টুকরো খবর |
নিকাশির দাবিতে বিজেপি-র অবরোধ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন এলাকার নিকাশি ব্যবস্থার দাবিতে দিঘা-মেচেদা সড়ক অবরোধ করলেন বিজেপি সমর্থকরা। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার গড়গ্রামে ওই অবরোধের ফলে ব্যস্ত সড়কে ব্যাপক যানজট হয়। অবরোধ সরাতে গিয়ে বিজেপি সমর্থকদের সঙ্গে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি বাধে চণ্ডীপুর থানার পুলিশের। শেষ পর্যন্ত অবরোধকারীদের হটাতে পুলিশ লাঠি চালায়। ঘটনাস্থল থেকে ৮ জন বিজেপি সমর্থককে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চণ্ডীপুরের বিস্তীর্ণ এলাকার নিকাশির ভরসা দুনিয়া খাল। তার উপর একটি কালভার্ট তৈরির জন্য স্থানীয় মঙ্গলখালিতে অস্থায়ী বাঁধ তৈরি করা হয়েছিল। ওই বাঁধের জন্যই সংলগ্ন গড়গ্রাম, চুনখাবাড়ি, বড়বাড়ি, হাঁসচড়া-সহ এলাকার ১৬টি গ্রামের জল বের হচ্ছে না অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। ১০টা নাগাদ ঘটনাস্থলে পুলিশ গেলে অবরোধকারীদের সঙ্গে বচসা বাধে। পুলিশকে লক্ষ করে অবরোধকারীরা ইট-পাটকেল ছুড়লে পুলিশও লাঠি চালায়। বিজেপি-র চণ্ডীপুর ব্লক সভাপতি শ্যামাপদ মান্নার অভিযোগ, “পুলিশ বিনা প্ররোচনায় লাঠি চালিয়েছে। আমাদের সমর্থকদের অকারণ গ্রেফতার করেছে।”
|
লোডশেডিং, পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
টানা পাঁচ দিন লোডশেডিং থাকায় পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সুতাহাটার বাঁচালু গ্রামের সুতাহাটা-কুকড়াহাটি সড়ক অবরোধ করেন তাঁরা। গত রবিবার রাত থেকে ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় বিদ্যুৎ নেই ওই এলাকায়। ফলে সমস্যায় পড়ছে প্রায় আড়াইশো পরিবার। এ দিন গ্রামবাসীরা ট্রান্সফর্মার বদলের দাবিতে অবরোধ করেন। সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে ওই সড়ক। পরে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ মণ্ডল, গ্রাম পঞ্চায়েত সদস্য বসন্ত মাল গ্রামবাসীদের নিয়ে চৈতন্যপুর সাব-স্টেশনে যান। রাতের মধ্যেই ট্রান্সফর্মার বদলে দেওয়ার আশ্বাসে অবরোধ ওঠে। বিদ্যুৎ বণ্টন দফতরের সাব-স্টেশন ম্যানেজার ইমন চক্রবর্তী জানান, “ট্রান্সফর্মার হাতে না থাকায় সমস্যা হয়েছে। আমরা একটা ট্রান্সফর্মার পেয়েছি। রাতের মধ্যেই সেটি বসানোর চেষ্টা করা হচ্ছে।”
|
বোর্ড ২৯ অগস্ট
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রাজনৈতিক অশান্তির জেরে ভণ্ডুল হয়ে গিয়েছিল রামনগর-১ ব্লকের তালগাছাড়ি-২ পঞ্চায়েতের বোর্ড গঠন। আগামী ২৯ অগস্ট ওই পঞ্চায়েতের বোর্ড গঠন হবে বলে স্থানীয় ব্লক প্রশাসনকে জানিয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। গত ১৭ অগস্ট তালগাছাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন নিয়ে রাজনৈতিক গণ্ডগোল বাধলে বোর্ড গঠন প্রক্রিয়া ভণ্ডুল হয়ে যায়। বিডিও ও পুলিশের গাড়ি ভাঙচুর হয়।
|
দুর্ঘটনায় জখম ৭
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
গাড়ি দুর্ঘটনায় জখম হলেন দিঘাগামী ৭ পর্যটক। বুধবার রাতে কাঁথি থানার ছত্রধরায় দিঘা-কলকাতা সড়কে দুর্ঘটনাটি ঘটে। কাঁথি থানার পুলিশ জানিয়েছে, বর্ধমান থেকে গাড়িটি আসছিল। খানাখন্দে ভর্তি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির চালক পাশে একটি গাছে ধাক্কা মারেন। তিন মহিলা ও এক শিশু-সহ গাড়ির ৭ আরোহীই কমবেশি চোট পান। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে চার জনকে গুরুতর আহত অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে। পুলিশ গাড়িটি আটক করেছে।
|
বধূ নির্যাতন, ধৃত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বধূ নির্যাতনের অভিযোগে বিদ্যালয় চলাকালীন এক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার গোপীনাথপুর হাইস্কুলে। পুলিশ জানিয়েছে, ধৃত শিক্ষকের নাম পলাশ জানা। তিনি ওই বিদ্যালয়ের ইংরাজির শিক্ষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাশ জানার স্ত্রী নার্স। তিনি পলাশবাবুর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন-সহ খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন কাঁথির মারিশদা থানায়। ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টা স্কুল চলাকালীন ক্লাসরুম থেকে পলাশ জানাকে ধরে পুলিশ।
|
স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
প্রবীণ স্বাধীনতা সংগ্রামী তথা কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলর ও বিশিষ্ট আইনজীবী কার্তিকচন্দ্র মাইতির (১০১) জীবনাবসান হল। বুধবার দুপুরে কাঁথি শহরে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজাদ হিন্দ ফৌজের এই সদস্য কাঁথি পুরসভার জন্মলগ্ন থেকে টানা ১৫ বছর কাউন্সিলর ছিলেন। শোক প্রকাশে বৃহস্পতিবার কাঁথি আদালত, ও পুরসভায় ছুটি ঘোষণা করা হয়। |
|