নদী থেকে বালিকা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
নদীতে ভেসে যাওয়ার সময়ে এক বালিকাকে উদ্ধার করলেন চাইল্ড লাইনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পুরুলিয়া শহরের অদূরে, পুরুলিয়া-জামশেদপুর জাতীয় সড়কের পাশে কংসাবতী নদীর সেতুর কাছে বৃহস্পতিবার সকালে বছর এগারোর ওই বালিকাকে উদ্ধার করে হয়। চাইল্ড লাইনের আধিকারিক অংশুমান বন্দ্যোপাধ্যায় জানান, এ দিন সকালে এক বালিকা নদীতে ভেসে যাচ্ছে দেখে তাঁদের সংস্থার এক কর্মী স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তাকে উদ্ধার করে। পরে তাকে নিয়ে যাওয়া হয় চাকলতোড়ে, পুরুলিয়া ১ ব্লক স্বাস্থ্যকেন্দ্র। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে। তবে মেয়েটি অজ্ঞান থাকায় ঘটনার সম্পর্কে বিশদে জানা যায়নি। তার পরিচয়ও জানাতে পারেনি পুলিশ।
|
হোমে গেলেন তরুণী
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
রাস্তায় পড়ে থাকা এক তরুণীকে উত্ত্যক্ত করছিল কিছু যুবক। সোনামুখী থেকে বুধবার উদ্ধার করা সেই তরুণীকে পাঠানো হল বিষ্ণুপুরের একটি হোমে। বৃহস্পতিবার বিষ্ণুপুর হাসপাতালে তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মহকুমাশাসক (বিষ্ণুপুর) অদীপকুমার রায় বলেন, “তরুণীটি নেশায় আছন্ন বলে মনে হচ্ছে। ঠিক মতো কথাও বলতে পারছেন না। পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।”
|
ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে মাঠে বচসা ও পরে হস্টেলে ঢুকে মারধরে জড়াল বিষ্ণুপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রেরা। বুধবার রাতে চতুর্থ বর্ষের কিছু ছাত্রদের সঙ্গে তৃতীয় বর্ষের কিছু ছাত্রের মারপিট হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশকর্মীরা সেখানে যান। তবে কোনও তরফই পুলিশের কাছে লিখিত অভিযোগ করেনি। কলেজের ডিরেক্টর সুব্রত বন্দোপাধ্যায় বলেন, “ফুটবল খেলা নিয়ে তৃতীয়-চতুর্থ বর্ষের ছাত্রদের মধ্যে সামান্য মারামারি হয়েছে শুনেছি। অধ্যক্ষকে বলেছি নির্দিষ্ট অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।”
|
মাটির নীচে রয়েছে দামি ধাতু। লোকমুখে এই খবর পেয়ে বেলিয়াতোড়ে গর্ত খুঁড়তে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন চার জন। গত বৃহস্পতিবারের ওই ঘটনায় ধৃতদের জেলহাজত হয়। |