নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এতদিন নাগাল্যান্ডের বিধায়ক-আমলারা বিপন্ন প্রাণীর মাংস ভক্ষণের জন্যই নাম কিনেছেন। অভিযোগ, নাগাল্যান্ডে যে মন্ত্রী-বিধায়ককে যত বিরল প্রজাতির প্রাণী উপঢৌকন দেওয়া যেত, কাজও ততটাই গতিতে হতো। এখন কিছুটা ব্যতিক্রম ঘটছে।
সম্প্রতি রাজ্যের ডেপুটি স্পিকার লেভি রেংমা ও বিধায়ক আমেনবা ইয়াদেন উপহার পাওয়া বিপন্ন বন্যপ্রাণী রাঙাপাহাড়ে এনে চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। বুধবারই আমেনবা চিড়িয়াখানায় পাঁচটি সবুজ পায়রা নিয়ে আসেন। তিনি জানান, এক গ্রামবাসী তাঁর জন্য পায়রাগুলি ধরে নিয়ে এসেছিলেন। এ দিকে আমেনবা নিজেই ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অবসরপ্রাপ্ত অফিসার। এই বিরল প্রজাতির পায়রাগুলিকে ছেড়ে দেওয়ার জন্য ওই গ্রামবাসীকে তিনি বলেন। কিন্তু প্রদত্ত উপহার ফেরত নেওয়া নাগা ঐতিহ্যের পরিপন্থী। অগত্যা বিধায়ক নিজেই পায়রাগুলি চিড়িয়াখানায় নিয়ে আসেন। অন্য দিকে, ডেপুটি স্পিকার রেংমা একই ভাবে খাওয়ার জন্য উপহার পাওয়া দু’টি সিভেট ক্যাট ও একটি বার্কিং ডিয়ার চিড়িয়াখানায় দান করেন।
চিড়িয়াখানার রেঞ্জার ওবেদ সু-র কথায়, “জনপ্রতিনিধিরা বন্যপ্রাণী উপহার না নিয়ে এমন ভাবে আরও দৃষ্টান্ত স্থাপন করলে সাধারণ মানুষের মধ্যেও সংরক্ষণের চেতনা বাড়বে। বর্তমানে নাগাল্যান্ডের বেশ কিছু গ্রামসভা শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে।” |