স্কুলের চতুর্থ শ্রেণির কর্মীকে বেঞ্চের পায়া দিয়ে পিটিয়ে খুন করার দায়ে এক শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড হল। বৃহস্পতিবার রঘুনাথপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কর্ণপ্রসাদ বর্মন এই রায় দেন। সাজাপ্রাপ্তের নাম ঘল্টুচরণ মণ্ডল।
সরকার পক্ষের আইনজীবী শিশিরকুমার রায় জানান, ২০১০ সালের ২৪ জুন বেলা সাড়ে এগারোটা নাগাদ রঘুনাথপুরের বড়রা অঞ্চল হাইস্কুলের শিক্ষক ঘল্টুচরণ স্কুলের মধ্যেই পিটিয়ে খুন করেছিলেন চতুর্থ শ্রেণির কর্মী চতুর্ভুজ গঙ্গোপাধ্যায়কে। ঘটনার পরে স্কুলের ছাত্রছাত্রীরা ওই শিক্ষককে একটি শ্রেণিকক্ষে আটকে রেখেছিল। ঘটনার খবর পেয়ে স্কুলে পুলিশ যায়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ হয়। পরে রঘুনাথপুর ২ ব্লকের বিডিও এবং রঘুনাথপুর থানার ওসি গিয়ে ওই শিক্ষককে আটক করেন। রাতে স্কুলের প্রধান শিক্ষক থানায় ঘল্টুচরণের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
সরকারি কৌঁসুলি জানান, খুনের ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন রঘুনাথপুর থানার তত্কালীন ওসি সাধন পাঠক। তিনি এবং ওই স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আদালতে সাক্ষ্য দিতে এসে বিচারককে জানিয়েছিলেন, ঘল্টুচরণ স্কুলের ছাত্রী ও সহ-শিক্ষিকাদের সঙ্গে মাঝেমধ্যেই আশালীন আচরণ করতেন। স্কুলের কর্মী চতুর্ভুজ গঙ্গোপাধ্যায় ওই ঘটনার প্রতিবাদ করায় তাঁর প্রতি ঘল্টুচরণের আক্রোশ ছিল। প্রতিহিংসাবশত স্কুলের মধ্যেই বেঞ্চের পায়া দিয়ে তাঁকে পিটিয়ে খুন করেছিলেন ওই শিক্ষক। বড়রা অঞ্চল হাইস্কুলের প্রধান শিক্ষক দীপক চট্টোপাধ্যায় জানান, খুনের ঘটনার পরেই স্কুলের পরিচালন সমিতি ঘল্টুচরণকে সাসপেন্ড করেছিল। পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য বিচারের রায়ের প্রতিলিপি পাওয়ার পরে তা পাঠানো হবে জেলা শিক্ষা দফতরে।
|