|
|
|
|
মাছ ধরা নিয়ে বিবাদে প্রৌঢ় খুন পটাশপুরে
নিজস্ব সংবাদদাতা • এগরা |
মাছ ধরা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশী এক প্রৌঢ়কে খুন করে পুকুরে ফেলে রাখার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। মৃতের নাম হরি তিরিয়া (৫০)। বুধবার পটাশপুর থানা এলাকার চককালিকা গ্রামে ঘটনাটি ঘটে। ধৃতদের নাম গৌরী সামাট ও তাঁর দুই ছেলে রমেশ ও গণেশ সামাট। মৃতের ছেলে সুরেন তিরিয়া বৃহস্পতিবার রাতে গৌরীদেবী ও তাঁর দুই ছেলের নামে পুলিশে অভিযোগ দায়ের করেন। ধৃতদের শুক্রবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে চোদ্দ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, চককালিকা গ্রামেরই একটি বড় পুকুরের পাড়ে তিরিয়া ও সামাট সহ চারটি পরিবারের বাড়ি রয়েছে। তাঁরা মূলত মাছ ধরে ও দিন মজুরি করেন। বুধবার রাতে ওই পুকুর থেকে মাছ ধরা নিয়ে তিরিয়া ও সামাট পরিবারের মধ্যে বিবাদ বাধে। অভিযোগ, তখনই গৌরীদেবী ও তাঁর ছেলেরা হরিবাবুকে মারধর করতে করতে অন্ধকারে টেনে নিয়ে যায়। তারপর থেকে আর তাঁর খোঁজ মেলেনি। বৃহস্পতিবার সকালে মৃতের স্ত্রী মালতী দেবী ও ছেলে গ্রামবাসীদের বিষয়টি জানান। কিন্তু কোথাও তাঁর খোঁজ না মেলায় উত্তেজিত বাসিন্দারা গৌরীদেবীর স্বামী শঙ্কর সামাটকে মারধর করে। তাঁকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য কার্ত্তিক সামন্ত জানান, পুকুরে নেমে খোঁজ করার সময় হঠাৎই এক গ্রামবাসী বুঝতে পারেন পুকুর পাড় থেকে প্রায় পনেরো ফুট দূরে জলের গভীরে একটি খুঁটির সঙ্গে কিছু একটা বাঁধা রয়েছে। তারপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে জলের তলা থেকে কোমরে দড়ি বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। পটাশপুর থানার ওসি সুধাংশু লায়েক জানান, প্রাথিমক তদন্তের পর জানা গিয়েছে, মারধরেই ওই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে ধরে নিয়ে অভিযুক্তেরা তাঁর দেহ পুকুরে ডুবিয়ে রেখে আসে। |
|
|
|
|
|