আত্মহত্যা করার পদ্ধতি হিসেবে এ যেন এক অভিনব সংযোজন। শহরের সৌন্দর্যায়নে কয়েক কোটি টাকা খরচ করে বসানো ত্রিফলা বাতির সঙ্গে ওড়নার ফাঁস লাগানোয় মৃত্যু হল এক মহিলার। শুক্রবার ভরদুপুরে ঘটনাটি ঘটেছে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে, মহাজাতি সদনের সামনে। তবে অভিযোগ, চোখের সামনে এই দৃশ্য দেখেও ওই মহিলার সাহায্যের জন্য এগিয়ে আসেননি পথচলতি কোনও মানুষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমা বক্সি (৫০) নামে ওই মহিলা তাঁর স্বামী দীপঙ্কর বক্সির সঙ্গে ফুটপাথে থাকতেন। পুলিশ জেনেছে, এ দিন দীপঙ্করবাবুর সঙ্গে সোমাদেবীর অশান্তি হয়। তার জেরেই ওই মহিলা একটি ত্রিফলা বাতিস্তম্ভের সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেন বলে পুলিশের অনুমান। এই ঘটনায় দীপঙ্করবাবুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ফুটপাথের একটি গাছের উঁচু বেদীতে উঠে ত্রিফলাটি নাগালে পান সোমাদেবী। তবে এই ঘটনা ঘটতে দেখেও কেন কেউ এগিয়ে এলেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বলেন, “প্রায় দেড় থেকে দু’মিনিট পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। স্থানীয়েরা ঘটনাস্থলে থাকা সত্ত্বেও কেউ কেন সাহায্য করতে এগিয়ে এলেন না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
অন্য দিকে, বৃহস্পতিবার দুপুরে এজেসি বসু রোডে একটি বাড়ি থেকে পল্লবী বাগচী (২০) নামে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই তরুণীর সঙ্গে তাঁর মায়ের ঝগড়া হয়েছিল। তার জেরে তিনি অবসাদে ভুগছিলেন। সে কারণেই ওই তরুণী আত্মঘাতী হয়েছেন কি না, পুলিশ খতিয়ে দেখছে। তবে, কোনও সুইসাইড নোট মেলেনি। |