টাকার পতনকে উপেক্ষা করেই বৃহস্পতিবার এক ধাক্কায় ৪০৭ পয়েন্ট বাড়ল সেনসেক্স। গত পাঁচ দিনে এই প্রথম। ফলে ফের ১৮ হাজারের ঘরে ঢুকে সেনসেক্স দিন শেষ করল ১৮,৩১২.৯৪ পয়েন্ট অঙ্কে।
দু’মাসে এ দিনই সবচেয়ে বেশি বাড়ল সেনসেক্স। লগ্নিকারীদের ঝুলিতে এক দিনেই এল ১.১৭ লক্ষ কোটি টাকা। তবে পতনের কবল থেকে রেহাই পায়নি টাকা। এক সময়ে ডলারে টাকা নামে ৬৫.৫৬-এ। বাজার বন্ধের সময়ে অবশ্য টাকা কিছুটা ঘুরে দাঁড়ায়। প্রতি ডলারের দর কমে দাঁড়ায় ৬৪.৫৫ টাকা। তবে বুধবারের থেকে টাকা পড়ে যায় ৪৪ পয়সা।
এ দিন সেনসেক্সের উত্থানের পিছনে বেশ কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এগুলি হল:
• পড়তি বাজারে শেয়ার কেনার আগ্রহ।
• চিনে উৎপাদন শিল্পের বৃদ্ধির সূচকের অগস্টে উল্লেখযোগ্য বৃদ্ধি, যার প্রভাবে বেড়েছে দেশে বিভিন্ন ধাতু সংস্থার শেয়ার। কারণ, চিনই ধাতুর সবচেয়ে বড় ক্রেতা। টাটা স্টিল ও হিন্দালকো (বৃদ্ধি ১০.৯৩%) শেয়ারের দৌড় চিনা শিল্প বৃদ্ধির হাত ধরেই বলে বাজার সূত্রের খবর।
• বিশ্ব বাজারে চাঙ্গা ভাব।
• আমেরিকা ত্রাণ প্রকল্প গুটিয়ে নেওয়ার সময়সীমা ঘোষণা না-করায় বিদেশি লগ্নিকারীদের ভারতের বাজারে আগ্রহ বজায় থাকার সম্ভাবনা।
তবে রফতানিকারীদের ডলার বিক্রির জের ও বিশ্ব বাজারে ডলারের মূল্যবৃদ্ধির জেরে টাকার পতনে রাশ টানা যায়নি। পাশাপশি মুম্বইয়ে সামান্য কমলেও কলকাতায় আরও ঊর্ধ্বমুখী হয়েছে সোনা। |