|
সাজগোজ... |
|
ব্ল্যাক.com |
বিদেশে এখন কালো রঙের পোশাকই সাদার জায়গা নিয়েছে।
কেমন করে গ্ল্যামারাস হবেন ছোট্ট একটা কালো বেশে? লিখছেন সুচন্দ্রা ঘটক |
বর্ষা গিয়ে শরৎ এল, কিন্তু বৃষ্টির অন্ত নেই। এই বৃষ্টি এই রোদ দিনগুলোয় মাঝেমাঝেই ভ্যাপসা গরম যেমন, তেমন একেকটা দিন বেশ ঠান্ডা ঠান্ডা কুল কুল।
এমন হঠাৎ হঠাৎ বাদলা দিনে দিব্যি জমে কালো পোশাক। ছোট্ট কালো পরিধান। হাঁটু-ঝুল এই পোশাক গলিয়ে নিলেই তৈরি হয়ে গেল স্টেটমেন্ট।
পার্টি শেষে গলার হিরের পেন্ডেন্টটা খুলে পার্সে রেখে, চুলের ক্লিপ আলগা করে দিয়ে ঢলঢলে মেজাজেও পাশে ড্রাইভিং সিটে বসা সঙ্গীর চোখে যেন অনন্যা।
ফ্যাশন ডিজাইনার থেকে বিশ্ববিখ্যাত হিরোইন সকলের মতেই একটা কালো পার্টি ওয়্যার ছাড়া ওয়ার্ড্রোব অসম্পূর্ণ!
|
কিন্তু কালো নাকি শীতের রং? |
ফ্যাশন ডিজাইনার রাধিকা সিংভির সাফ কথা, কালোর কোনও সময় হয় না। “ইউরোপে গিয়ে এ বার দেখলাম গরমকালে দিনের বেলাতেও দিব্যি মহিলারা কালো রঙের পোশাক পরে ঘুরছেন।” জানালেন রাধিকা। আর ভরা বাদলার সন্ধের পার্টি ওয়্যার হিসেবে কালোর কোনও তুলনাই হয় না। মত ডিজাইনার অভিষেক দত্তের।
কালো রঙের পোশাকে যে চেহারাটা একটু ট্রিমড্ ডাউন দেখায়, তার খেয়াল এখন দিব্যি রাখেন আধুনিকারা। আর তাতেই বাড়ে আত্মবিশ্বাস। আর ঠিক সে কারণেই এখন আর ‘কালো’ পরার বিশেষ কোনও নির্দিষ্ট সময় হয় না। বলেন ডিজাইনারেরা।
আরও এক ধাপ এগিয়ে রাধিকার বক্তব্য, “কালোই হল নতুন প্রজন্মের সাদা।” ব্রাঞ্চ থেকে ক্লায়েন্ট মিটিং থেকে ককটেল ডিনার সর্বত্র ‘কনফিডেন্ট লুক’-য়ের সংজ্ঞা এখন ওই রংটাই।
গ্রীষ্মকালে যদিও বা কেউ কেউ বাদ দিয়ে থাকেন ফ্যাশন জগতের সব চেয়ে গুরুত্বপূর্ণ এই রং-কে, বর্ষার মেজাজে এর থেকে মুখ ফেরানো ভুলই হবে। মত ডিজাইনারদের। ফ্যাশন ডিজাইনার সৌমিত্র মণ্ডল যেমন বলেন, “শীতের রং হিসেবে অনেকেই কালো পোশাকগুলো সারা বছর তুলে রাখেন। অথচ এ রকম একটা রং তো সারা বছর সরিয়ে রাখার মানেই হয় না।” চাইলে কিছুটা মিক্স-এন-ম্যাচ করে সারা বছরের উপযোগী করে তোলা যায় কালোকে। এই আধা বর্ষা আধা শরৎ আবহাওয়ায় সাজের জন্য কালোর সঙ্গে বেছে নেওয়া যায় বিশেষ বিশেষ কিছু রং। টিপস্ সৌমিত্রের।
|
তা সে যতই কালো হোক... |
কালোর কোনও রং হয় না। অর্থাৎ, কালো রঙের জামা পরতে কোনও বিশেষ ধরনের গায়ের রঙের প্রয়োজন নেই। ‘জেড ব্ল্যাক’ পোশাক তাই সকলেরই পছন্দের। কারও কারও কথায়, নিজেকে সব চেয়ে নজরে পড়ার মতো সাজাতে যে দিন ইচ্ছে হয় সে দিনটায় কালো পোশাক পরাই ভাল। গায়ের রং হাল্কা হোক বা চাপা এত সহজে এর চেয়ে বেশি মোহময়ী করে তোলার ক্ষমতা নেই আর কোনও রঙেরই। ফ্যাশন ডিজাইনারদেরও মত তেমনই। অভিষেক বলেন, “খুব অল্প সময়ে নিজেকে গ্ল্যামারাস করে তোলার পাসওয়ার্ড হল ব্ল্যাক। মেক-আপ থেকে অ্যাক্সেসরিস সব কিছুই খুব সামান্য হলেও পার্টি লুক দিব্যি জমজমাট হয়ে যায় একটা ড্রেসেই।”
|
সাজ হবে কেমন? |
