|
|
|
|
প্রতারণার টাকা ফেরত দিতে না-পারায় ধৃত |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
মৃত স্বাস্থ্যকর্মীর স্বামী হিসাবে ভুয়ো পরিচয় দিয়ে পেনশনের টাকা তুলছিলেন এক ব্যক্তি। আদালত তাঁকে টাকা ফেরতের নির্দেশ দিলেও তিনি দেননি। কাজল বাগ নামে কোলাঘাটের মেসেড়া গ্রামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে তুলল পুলিশ। বিচারক ১৪ দিনের জেল হেফাজতে পাঠান।
পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের কুষ্ঠ বিভাগের স্বাস্থ্যকর্মী পূর্ণিমা ভৌমিক ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০১ সালে মারা যান। নন্দকুমারের পদুমখানা গ্রামের অবিবাহিত পূর্ণিমাদেবী মৃত্যুর আগে উত্তরাধিকার হিসাবে মনোনীত করে যান তাঁর বোন সাধনা দাসকে।
কিন্তু কোলাঘাটের সিপিএম নেতা পুলিন বাগের (বাম আমলের মন্ত্রী চক্রধর মেইকাপের ব্যাক্তিগত সহায়ক) ভাই কাজলবাবু নিজেকে পূর্ণিমাদেবীর স্বামী হিসাবে পরিচয় দিয়ে ভবিষ্যনিধি, গ্র্যাচুইটি ও পেনশন পাওয়ার আবেদন করেন স্বাস্থ্য দফতরে। জেলা স্বাস্থ্য দফতর কাজলবাবুকে পূর্ণিমাদেবীর প্রাপ্য প্রায় ২ লক্ষ ৭৩ হাজার টাকা দিয়েও দেয়। এ ছাড়া পেনশনের ব্যবস্থা করে। তখন পূর্ণিমাদেবীর বোন সাধনা দাস কাজলবাবুর বিরুদ্ধে ভুয়ো পরিচয় দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ জানান। ২০০৬ সালে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাজলবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। হাইকোর্টের নির্দেশে প্রায় তিন বছর আগে ভবিষ্যনিধি ও গ্রাচুইটির টাকা আদালতে জমা দেন কাজলবাবু। কিন্তু এরপরেও পেনশনের টাকা তুলছিলেন তিনি। গত বছর পেনশন বন্ধ করে দেওয়া হয়। এত দিন ধরে পেনশন বাবদ পাওয়া প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয় কাজলবাবুকে। কিন্তু সেই টাকা আর তিনি ফেরত দেননি। তাই তাঁকে বুধবার রাতে বাড়ি থেকে ধরে পুলিশ। |
|
|
|
|
|