টুকরো খবর |
ব্যাঙ্কের জরিমানা
সংবাদসংস্থা • মুম্বই |
‘নো ইওর কাস্টমার’ (কেওয়াইসি) বিধি না মানায় ৬টি ব্যাঙ্ককে ৫০ লক্ষ থেকে ২ কোটি টাকা পর্যন্ত জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক। তাদের মধ্যে রয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। দিকে, রিজার্ভ ব্যাঙ্কের নির্দিষ্ট নীতি না থাকা সত্ত্বেও স্টেট ব্যাঙ্ক-সহ ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গ্রাহকদের এস এম এস পরিষেবা বাবদ টাকা নিচ্ছে বলে শুক্রবার লোকসভায় জানান অর্থমন্ত্রী পি চিদম্বরম। তবে এখনই তা বন্ধের কথা ভাবছে না কেন্দ্র।
|
রিলায়্যান্সের আবেদন
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ইউনিফায়েড লাইসেন্স পেতে আবেদন করেছে মুকেশ অম্বানীর রিলায়্যান্স জিও ইনফোকম-সহ কয়েকটি সংস্থা। তা পেলে ফোর-জি স্পেকট্রামে ইন্টারনেট ছাড়াও মোবাইলে কথা বলার পরিষেবা দিতে পারবে তারা।
|
স্পট এক্সচেঞ্জ নিয়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সময়মতো বকেয়া না মেটানো ৯ সদস্যের নাম প্রকাশ করল ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ। নিয়ন্ত্রক ফরওয়ার্ড মার্কেটস কমিশনের নির্দেশে ওই সদস্যদের বন্ধক রাখা পণ্য নিলাম করে সেই অর্থ তুলতে পারবে স্পট এক্সচেঞ্জটি।
পুরনো খবর: স্পট এক্সচেঞ্জ নিয়ে
|
সংস্থা হাতবদল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রায় ২,৭৪৫ কোটি টাকায় হেক্সাওয়্যার টেকনোলজিসের ৪১.৮% অংশীদারি কিনবে বেয়ারিং প্রাইভেট ইক্যুইটি এশিয়া। ভারতের তথ্যপ্রযুক্তি পরিষেবায় যা অন্যতম বড় হাতবদল।
|
মাইক্রোসফট সিইও
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এক বছরের মধ্যেই মাইক্রোসফটের সিইও পদ থেকে অবসর নেবেন স্টিভ বামার। শুক্রবার তা জানিয়েছে সংস্থা। খোঁজ শুরু হয়েছে উত্তরসূরিরও। |
|