|
|
|
|
ত্রিপুরা মেডিক্যাল |
অসংরক্ষিত আসনেও ভর্তির সুযোগ তফসিলি মেধাবীদের |
আশিস বসু • আগরতলা |
মেধার তালিকায় উপরের দিকে থাকলে তাঁকে মেধার ভিত্তিতেই ভর্তি করতে হবে। সংরক্ষিত আসন খালি রাখতে হবে তুলনায় কম মেধাবীদের জন্য। ত্রিপুরার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিরুদ্ধে দুই ছাত্রের করা আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। উল্লেখ্য, সারা দেশের বিভিন্ন রাজ্যে এই নিয়ম বলবৎ থাকলেও ত্রিপুরা সরকারের নির্দেশে রাজ্যের মেডিক্যালের আসনগুলিতে ভর্তির ক্ষেত্রে সাধারণ মেধা তালিকায় তফসিলভুক্ত জাতি
ও উপজাতি প্রার্থীদের অন্তর্ভূক্তি নিষিদ্ধ ছিল। অর্থাৎ মেধার ভিত্তিতে যদি কোনও উপজাতি প্রার্থী
জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হত, তাঁকেও সরকারি নির্দেশে সংরক্ষিত আসনে ভর্তি করা হত।
হাইকোর্টের এই রায়ের ফলে আগামী বছর থেকে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে মেধা তালিকার ভিত্তিতে অসংরক্ষিত আসনেও তফসিল জাতি-উপজাতির প্রার্থীরা ভর্তি হতে পারবেন। ত্রিপুরার অ্যাডভোকেট-জেনারেল বিজন দাস বলেন, ‘‘মেডিক্যালে ভর্তির
ক্ষেত্রে তফসিল জাতি বা উপজাতিভুক্ত ছাত্রছাত্রীর জন্য উচ্চশিক্ষা
দফতরের এত দিনের নির্দেশ আর কার্যকর হবে না।’’
ত্রিপুরা উচ্চশিক্ষা দফতরের এক ‘আদেশ’ অনুসারে এত দিন তফসিল জাতি বা উপজাতিভুক্ত কোনও ছাত্রছাত্রী মেধা তালিকায় ভাল ফল করলেও, তাকে ভর্তি করা হত সংরক্ষিত আসন থেকেই। অসংরক্ষিত কোনও আসনে ভর্তি করা হত না। এ বছরও এই পদ্ধতিতে মেডিক্যালে ভর্তি করা হয়েছে। সরকারি এই আদেশকে চ্যালেঞ্জ করে দু’জন তফসিলভুক্ত ছাত্র মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর ত্রিপুরা হাইকোর্টে একটি ‘রিট’ আবেদন করেন। তাদের ‘রিট’ আবেদনের ভিত্তিতেই হাইকোর্টের এক
ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। এর ফলে জয়েন্টের মেধা তালিকা অনুসারে মেডিক্যাল কলেজে
ভর্তির ক্ষেত্রে এত দিনের সরকারি নির্দেশ বা নিয়ম বাতিল হয়ে গেল। এজি বলেন, ‘‘জয়েন্টের মেধা তালিকা অনুযায়ী যে পদ্ধতিতে এ বার মেডিক্যালে ভর্তি করা হয়েছে, সেই ভর্তি বাতিল হবে না, উচ্চ আদালত সেটাও জানিয়েছে।’’ পাশাপাশি, উচ্চ আদালত এটাও বলেছে, তফসিল জাতি বা উপজাতিভুক্ত ছাত্রছাত্রীরা যদি মেধা তালিকায় ভাল ‘র্যাঙ্ক’ অনুসারে অসংরক্ষিত আসনে ভর্তি চায়, সে ক্ষেত্রে সংরক্ষিত আসনগুলি খালি হবে। শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে, সে ক্ষেত্রে আগামী ৩১ অগস্টের মধ্যে এ বারের মেধা তালিকা অনুসারে সেই সংরক্ষিত আসনগুলিতে ভর্তি করতে হবে।
উচ্চ আদালতের এই রায়ের ফলে ত্রিপুরার মেডিক্যাল কলেজ, ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (রিমস) এবং কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পুল-এর সংরক্ষিত আসন ছাড়াও সাধারণ শ্রেণিভুক্ত আসনেও রাজ্যের তপশিল জাতি বা উপজাতিভুক্ত ছাত্রছাত্রীরা আরও বেশি সংখ্যক আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বিজন দাসের কথায়, ‘‘উচ্চ আদালতের রায়ের ফলে জয়েন্টের মেধা তালিকা অনুযায়ী এ বছর আরও চার বা পাঁচজন ছাত্রছাত্রী সংরক্ষিত আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।’’ |
|
|
|
|
|