সিপিএমের এক নেতাকে রাস্তায় আটকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের যুব নেতার ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় বারিকুল থানার ফুলকুসমা বাজারে হরিসাধন মণ্ডল নামে ওই সিপিএম নেতাকে মারধরের পাশাপাশি এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। হরিসাধনবাবু যুব তৃণমূলের রাইপুর ব্লক সভাপতি রাজু সিংহের ভাই সনৎ সিংহ-সহ কয়েক জনের বিরুদ্ধে শুক্রবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন খাতড়ার এসডিপিও কল্যাণ সিংহরায়।
বারিকুলের মগরা গ্রামের বাসিন্দা হরিসাধনবাবু সিপিএমের শ্যামসুন্দরপুর লোকাল কমিটির সম্পাদক। বর্তমানে তিনি ফুলকুসমায় এক আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকেন। হরিসাধনবাবুর অভিযোগ, “বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরবাইকে ছেলেকে সঙ্গে নিয়ে ফুলকুসমা বাজারে গিয়েছিলাম। ফেরার পথে আমাদের পথ আটকায় সনৎ সিংহ-সহ কয়েক জন। ওরা আমার মোটরবাইকের চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করে। আমার চুলের মুঠি ধরে কিল-চড়-ঘুষি মারে। তিন দিনের মধ্যে ফুলকুসমা ছেড়ে না পালালে লাশ বানিয়ে দেবে বলে হুমকিও দিয়েছে ওরা।” সিপিএমের রাইপুর জোনাল কমিটির সম্পাদক ধ্রুবলোচন মণ্ডলের অভিযোগ, “মেলেড়া পঞ্চায়েতের প্রধান রাজু সিংহ ও তার আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় গুন্ডারাজ কায়েম করতে চাইছে। সেই কারণে ওরা আমাদের দলের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপরেও অত্যাচার চালিয়ে মুক্তাঞ্চল বানাতে চাইছে।”
তৃণমূলের রাইপুর ব্লক সভাপতি জগবন্ধু মাহাতো অবশ্য বলেন, যারা এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, তারা তৃণমূলের কেউ নয়। সনৎ সিংহের সঙ্গে এ দিন চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে তাঁর দাদা রাজুবাবু অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন, “এটা সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। হরিসাধন মণ্ডলকে আমার ভাই বা দলের কেউ মারধর করেনি, হুমকিও দেয়নি। সিপিএম আমার নামে বহু মিথ্যা অভিযোগ করেছে। ভাইকেও ফাঁসানোর চেষ্টা করছে।” |