টুকরো খবর |
স্থলসীমান্ত চুক্তি মানবে না, জানাল বিজেপি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বিজেপি শনিবার জানিয়ে দিল, প্রতিবেশী রাষ্ট্রের হাতে দেশের এক ইঞ্চি জমিও তুলে দেওয়ার বিরুদ্ধে তারা। তাই বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির বিরোধিতা চলবে। ওই বক্তব্য কার্যত এই চুক্তি নিয়ে তৃণমূলের অবস্থানকেই সমর্থন করল। অসম ও পশ্চিমবঙ্গের বিজেপি শাখাও প্রথম থেকেই ওই বিলের বিরোধী। বিরোধী বিজেপির শরিক অসম গণ পরিষদও। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সরকারের সঙ্গে গোপন বোঝাপড়া করে চুক্তি সংক্রান্ত বিলটি সংসদে পাশ করাতে তৎপর হয়েছে, এই অভিযোগ তোলে অগপ-র একাংশ। লোকসভা নির্বাচনের আগে ওই প্রচারে রাজ্যে বিজেপির ভোটব্যাঙ্কে চিড় ধরার সম্ভাবনা রয়েছে, ওই আশঙ্কা জানিয়ে এ দিন অসমের বিজেপি নেতারা বৈঠক করেন সুষমা স্বরাজের সঙ্গে। এর পরেই সাংবাদিক সম্মেলনে অসমের বিজেপি নেতা-সাংসদদের পাশে বসিয়ে সুষমা জানিয়ে দিলেন, “দেশের জমি কোনও ভাবেই বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে না। এর সঙ্গে দেশের আবেগ জড়িত।” |
পুরনো খবর: স্থলসীমান্ত চুক্তিতে সায় দিয়েছিল রাজ্যই
|
যাত্রার আগে দুর্গ অযোধ্যা
সংবাদসংস্থা • অযোধ্যা |
বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) অযোধ্যা যাত্রার আগে কার্যত দুর্গে পরিণত হল অযোধ্যা ও জেলা সদর ফৈজাবাদ। আগেই এই যাত্রা নিষিদ্ধ করেছে অখিলেশ সিংহ যাদব সরকার। তাদের দাবি, অযোধ্যার বিতর্কিত স্থানে রাম মন্দির তৈরির আন্দোলনে সমর্থন জোগাড়ের জন্যই এই পদযাত্রার আয়োজন। রবিবার অযোধ্যা থেকে এই যাত্রা শুরু হবে। বস্তি, বাহরাইচ, অম্বেডকর নগর, গোন্ডা, বরাবাঁকি হয়ে তা অযোধ্যায় ফিরে আসবে। নিষেধাজ্ঞা সত্ত্বেও যাত্রা করতে অনড় ভিএইচপি। সংগঠনের এক নেতা জানিয়েছেন, তাঁরা গ্রেফতার হতে প্রস্তুত। সমর্থন আছে বিজেপিরও। ইতিমধ্যেই এক বিজেপি বিধায়ক-সহ ৩৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সুষমা স্বরাজের বক্তব্য, “আসলে উত্তেজনাই নেই। কিন্তু, নানা শিবির মন্তব্য করায় উত্তেজনা ছড়াচ্ছে।”
|
কর্নাটকে বিজয়ী কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্তের পর লোকসভা ভোটে অন্ধ্রপ্রদেশে যে এ বার কংগ্রেসের আসন কমবে সেই আশঙ্কা এখন থেকেই রয়েছে দলীয় হাইকম্যান্ডের। তাই অন্ধ্রের ক্ষতি কর্নাটক দিয়ে মেটানোর কথা ভাবতে শুরু করেছেন সনিয়া-রাহুল। সে দিক থেকে কর্নাটকে দুটি লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে জয় আজ নিঃসন্দেহে অক্সিজেন জোগাল কংগ্রেসকে। বড় কথা হল, প্রাক্তন প্রধানমন্ত্রী ও জেডিএস নেতা দেবগৌড়ার পুত্রবধূ অনিতাকে তাঁদের ঘরের মাঠেই হারিয়ে দিল কংগ্রেস। শনিবার বেঙ্গালুরু গ্রামীণ ও মান্ডিয়া আসনে উপ নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এর মধ্যে বেঙ্গালুরু গ্রামীণ আসনটিতে প্রার্থী হয়েছিলেন দেবগৌড়ার পুত্রবধূ অনিতা। আগে ওই আসনটি ছিল তাঁর স্বামী কুমারস্বামীর। কিন্তু, এ বার সেখানে জিতেছে কংগ্রেস। মান্ডিয়া আসনেও জিতেছেন কংগ্রেস প্রার্থী অভিনেত্রী রামাইয়া।
|
কংগ্রেসের আরও ৩ মন্ত্রী ঝাড়খণ্ডে
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডে মন্ত্রিসভার সম্প্রসারণ প্রক্রিয়া সম্পূর্ণ হল। শনিবার রাজভবনে শপথ নিলেন কংগ্রেসের তিন বিধায়ক—চন্দ্রশেখর দুবে, মান্নান মল্লিক এবং যোগেন্দ্র যাদব। হেমন্ত সোরেন মন্ত্রিসভায় এ নিয়ে ১২ জন মন্ত্রী হলেন। নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সৈয়দ আহমেদ। রাজ্যে তিন দলের জোট সরকারে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) পাঁচজন, আরজেডি-র দু’জন মন্ত্রী রয়েছেন। সর্বোচ্চ ১২ জনের মন্ত্রিসভায় কংগ্রেসের কারা মন্ত্রী হবেন, তা নিয়ে জটিলতা ছিল। ১৩ জুলাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হেমন্ত সোরেন। সে দিন তাঁর সঙ্গে কংগ্রেসের রাজেন্দ্রপ্রসাদ সিংহ পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। ৪ অগস্ট মন্ত্রিসভার সম্প্রসারণের সময় গীতাশ্রী ওঁরাও শপথ নেন।
