|
|
|
|
ছোঁয়াছুঁয়ির গেরোয় মিড-ডে মিল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
হেঁশেলেও ছোঁয়াছুঁয়ি। আর তার জেরে গোটা দেশে, বিশেষ করে বহু গ্রামীণ এলাকায় মিড ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্যই ব্যর্থ হচ্ছে বলে এক রিপোর্টে জানিয়েছে তফসিলি জাতি ও উপজাতি উন্নয়ন সংক্রান্ত সংসদীয় কমিটি।
বর্তমানে দেশের ১২ লক্ষ ৩৭ হাজার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় সাড়ে দশ কোটি পড়ুয়া মিড ডে মিলের সুবিধা পায়। সেই মিড ডে মিলের ক্ষেত্রেও বিভিন্ন মহল থেকে অস্পৃশ্যতার অভিযোগ ওঠায় তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিল সংসদীয় কমিটি। রিপোর্টে তারা জানিয়েছে, স্বাধীনতার ৬৭ বছর পরেও অস্পৃশ্যতার সমস্যা রয়ে গিয়েছে একেবারে তৃণমূল স্তরে। দেশের বহু গ্রামীণ এলাকায় অস্পৃশ্যতার শিকড় রয়ে যাওয়ায় তার প্রভাব পড়ছে এলাকার স্কুলগুলিতে। যার শিকার হচ্ছে মূলত দলিত বা পিছিয়ে থাকা সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা।
অভিযোগ, বেশ কিছু স্কুলে ছোঁয়াছুঁয়ি বাঁচাতে দলিত ছাত্রছাত্রীদের রান্না করা খাবারই পরিবেশন করা হয় না। কোথাও আবার খাবার দেওয়া হলেও তাদের অন্যত্র বসে খেতে বলা হয়। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ওড়িশা, রাজস্থান, মধ্যপ্রদেশ কর্নাটকের মতো রাজ্যগুলি থেকেই এ ধরনের অভিযোগ বেশি এসেছে। তার মধ্যে ওড়িশার সমুদ্রতীরবর্তী এলাকাগুলিতে অস্পৃশ্যতার সমস্যা সব চেয়ে প্রকট বলে রিপোর্টে জানিয়েছে কমিটি। এর জন্য প্রধানত সংশ্লিষ্ট স্কুল কমিটি ও শিক্ষকদের মনোভাবকেই দায়ী করে কমিটি অবিলম্বে ওই এলাকাগুলিতে বেশি করে নজরদারির জন্য মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে সুপারিশ করেছে।
|
|
|
|
|
|