২৫ আসনে মনোনয়ন কংগ্রেসের ১৪ মহিলার
ক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরভোটে অন্য সব দলের চেয়ে বেশি সংখ্যক মহিলাকে প্রার্থী করে লড়াইয়ে নামল কংগ্রেস। পুরসভার মোট ২৫টি আসনে নির্বাচন কমিশনের নিয়মে এবারে অন্তত ১০টি আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। শুক্রবার প্রার্থী মনোনয়ন দাখিলের শেষদিনে মহিলা প্রার্থীর নিরিখে তৃণমূল এবং বামফ্রন্টকে পিছনে ফেলে ২৫টি আসনের মধ্যে ১৪টি আসনে মহিলা প্রার্থীর মনোনয়ন দাখিল করেছে কংগ্রেস। তৃণমূলের হয়ে ১০ জন এবং বামফ্রন্ট ১০ জন মহিলাকে এবারের পুরভোটে প্রার্থী করেছে। জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়ের বক্তব্য, “টানা ৩২ বছর ধরে বালুরঘাট পুরসভায় ক্ষমতাসীন আরএসপিকে হটিয়ে স্বচ্ছ পুরবোর্ড গঠনের লক্ষে বেশি করে মহিলাদের সামনে আনা হয়েছে।” আরএসপি এবারে সংরক্ষিত আসনের বাইরে বাড়তি মহিলাকে প্রার্থী করতে পারেনি। প্রার্থী তালিকায় বিদায়ী চেয়ারপার্সন সুচেতা বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অমর সরকারের মতো বেশ কিছু পুরানো মুখকে ফের প্রার্থী করা হয়েছে। আরএসপি-র শহর সম্পাদক বিমল সরকার বলেছেন, “সচেতন ভাবেই এটা করা হয়েছে। বিরোধীদের প্রচারের যোগ্য জবাব দিতে বিগত ভোটে জয়ী পুরনো প্রার্থীদের লড়াইয়ে রাখা হয়েছে।” অন্য দিকে, প্রার্থী মনোনয়ন নিয়ে দলের গোষ্ঠী কোন্দলের জেরে বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর মনোনয়ন আটকাতে এদিন কৌশলগতভাবে সফল হন তৃণমূল নেতৃত্ব। সময়সীমার বিকাল ৩টা’র দুঘন্টা আগে মন্ত্রী শঙ্কর চক্রবর্তী ও দলের জেলা সভাপতি বিপ্লব মিত্রের নেতৃত্বে দলের কর্মী সমর্থকেরা দলবেঁধে বালুরঘাটে প্রশাসনিক ভবনে গিয়ে দলের ২৫ জন প্রার্থীকে মনোনয়ন পেশ করান। বিকাল ৩টার পরে প্রশাসনিক ভবন ছেড়ে ছাড়েন দলের দুই নেতা। দুই জনই বলেন, “একটি ওয়ার্ড থেকে একাধিক প্রার্থীর নামের তালিকা জমা পড়েছিল। প্রতি আসনে যোগ্য প্রার্থীকে বাছাই করা হয়েছে।” এদিন বালুরঘাট পুরভোটে ১৭টি আসনে বিজেপি, ২টি আসনে এসএইসিআই এবং নির্দল হিসাবে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভা নির্বাচনে ৩২টি মনোনয়নপত্র জমা পড়েছে। এদিন বামফ্রন্টের তরফে ফরওয়ার্ড ব্লক ৬টি আসনে, সিপিএম ৩ টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। তৃণমূল ১০টি আসনে, কংগ্রেস ৯টি আসনে এবং বিজেপি ও এসইউসিআই ২ টি করে আসনে মনোনয়ন জমা দিয়েছে। গত নির্বাচনে ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল এই পুরসভা। জেলার হলদিবাড়ি পুরসভার নির্বাচনে ১১টি আসনে ৪৪টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে বামফ্রন্ট, তৃণমূল ও কংগ্রেস ১১টি করে আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি ৭ টি আসনে প্রার্থী দিয়েছে। বিদায়ী পুরসভার চেয়ারম্যান কংগ্রেসের গৌরাঙ্গ নাগ, সিপিএমের হলদিবাড়ি জোনাল কমিটির সম্পাদক রথীশ দাসগুপ্ত এবং এসইউসিআই-র ব্লক সম্পাদক রহুল আমীন মনোনয়ন জমা দিয়েছেন। উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভা নির্বাচনে ৬০টি মনোনয়ন পত্র জমা পড়েছে। প্রশাসন সূত্রে খবর, পুরসভার আসন সংখ্যা ১৬টি। কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল ১৬টি আসনেই মনোনয়ন পত্র জমা দিয়েছে। আলিপুরদুয়ার পুরসভা ২০ ওয়ার্ডে মোট ৭১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তার মধ্যে কংগ্রেস ও তৃণমূল ২০, সিপিএম ১০, আরএসপি ৮, ফরওয়ার্ড ২, সিপিআই ১ এবং বিজেপি ৫টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। বাম আসন ভাগাভাগিতে ৮ নম্বর ওয়ার্ড সিপিআই পেলেও ফব প্রার্থী অরুণ গঙ্গোপাধ্যায় ওই ওয়ার্ডে মনোনয়ন দেন। দলের আলিপুরদুয়ার সাংগঠনিক জেলার সম্পাদক করুণ গঙ্গোপাধ্যায় বলেন, গতবার সিপিআই জিতলেও তারা ফ্রন্টে থেকে লড়েনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.