ডিজাইনার সৌমিত্র বললেন, “শীতকাল ছাড়া পুরো কালোয় সাজতে হয়তো পছন্দ করেন না অনেকেই। তাই অন্য কোনও রং দিয়ে সাজটা হাইলাইট করে তুললেই বদলে যেতে পারে মেজাজটা। যেমন ছোট্ট কালো রঙের ড্রেসের সঙ্গে স্টিলেটোটা হতে পারে উজ্জ্বল হলুদ। হাতে ধরা ক্লাচ পার্সটা দিয়েও রং আনা যায় পার্টি-সাজে। কালোর ঘনত্ব খুব বেশি মনে হলে ব্যবহার করা যায় কোনও সেমি-ট্র্যান্সপারেন্ট ধাঁচের কাপড়। বর্ষার সময়ে সিল্ক ছেড়ে কালো জর্জেট বা খাদিতে তৈরি পোশাকেও হয়ে ওঠা যায় স্টাইলিশ। বললেন সৌমিত্র।
রাধিকার টিপস্: কালো পোশাকের সঙ্গে যে কোনও রঙের নেলপলিশ পরুন। শুধু নেল আর্টে কালো নয়। তবেই ঘটে যাবে ফ্যাশন ডিজাস্টার।
|
|
পশ্চিমি কালো |
এল বি ডি-র জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিতে পারেনি আর কোনও পশ্চিমি ডিজাইনই। তবে সময় এবং প্রয়োজনের সঙ্গে এসেছে কাট এবং ঝুলে রকমফের। যেমন এই দেশে বহু মহিলাই এখন হাঁটু-ঝুল পোশাক না কিনে স্ট্রেট ফিটে অ্যাঙ্কেল লেংথ গাউন পছন্দ করছেন বলে জানালেন ডিজাইনারেরা। চলছে কালো লেয়ার্ড ড্রেসও। এই ধরনের ডিজাইন যেমন সাজে নতুনত্ব আনে তেমনই আবার অ্যাক্সেসরিজের প্রয়োজনীয়তাও কমায় বলে মত দিলেন অভিষেক।
কালো পোশাকের পশ্চিমি ফ্যাশনে বৈচিত্র আনছে অফ শোলডার, ওয়ান শোলডার, ব্যাক লেস, হল্টার নেক নানা ধরনের আধুনিক কাট। তবে এমন পোশাক বানানোয় এর বেশি কোনও এক্সপেরিমেন্ট করলে এলিগ্যান্সে টান পরতে পারে বলেই মত ডিজাইনারদের। তাঁদের সাবধানবাণী কালো ড্রেসের উপরে অতিরিক্ত এমব্রয়ডারি ভয়ঙ্কর হতে পারে ফ্যাশনের ক্ষেত্রে।
|
ভারতীয় সাজে কালো |
হাইপ্রোফাইল পার্টিতে কালো শিফন-জর্জেটের ফ্যাশন নতুন নয়। তবে তার সঙ্গেই এখন পাল্লা দিয়ে চলছে কালো তাঁতের ফ্যাশনও। কালো রঙের জামদানি পাড়ের শাড়ির ভিতরে অন্য কোনও উজ্জ্বল রঙের মিশেলে চেকস্ সাজে আনতে পারে অন্য মাত্রা। জানালেন সৌমিত্র। পুরো কালো শাড়ির সঙ্গে কোনও কনট্র্যাস্ট রঙের ব্লাউজ এবং গয়নায় লুক হবে রীতিমতো আধুনিক।
অভিষেকের টিপস্: কালো শাড়ির সঙ্গে সোনালি বা অন্য মেটালিক রঙের চোলিতে আনায়াসে জমিয়ে তোলা যায় সাজ।
সালোয়ার-কুর্তায় সাজতে হলে পুরো কালো না পরে অবশ্য রঙিন দোপাট্টায় হাইলাইট করে নেওয়া যায় লুকটা। মত ডিজাইনারদের।
|
রঙিন ছোঁয়া |
• বিশেষ পার্টিতে চলতে পারে কালো-সাদার মিশেল। কালো ড্রেসের সঙ্গে সাদা মুক্তো বা হিরের হাল্কা গয়না বেশ মানানসই। চলতে পারে সাদা পার্স, জুতোও।
• কোনও হই-হুল্লোড়ের জায়গায় নানা রঙের পুঁতির হার আর রামধনু রঙা হ্যান্ডব্যাগ ঝুলিয়ে সাজে আনা যায় ডিস্কো মেজাজ।
• সেমি-ক্যাজুয়াল সাজতে কালো শর্ট ড্রেসের সঙ্গে ব্যবহার করা যায় লাল-হলুদ-কমলার মতো উজ্জ্বল কোনও রঙের ক্লাচ পার্স ও স্টিলেটো।
• সাজে নাটকীয়তা আনতে রুপোর অ্যান্টিক গয়নাও চলতে পারে কালো পশ্চিমি পোশাকের সঙ্গে। কিন্তু সে গয়না খুব ভারী হয়ে গেলে ভেস্তে যেতে পারে গোটা সাজটাই।
• এক্কেবারে ছিমছাম সাজের ইচ্ছে হলে এল বি ডি-র সঙ্গে পরে নিন কানে একটা ছোট্ট স্টাট। আঙুলে থাকুক একটা বড়সড় সলিটেয়ার। চলতে পারে নানা রঙের পাথরের বড় আংটিও। পায়ে থাকুক একটা ট্র্যান্সপারেন্ট স্যান্ডেল। |
|
|