রাস্তা বেহাল, পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। প্রশাসনকে অভিযোগ জানিয়েও ফল হয়নি। সংস্কারের দাবিতে শুক্রবার রঘুনাথপুর-চেলিয়ামা রাস্তা অবরোধ করলেন শতাধিক স্থানীয় বাসিন্দা। কাল আটটা থেকে চার ঘণ্টা রঘুনাথপুর থানার গোবরান্দা মোড়ে অবরোধ হয়। রাস্তায় বড় মাপের গর্তে জমে থাকা জলে প্রতীকী ধানের চারা রোপণও করা হয়। পরে রঘুনাথপুর ২ যুগ্ম-বিডিও শমীক ভড় এলাকায় গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। রঘুনাথপুর শহর থেকে রঘুনাথপুর ২ ব্লক যাওয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। প্রায় ১৫ কিলোমিটারের রাস্তার বেশির ভাগ অংশ জুড়েই বড় বড় গর্ত তৈরি হয়েছে। প্রশাসন সূত্রের খবর, এই রাস্তাটি জেলা পরিষদের আওতাধীন। বিডিও (রঘুনাথপুর ২) উৎপল ঘোষ বলেন, “গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারে জন্য জেলা পরিষদকে জানানো হয়েছে। এখনও জেলা পরিষদ গঠন না হওয়ায় সমস্যা হচ্ছে। তবে, আমরা ব্লক থেকেই প্রয়োজনীয় অর্থের সংস্থান করে রাস্তার ভেঙে যাওয়া অংশগুলি মেরামতির সিদ্ধান্ত নিয়েছি।”
|
কবর খুঁড়ে তোলা হল তরুণীর দেহ
নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি |
ময়না তদন্তের জন্য এক তরুণীর দেহ কবর থেকে তুলল পুলিশ। শুক্রবার রঘুনাথপুর মহকুমাশাসকের কার্যালয়ের ডেপুটি ম্যজিস্ট্রেট জিগীষেন্দ্র সিংহের উপস্থিতিতে ভারতী বাস্কে (১৮) নামে ওই তরুণীর দেহ রামজীবনপুর গ্রামের অদূরে জঙ্গল থেকে উদ্ধার করে সাঁতুড়ির পুলিশ। গত বুধবার মায়ের সঙ্গে বিবাদের জেরে বাড়ি থেকে বেরিয়ে যান রামজীবনপুরের বাসিন্দা ভারতী। পর দিন গ্রামের পাশের একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে বাড়ির লোকেরা দেহ জঙ্গলের মধ্যে কবর দিয়ে দেন। তা জেনে পুলিশ গিয়ে ভারতীর বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। পরে কবর থেকে দেহ উদ্ধার করে। আজ, শনিবার দেহ ময়না-তদন্তে পাঠানো হবে।
|
মহিলা জেলা জজ
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
জেলা আদালতের বয়স প্রায় দেড়শো বছর। এত দিন ওই আদালতে জেলা জজ হিসেবে এসেছেন পুরুষেরাই। সম্প্রতি জেলা জজ হিসেবে নিয়োগ হয়েছেন শুভ্রা ঘোষ। বীরভূমে তিনিই প্রথম মহিলা জেলা জজ বলে জানিয়েছেন সিউড়ি বার কাউন্সিলের আইনজীবীরা। এর আগে শুভ্রাদেবী চার বছর রামপুরহাট আদালতের এসিজেএম ছিলেন। আদালতের কাজ সামলানোর পাশাপাশি তিনি সঙ্গীত চর্চাও করেন। সিউড়ি বার কাউন্সিলের আইনজীবীরা তাঁর ব্যবহারের প্রশংসা করেছেন।
|
পুরুলিয়ার হার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কুমারপুর শীতল সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় বিজয়ী হল আরএনইউএস। টিএমসি মাঠে তারা পুরুলিয়াকে ১-০ গোলে হারায়।
|
উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো এক মূক ও বধির তরুণীকে উদ্ধার করল পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই থানা এলাকার রাখবড় গ্রাম থেকে তরুণীকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দিনভর এই এলাকাতেই তরুণীটি ঘুরে বেড়াচ্ছিলেন। শুক্রবার তাঁকে পুরুলিয়ার মহকুমাশাসকের (পশ্চিম) কাছে পাঠানো হয়। মহকুমাশাসক নিমাইচাঁদ হালদার জানিয়েছেন, তরুণীর পরিচয় জানা যায়নি। আপাতত তাঁকে আনন্দমঠ হোমে পাঠানো হয়েছে। |