টুকরো খবর |
গ্যাসের খরচ বাড়িয়ে ধরার কথা কবুল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কৃষ্ণা-গোদাবরী অববাহিকার প্রাকৃতিক গ্যাসের ইউনিট প্রতি দাম বাড়িয়ে ৮.৪ ডলারে নিয়ে যাওয়ার জন্য আগেই পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলিকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটির প্রশ্নের উত্তরে এ বার পেট্রোলিয়াম মন্ত্রকই জানাল, এক বছর আগের হিসেব অনুযায়ী ওই গ্যাস উৎপাদনের খরচ পড়েছিল প্রতি ইউনিটে মাত্র ২.৭৪ ডলার। অর্থাৎ প্রায় চার গুণ দাম বাড়িয়ে ধরার কথা স্বীকারই করে ফেলল সরকার। এই উত্তর পাওয়ার পরেই আজ ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে গ্যাসের দাম পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত। তাঁর প্রশ্ন, কী ভাবে রঙ্গরাজন-কমিটি এই সিদ্ধান্তে পৌঁছল যে গ্যাসের দাম ৮.৪ ডলার হওয়া উচিত। কেন্দ্রীয় মন্ত্রিসভাই বা কী ভাবে তাতে সায় দিল। গুরুদাসের যুক্তি, আসলে এটা নির্দিষ্ট একটি বেসরকারি সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা। এর আগে কোনও সরকারি সংস্থাই গ্যাস উৎপাদনের প্রকৃত খরচ সম্পর্কে কোনও তথ্য দেয়নি। গত ২ অগস্ট পেট্রোলিয়াম মন্ত্রক জানায়, রিলায়্যান্স সংস্থার আর্থিক বিবৃতি থেকেই খরচের এই হিসেব পাওয়া গিয়েছে।
|
রাডিয়া মামলায় তিরস্কার কোর্টের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
নীরা রাডিয়ার ফোনে কথোপকথনের টেপ সংক্রান্ত মামলায় কেন্দ্রের বক্তব্য শুনল না সুপ্রিম কোর্ট। রাডিয়ার ফোনে আড়ি পাতার অনুমতি সংক্রান্ত আসল রেকর্ড দেখতে চেয়েছিল কোর্ট। আজ কেন্দ্রের কৌঁসুলি তা হাজির করতে না পারায় কোর্ট জানিয়ে দেয়, ওই রেকর্ড না পেলে কেন্দ্রের বক্তব্য শোনা হবে না। প্রাক্তন কর্পোরেট লবিস্ট রাডিয়ার ফোনে আড়ি পাতে আয়কর দফতর। বিভিন্ন রাজনীতিক, শিল্পপতির সঙ্গে তাঁর কথোপকথন ফাঁস হয়ে যাওয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছিল। রাডিয়ার সঙ্গে কথোপকথন ফাঁস হওয়ায় সুপ্রিম কোর্টে মামলা করেন রতন টাটা।
পুরনো খবর: সুপ্রিম কোর্টে রতন টাটা
|
নাবালকের রায় দেবে বোর্ড |
দিল্লি গণধর্ষণে অভিযুক্ত নাবালকের ব্যাপারে রায় দেবে জুভেনাইল জাস্টিস বোর্ডই। ৩১ অগস্ট ওই রায় ঘোষণা হতে পারে। বৃহস্পতিবার শীর্ষ আদালত এ ব্যাপারে চূড়ান্ত নির্দেশ দিয়েছে। নিভর্য়ার ধর্ষণ ও খুনের ঘটনায় ১৭ বছর বয়সী তরুণের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আবেদন করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর বক্তব্য ছিল, ১৭ বছরের ছেলের পক্ষে ধর্ষণ করার মতো মানসিক গড়ন রাখা সম্ভব কি না। সে কারণে রায় ঘোষণা পিছিয়ে দিয়েছিল জুভেনাইল জাস্টিস বোর্ড। তার আগে প্রাপ্তবয়স্কতার সংজ্ঞা পাল্টে ১৬ বছরে নামিয়ে আনা হবে কি না, সে তর্ক উঠেছিল। শীর্ষ আদালত তা নাকচ করে। এ বার তার বৃহস্পতিবারের নির্দেশের পরে আর রায় ঘোষণা নিয়ে কোনও বাধা থাকল না।
