বর্ষার পেঁয়াজ মিলতে পারে পুজোর আগেই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পেঁয়াজের কেজি ৬০ টাকার নীচে আর নামছেই না। এই অবস্থায় কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়ের আশ্বাস, পুজোর আগেই রাজ্যের প্রথম বর্ষাতি পেঁয়াজ বাজারে আসবে। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে প্রায় ১৫০০ বিঘে সরকারি জমিতে বর্ষাতি পেঁয়াজের চাষ হয়েছে। ওই জমিতে ঠিক কত পেঁয়াজ উৎপাদন হবে, সেই বিষয়ে মন্ত্রী স্পষ্ট করে কিছু বলতে পারেননি। তবে তাঁর দাবি, সরকারি উদ্যোগেই রাজ্যে পেঁয়াজ চাষ বাড়ানোর চেষ্টা চলছে। চাহিদার তুলনায় পশ্চিমবঙ্গে পেঁয়াজের উৎপাদন অনেক কম বলেই নাসিকের পেঁয়াজ আনাতে হয়। প্রায় ফি-বছরই এই সময়ে বাড়তে থাকে পেঁয়াজের দাম। সরকারি হিসেবে বাংলায় পেঁয়াজের চাহিদা বছরে আট লক্ষ মেট্রিক টন। ২০১২-১৩ আর্থিক বছরে রাজ্যে উৎপাদন হয়েছে তিন লক্ষ মেট্রিক টনের মতো। অরূপবাবু জানান, পেঁয়াজ রাখার হিমঘর না-থাকায় রাজ্যের চাষিদের সমস্যায় পড়তে হচ্ছে। তাই অনেকে পেঁয়াজ চাষ করছেন না। মন্ত্রীর দাবি, খুব শীঘ্রই তারকেশ্বরে হিমঘর তৈরির কাজ শুরু করছে হাওড়ার একটি বেসরকারি সংস্থা। সরকারি ভাবে তার ছাড়পত্রও দিয়ে দেওয়া হয়েছে।
|
স্পট এক্সচেঞ্জ নিয়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বৃহস্পতিবার দেশ জুড়ে ন্যাশনাল স্পট এক্সচেঞ্জের প্রায় ২৪ জন সদস্যের অফিসে তল্লাশি চালাল কেন্দ্রীয় আয়কর দফতর। কলকাতা, দিল্লি, মুম্বই-সহ দেশের বিভিন্ন স্থানে এই তল্লাশি চালিয়েছে তারা। যার মূল লক্ষ্য ছিল এই সদস্যদের গুদামে কী পরিমাণ পণ্য জমা রয়েছে তা খতিয়ে দেখা ও কর ফাঁকি দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া।
|
উত্তর প্রদেশের প্রতাপগড় জেলায় সম্প্রতি ৮টি নয়া শাখা খুলল ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর মধ্যে পাঁচটি শাখাই রয়েছে ব্যাঙ্ক নেই এমন অঞ্চলে। এর ফলে লখনউ অঞ্চলে ব্যাঙ্কের শাখার সংখ্যা দাঁড়াল ৫০টিতে। বিভিন্ন রাজ্যে আরও ১২টি শাখা খুলেছে ব্যাঙ্কটি।
|
আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা ফিচ জানিয়েছে, টাকার দাম পড়তে থাকায় ভারতীয় অর্থনীতির উপর চাপ থাকবে। কিন্তু এই মুহূর্তে রেটিং কমানো বা বদল করার প্রয়োজন নেই। অর্থাৎ ‘বিবিবি মাইনাস’ রেটিং বহাল রেখে মূল্যায়ন নিয়ে স্থিতিশীল দৃষ্টিভঙ্গিই বজায় রাখছে তারা।
|
আইসিআইসি আই ব্যাঙ্ক ও এইচডিএফসি ঋণে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়েছে। এর আগে তা বাড়িয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক। |