গর্তে পড়ে দলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল একটি হাতির বাচ্চা। গত কাল রাতে গুয়াহাটির বামোহি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও গ্রামবাসীরা জানায়, গড়ভাঙার জঙ্গল থেকে বের হয়ে দিপর বিলের দিকে আসছিল হাতির দলটি। তখনই শিশুটি একটি ছোট গর্তে পড়ে আটকে যায়। তাকে তুলতে না পেরে চলে যায় হাতির দল। পরে গ্রামবাসীরা বাচ্চাটিকে উদ্ধার করে জঙ্গলের দিকে পাঠাবার বিস্তর চেষ্টা করলেও সে গ্রামবাসীদের ছেড়ে যেতে রাজি হচ্ছিল না। পরে বনরক্ষীরা বাচ্চাটিকে উদ্ধার করে চিড়িয়াখানায় নিয়ে আসেন।
|
বছরের এই সময়টায় অভয়ারণ্যে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা থাকলেও রামশাইয়ের মেদলা নজরমিনার চত্বরে বনভ্রমণে বাধা নেই। গরুমারা জাতীয় উদ্যানের লাগোয়া জলঢাকা নদীর চরে এখন প্রায়ই দেখা মেলে বুনো হাতি গন্ডার, বাইসন, সম্বর ও চিতল হরিণদের। কালিকাপুর ইকো ভিলেজ এবং রাইনো ক্যাম্পে থাকতে আসা পর্যটকেরা তাই ভিড় করছেন মেদলা নজরমিনারে। কাছ থেকে বুনোদের দেখতে আসা পর্যটকদের বনে ঘুরিয়ে আনার জন্য বন দফতরের পক্ষ থেকে সেখানে চারটি কুনকি হাতি রাখা হয়েছে।
|
তেজস্ক্রিয় জল
সংবাদসংস্থা • টোকিও |
ফুকুশিমার পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি সুনামির পর থেকে নিষ্ক্রিয়। গত দু’বছর ধরে সেটির ঠিক নীচে ভূগর্ভে জমা হয়েছিল দূষিত জল। তার সঙ্গে মিশে রয়েছে তেজস্ক্রিয় পদার্থও। এ বার সেই ভূ-গর্ভস্থ জল ধীরে ধীরে এগিয়ে চলেছে সমুদ্রের দিকে।
|
রহস্যময় প্রাণী
সংবাদসংস্থা • লন্ডন |
স্পেনের লুই সিরেট সমুদ্রসৈকতে মিলল প্রায় ১৩ ফুট লম্বা একটি রহস্যময় সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ। সেটির মাথায় আবার একটা শিং-ও রয়েছে। প্রাণীটি কী, তা বোঝা যায়নি। |