পুরনো খবর: বাস থেকে ফেলে পিষে মারার চেষ্টা হয় তরুণীকে
|
ডাইনি অপবাদে কুপিয়ে খুন |
ডাইনি অপবাদে এক দম্পতি-সহ তিনজনকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। গত রাতে কোকরাঝাড়ের মিলনপুর এবং অগুরি গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতী হানায় নিহতদের নাম বীরেন বসুমাতারি (৬০), শুক্লেশ্বরী বসুমাতারি (৫৫) এবং গোবিন্দ রাভা (৬৪)। রাত সাড়ে ১০টা নাগাদ ১০-১২ জন সশস্ত্র দুষ্কৃতী বীরেনবাবুর বাড়িতে হামলা করে। ওই দম্পতিকে খুন করার পর অগুরিতে গোবিন্দবাবুর বাড়িতে গিয়ে তাঁকেও কুপিয়ে হত্যা করে তারা। প্রাথমিক তদন্তে অনুমান, ডাইনি অপবাদেই তাঁদের খুন করা হয়েছে।
|
স্কারলেট মামলা |
গোয়ায় এসে খুন হয়ে যাওয়া ব্রিটিশ কিশোরী স্কারলেট হত্যাকাণ্ডে এইমসের চার জন ডাক্তারকে সাক্ষ্য দিতে হবে। পাঁচ বছর আগে খুন হয় স্কারলেট। সমুদ্রতীরে উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত দেহ। সেই দেহের ফরেনসিক পরীক্ষা করেছিলেন এই ডাক্তাররা। গোয়ার আদালতে তাঁদের সাক্ষী দিতে ডাকা হয়েছে।
|
মেঘ ভাঙা বৃষ্টি |
মেঘ ভাঙা বৃষ্টিতে স্তব্ধ জম্মু-কাশ্মীরের স্বাভাবিক জনজীবন। বুধবার উত্তর কাশ্মীরের পুলওয়ামা জেলায় এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় একটি রেশন দোকান, স্কুলবাড়ি এবং একটি মসজিদ। শ্রীনগর থেকে ৬৫ কিলোমিটার দূরে জোভেস্তান আর প্রোনগাম গ্রামে মেঘ ভেঙে বৃষ্টির ফলে ফসলের সঙ্গে রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
|
সিন্ধুরক্ষক নিয়ে |
ডুবোজাহাজ আইএনএস সিন্ধুরক্ষকের বিস্ফোরণের পিছনে অর্ন্তঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। ওই বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত বোর্ড গঠন করেছে নৌবাহিনী। চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাদের। দেশীয় ও আর্ন্তজাতিক সংস্থা তদন্তে সাহায্য করবে বলে জানিয়েছেন অ্যান্টনি।
পুরনো খবর: ডুবোজাহাজে বিস্ফোরণ, আশঙ্কা মৃত ১৮
|
কচরু খুনিদের মুক্তি |
র্যাগিংয়ের জেরে নিহত আমন কচরুর খুনিরা জেল থেকে ছাড়া পেয়ে গেল। ওই চার ডাক্তারি ছাত্র জেলে ভাল আচরণ করায় মুক্তি পেল বলে জানিয়েছে হিমাচল সরকার। ২০০৯ সালে মদ্যপ অবস্থায় রাজেন্দ্র প্রসাদ মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র কচরুকে র্যাগিং করেছিল উঁচু ক্লাসের ওই চার ছাত্র। মাথায় চোট পেয়ে মৃত্যু হয় আমনের।
|
আশ্রমে আশারাম |
ধর্মগুরু আশারাম বাপুর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিল ১৬ বছরের এক কিশোরী। সেই অভিযোগ উড়িয়ে আশারাম বলেছিলেন, ঘটনার দিন অর্থাৎ ১৫ অগস্ট তিনি আশ্রমেই ছিলেন না। কিন্তু আশ্রমের কেয়ারটেকার এবং বাড়ির মালিকের দাবি, আশারাম ওই দিন আশ্রমেই ছিলেন।
পুরনো খবর: আশারাম বাপুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ |
|