ব্যাডমিন্টনে জয়ের ধারা বজায় রাখল কলকাতা। অল বেঙ্গল জুনিয়র র্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পাঁচটি সোনা ও তিনটি রুপো জিতে শীর্ষস্থান দখলে রাখল কলকাতা। একটি সোনা তিনটি রুপো জিতে দ্বিতীয় স্থান পেল সংগঠক জেলা হাওড়া। হাওড়া ডিস্ট্রিক্ট স্পোটর্র্স অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন যৌথ ভাবে ব্যাতড় ব্যায়াম সমিতির ইনডোর কোর্টে এই প্রতিযোগিতার আয়োজন করে। সূচনা করেন কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়।
এ বারের প্রতিযোগিতায় ১৭টি জেলার ১৩ থেকে ১৯ বছর বয়সী ২৮ জন ছেলেমেয়ে অংশ নেয়। মোট আটটি বিভাগে খেলা হয়। |
কলকাতার হয়ে সোনা জেতে উৎসব পালিত, ইপ্সিতা সিংহ, অরিন্তপ দাশগুপ্ত। রুপো জেতে অরুণিতা বসু, ময়ূখ ঘোষ, অনুরিয়া দাস। হাওড়ার হয়ে সোনা জেতে মণিদীপা দে। দিশান্ত দেবনাথ, অনন্যা টিগ্গা পান রুপো।
উত্তর দিনাজপুরের সুরজ চক্রবর্তী অনূর্ধ্ব ১৩ বিভাগে হাওড়ার দিশান্ত দেবনাথকে ২-১ গেমে হারিয়ে সোনা জেতে। হুগলির রূপসা ঘোষ অনূর্ধ্ব ১৯-এ রুপো জেতে। সোনা জয়ে হ্যাট্রিক করে কলকাতার অরিন্তপ দাশগুপ্ত। অরিন্তপ অনূর্ধ্ব ১৫-তে হারায় উত্তর দিনাজপুরের সুরজ চক্রবর্তীকে। অনূর্ধ্ব ১৭-তে হারায় কলকাতার ময়ূখ ঘোষকে। অনূর্ধ্ব ১৯-এ কলকাতার ময়ূখ ঘোষকে। ১৪ বছরের অরিন্তপ পুণেতে গোপীচন্দ ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেয়। তার লক্ষ্য দেশের হয়ে প্রতিনিধিত্ব করা।
মেয়েদের অনূর্ধ্ব ১৭-য় হাওড়ার মণিদীপা দে সঙ্গে হাওড়ার অনন্যা টিগ্গার লড়াই জমে ওঠে। শেষপর্যন্ত মণিদীপা ২১-১০, ১৫-২১, ২১-১৬ অনন্যাকে হারিয়ে দেয়। জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব সিতাংশু দাস জানান, জেলার চারটি ইনডোর কোর্টে নিয়মিত ব্যাডমিন্টন চর্চা হয়।
হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, এ বার ইনডোর ব্যাডমিন্টন কোর্ট তৈরির পরিকল্পনা আছে। ফাইনালে উপস্থিতি ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে, রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব শেখর বিশ্বাস প্রমুখ। |