তদন্ত কেন্দ্র
মিলল ঠাঁই
বশেষে হাওড়া সিটি পুলিশের দাশনগর তদন্তকেন্দ্রের জন্য বাড়ি পাওয়া গেল। সৌজন্যে রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম। হাওড়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের অফিসের গ্রাউন্ড ফ্লোরে এই তদন্ত কেন্দ্র কাজ করবে।
এ বছরে মার্চে হাওড়া সিটি পুলিশের বেশ কিছু থানার সম্প্রসারণ হয়। তখন পুরনো দাশনগর তদন্তকেন্দ্র থানায় উন্নীত হয়।
এর পরে দাশনগর তদন্ত কেন্দ্র তৈরি করা যায়নি। কারণ, বাড়ি পাওয়া যাচ্ছিল না। এত দিন দাশনগর থানায়ই দাশনগর তদন্ত কেন্দ্রের কাজ চলছিল। হাওড়ার দাশনগরে হাওড়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে নিগমের অফিসের গ্রাউন্ড ফ্লোরে ঘরের জন্য হাওড়া সিটি পুলিশ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের কাছে আবেদন করেছিল। নিগম সূত্রে খবর, এখানে আগে হোসিয়ারি দ্রব্য তৈরির কারখানা ছিল। একটি সমবায় সংস্থা কারখানাটি চালাত। ২০০৪-এ কারখানা বন্ধ হয়ে যায়। গোটা চত্বর জঞ্জালে ভর্তি। ঘরগুলি এখন নিগমের দখলে চলে এসেছে।
ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান সব্যসাচী বাগচী বলেন, “চেষ্টা করছি দ্রুত হাওড়া সিটি পুলিশকে এই ঘরগুলি দিয়ে দিতে।” তিনি জানান, কয়েক দিনের মধ্যেই ঘরগুলি পুলিশকে হস্তান্তর করা হবে। পুলিশকে আরও জায়গা দেওয়ার চেষ্টা হচ্ছে।
এখানে তদন্ত কেন্দ্র হলে সুবিধা হবে বলে মত স্থানীয় শিল্পোদ্যোগীদের। এক শিল্পোদ্যোগী প্রবীর রায় বলেন, “এখানে তদন্ত কেন্দ্র হলে আমরা নিরাপদ বোধ করব।” নিগমের এক আধিকারিকও বলেন, “ওখানে নানা অসামাজিক কাজের খবর পাই। পুলিশ থাকলে ভালই হবে।” হাওড়ার পুলিশ কমিশনার অজেয় রানাডে বলেন, “আমি এই সিদ্ধান্তে খুশি। স্থানাভাবে এত দিন দাশনগর থানাতেই তদন্ত কেন্দ্রের কাজ চালাতে হচ্ছিল। ওখানে তদন্ত কেন্দ্র হলে পুলিশের নজরদারি বাড়বে।”

ছবি: দীপঙ্কর মজুমদার




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.