টুকরো খবর
বিস্ফোরণে ক্যানিংয়ে জখম ৪
বিস্ফোরণে উড়ে গেল ঘরের খোলার চাল। গুরুতর জখম হলেন চার জন। আহতদের মধ্যে রয়েছে স্থানীয় তৃণমূল নেতার ছেলেও। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের দেবিষাবাদে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই পঞ্চায়েতের তৃণমূল কর্মী দেবাংশু শেখর পর্বতের বাড়িতে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর আহত হন দেবাংশু, স্থানীয় তৃণমূল নেতা আয়ুব আলি মোল্লার ছেলে হুমায়ুন কবীর মোল্লা-সহ আরও দু’জন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিশ। পুলিশের দাবি, ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয় লোকজন জখমদের অন্যত্র সরিয়ে নিয়ে যান। জেলার পুলিশ সুপার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, “এ রকম একটি ঘটনার খবর শুনেছি। বিষয়টির তদন্ত করা হচ্ছে।”

স্ত্রীকে ভোজালির কোপ স্বামীর
মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে ভোজালির কোপ মারল স্বামী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাটের মহকুমা কলোনীতে। গুরুতর আহত টুম্পা দাস নামে ওই মহিলাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে গোপাল দাস নামে ওই ব্যক্তির সঙ্গে বিয়ে হয় টুম্পার। প্রায়ই মদ খেয়ে বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানকে মারধর করত গোপাল। তা নিয়ে নিত্য অশান্তি লেগে থাকত সংসারে। এ দিন সাত সকালে মদ খেয়ে ফিরে স্ত্রীর কাছে টাকা চায় গোপাল। টাকা না দিয়ে স্বামীর কথার প্রতিবাদ করায় গোপাল কোমর থেকে ভোজালি বার করে স্ত্রীর গলায় চালিয়ে দেয়। প্রতিবেশীরা টুম্পাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। টুম্পার বাবার অভিযোগের ভিত্তিতে গোপালের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
ঘরের মধ্যে গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার মন্দিরবাজারের উত্তরবল্লভপুর গ্রামে ওই ঘটনায় মৃত ছাত্রের নাম সুরজিত্‌ মণ্ডল (১৪)। সে স্থানীয় বাজারবেড়িয়া হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। পুলিশ সূত্রের খবর, দিন কয়েক আগে গৃহশিক্ষকের কাছে পড়া নিয়ে তাকে বাড়ির লোকজন বকাবকি করে। তার পর থেকেই সে মনমরা হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এ দিন সন্ধ্যায় তার বাবা-মা বাড়িতে ছিলেন না। রাতে বাড়ি ফিরে তাঁরা ছেলেকে ওই অবস্থায় দেখে পুলিশে খবর দেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বকাবকির জন্য অভিমানে আত্মঘাতী হয়েছে সুরজিত্‌। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে।

খুনের চেষ্টার অভিযোগে ধৃত
গুলি করে এক যুবককে খুনের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সৌমেন দাস। বাড়ি কল্যাণগড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ জুলাই সন্ধ্যায় দেবীনগর এলাকায় শুভ রায় নামে এক যুবককে সৌমেন-সহ দু’জন গুলি করে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। বুকে গুলি লেগে গুরুতর জখম হন শুভ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে শুভ লোকজন নিয়ে প্রথমে সৌমেনকে মারধর করে। তারই বদলা নিতে সৌমেন তাকে গুলি করে।

অজ্ঞাতপরিচয়ের দেহ উদ্ধার
স্থানীয় মানুষের কাছে খবর পেয়ে রাস্তার ধারে ডোবা থেকে এক যুবকের পচা-গলা দেহ উদ্ধার করল পুলিশ। হারবা থানার মছলন্দপুর এলাকায় বৃহস্পতিবার রাতে। পুলিশ জানিয়েছে, বছর তিরিশের ওই যুবকের পরনে ছিল বারমুড়া ও টি-শার্ট। প্রাথমিক ভাবে তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শুক্রবার রাত পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

গাঁজা-সহ ধৃত দুষ্কৃতী
গাঁজা-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে কাকদ্বীপের ভুতোমোল্লার পোল মোড় থেকে ইব্রাবিম শেখ ওরফে পচা নামে ওই দুষ্কৃতীকে ধরা হয়। সে স্থানীয় আনন্দনগর বরপাড়ার বাসিন্দা। তার কাছ থেকে ২১ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

জয়ী ফুলবাড়ি
সম্প্রতি মিনাখাঁয় হয়ে গেল দুদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা। রামজয়ঘেরী সরস্বতী সঙ্ঘের পরিচালনায় প্রতিযোগিতায় যোগ দেয় ১৬টি দল। ফাইনালে মালঞ্চ নিউ রুপালি মত্‌স্য আড়তকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে জয়ী হয় ফুলবাড়ি আদিবাসী ভোজ্জ সঙ্ঘ।

পুলিশ গ্রেফতার
টিটাগড়ের যৌন পল্লিতে বেআইনি অস্ত্র-সহ এক পুলিশকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম সুমন যশ। ধুলাগড়ে কর্মরত ওই ট্রাফিক কনস্টেবলের কাছে ইমপ্রোভাইজড ৯-এমএম পিস্তল পাওয়া গিয়েছে। ব্যারাকপুর লাটবাগানের পুলিশ আবাসনে থাকেন তিনি। সাদা পোশাকের পুলিশ ওই যৌন পল্লিতে তল্লাশি চালাতে গিয়ে সুমনকে ধরে। সুমন জানান, তিনি পশ্চিম মেদিনীপুর থেকে আগ্নেয়াস্ত্রটি এনেছিলেন। ব্যারাকপুরের গোয়েন্দা-প্রধান দেবাশিস বেজ বলেন, “ওঁর কথায় অসঙ্গতি আছে।”

৫ নর্তকী ধৃত
সোনারপুরের একটি ফ্ল্যাট থেকে পাঁচ বাংলাদেশি তরুণীকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী জানান, বাইপাস সংলগ্ন পানশালায় নর্তকীর কাজ করেন ওই তরুণীরা। তাঁরা গত বছর জানুয়ারিতে চোরা পথে সীমান্ত পেরিয়ে কলকাতায় পৌঁছন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.