|
বিস্ফোরণে জখম তিন পথচারী
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিস্ফোরণে সিআরপি-র গাড়ি ওড়ানোর ছক কষেছিল জঙ্গিরা। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বিস্ফোরণে জখম হলেন তিন পথচারী। শনিবার মণিপুরে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, পশ্চিম ইম্ফলের জেলাশাসকের দফতরের সামনে লাম্ফেল এলাকার রাস্তায় বিস্ফোরক পুঁতে রেখেছিল জঙ্গিরা। ভোর ৫টা নাগাদ সিআরপি-র একটি বুলেটপ্রুফ গাড়ি সেখানে পৌঁছতেই বিস্ফোরণ ঘটানো হয়। গাড়িতে থাকা জওয়ানদের আঘাত না-লাগলেও, ঘটনাস্থলের কাছাকাছি থাকা তিন পথচারী জখম হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
|
বুদ্ধের সঙ্গে তুলনা
সংবাদসংস্থা • জোধপুর |
তাঁর বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলেও বিন্দুমাত্র বিচলিত নন আশারাম বাপু। নিজেকে নির্দোষ দাবি তো করেইছিলেন। শনিবার তিনি নিজেকে তুলনা করলেন গৌতম বুদ্ধের সঙ্গে। তাঁর দাবি, বুদ্ধদেবকেও এই ধরনের অভিযোগের মুখে পড়তে হয়েছিল। তবে জোধপুর পুলিশ শনিবার জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই ঘটনার সময়ে আশ্রমে উপস্থিত ছিলেন আশারাম। তিন চার দিনের মধ্যেই জিজ্ঞাসাবাদ করা হবে আশারামকে।
|
টুন্ডার বুকে পেসমেকার
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
অস্ত্রোপচার করে লস্কর ই তইবা জঙ্গি আব্দুল করিম টুন্ডার বুকে পেসমেকার বসানো হল। শনিবার দুপুরে এইমসে। বুকে ব্যথা হওয়ায় বৃহস্পতিবার রাতেই ৭০ বছরের টুন্ডাকে সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে তাঁকে স্থানান্তরিত করা হয় এইমসে। সেখানে টুন্ডার হৃৎপিণ্ডে ‘ব্লক’ ধরা পড়ে। অস্ত্রোপচারের পরে টুন্ডার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। |
পুরনো খবর: সফেদির চালান কোথায় গেল, উদ্বিগ্ন এসটিএফ
|
সেতু ভেঙে নদীতে ট্রাক, নিখোঁজ ২২
সংবাদসংস্থা • বরাবাঁকি |
সেতু ভেঙে ঘাগরা নদীতে ট্রাক পড়ে গিয়ে নিখোঁজ ২২ জন। তাঁদের মৃত্যু হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, শনিবার ২৫ জন যাত্রী নিয়ে বরাবাঁকি-বাহরাইচ রোড দিয়ে লখনউয়ের দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথে সঞ্জয় সেতুর উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় ট্রাকটি। চালক-সহ তিন জন প্রাণে বেঁচে গেলেও, বাকিরা সকলেই ডুবে যান। উদ্ধার কাজ চলছে।
|
ডিমা হাসাওয়ে বন্ধ প্রত্যাহার
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
১০০ ঘণ্টার ডিমা হাসাও জেলা বন্ধ প্রত্যাহার করা হল। গত রাতে ‘এক্স ডিএইচডি ক্যাডারস’ সংগঠনের তরফে ওই ঘোষণা করা হয়। সংগঠনটি জানিয়েছে, মানুষের দুর্ভোগ কমাতেই শনিবার ভোর থেকে বন্ধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের বক্তব্য, বিচারবিভাগীয় হেফাজতে থাকা প্রাক্তন জঙ্গি-নেতা দিলীপ নুনিসার মুক্তির জন্য প্রশাসনের উপর চাপ বাড়াতেই বন্ধের ডাক দেওয়া হয়েছিল।
|
কিশোরীর গলা কাটল দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • কটক |
যৌন নিগ্রহের পর বছর ষোলোর আদিবাসী মেয়েটির গলার নলি কেটে দিয়েছিল দুষ্কৃতীরা। দিনপাঁচেক আগে নয়াগড় জেলায় ঘটনাটি ঘটে। কটকের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। ওই ঘটনায় রাজ্যজুড়ে ক্ষোভ ছড়ায়। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই কিশোরীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অস্ত্রোপচারের পর ঠিকমতো হুঁশ ফেরেনি তার। গলার ক্ষতের জন্য কথাও বলতে পারছে না। |
|