনা স্টেশনে দাঁড়ালে যাত্রীরা নেমে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, ট্রেন ছাড়ার পরেই সমস্যা শুরু হয়েছে। কামরার মধ্যে গরমে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। কালনা স্টেশন কর্তৃপক্ষ জানান, ওই যন্ত্র সারানোর কোনও পরিকাঠামো তাঁদের নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়ে ট্রেন রওনা করিয়ে দেন তাঁরা। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, পথে ওই যন্ত্র সারানোর চেষ্টা করা হচ্ছে। তা সম্ভব না হলে সাধারণ কামরার ভাড়া নিয়ে যাত্রীদের বাকি টাকা ফেরত দেওয়া হবে।

বুদবুদে বাজ পড়ে মৃত দুই
রবিবার দুপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ দু’জনের। পুলিশ জানায়, মৃতদের নাম টিপু সুলতান শেখ (২৭) ও সুশান্তি বাগদি (৪৫)। তাঁদের বাড়ি যথাক্রমে বুদবুদ থানার শ্যামসুন্দরপুর ও কোলকোল গ্রামে। রবিবার দুপুরে ঝড়বৃষ্টির সময়ে মাঠ থেকে ফেরার পথে তাঁদের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ দিনই মানকরের রায়পুরে একটি বাড়িতে বাজ পড়ে জখম হন গৃহকর্ত্রী তপতী গোস্বামী। তিনি মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি। বাজ পড়ে আহত হন মানকরেরই বটুনগর কলোনির মমতা হালদার। তিনি বর্ধমান মেডিক্যালে ভর্তি।

দুই চালকের মৃত্যু
একটি লরির ধাক্কায় মৃত্যু হল অন্য দু’টি লরির চালকের। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রানিগঞ্জে ২ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, মৃতদের নাম রামকিশোর সিংহ (৪৮) ও রামপ্রবেশ সিংহ (৪৫)। রামকিশোরের লরি রাস্তায় খারাপ হয়ে গেলে রামপ্রবেশও তা সারানোয় হাত লাগান। তখনই দুর্ঘটনাটি ঘটে।

গাছে ঝুলন্ত দেহ
এক ব্যক্তির গাছে ঝুলন্ত দেহ উদ্ধার করলেন বাসিন্দারা। রবিবার ঘটনাটি ঘটেছে ভাল্কি অঞ্চলের কুলডিহা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উদয় ভট্টাচার্য (৪৮)। তাঁকে মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে কারণে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।

যুবক ছুরিবিদ্ধ
এক যুবকের উপরে ছুরি নিয়ে চড়াও হল দুষ্কৃতীরা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়ার কাছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.