অনুব্রতকে নিয়ে নীরব জেলাশাসক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, বৃহস্পতিবারের মধ্যে বীরভূম জেলাশাসককে তা জানানোর নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু এ দিন চূড়ান্ত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও কমিশনকে তা জানাননি বীরভূমের জেলাশাসক। রাজ্য নির্বাচন কমিশনের সচিব তাপস রায় বলেন, “এ দিন পর্যন্ত অনুব্রত মণ্ডল নিয়ে কোনও রিপোর্ট জেলা প্রশাসন দেয়নি।” কমিশন সূত্রের খবর, এ দিন স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠকে অনুব্রতবাবুর বিষয়টি তোলেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। তবে স্বরাষ্ট্রসচিব বাসুদেববাবু বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। অনুব্রতবাবুর বিষয়ে সরকার কোনও ব্যবস্থা নিয়েছে কি না, সেই প্রসঙ্গে স্বরাষ্ট্রসচিব বলেন, “আমি কোনও মন্তব্য করব না।” সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের সময় উস্কানিমূলক কথা বলার অভিযোগে অনুব্রতবাবুর বিরুদ্ধে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে কমিশন। গত সোমবার কমিশন জেলাশাসককে অনুব্রতবাবুর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বৃহস্পতিবারের মধ্যে জানাতে বলে। কিন্তু চূড়ান্ত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও এ ব্যাপারে জেলা প্রশাসন কিছু না-জানানোয় এখন আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কোনও পথ খোলা থাকছে না বলেই মনে করছেন কমিশনের কর্তারা।
|
মৃত্যু, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রের। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে খয়রাশোলের ভীমগড়ে, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। মতের নাম মিলন ধীবর (১৬)। বাড়ি খয়রাশোলের চূড়র গ্রামে। পাঁচড়া উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ওই ছাত্র যখন সাইকেলে বাড়ি ফিরছিল, তখন রানিগঞ্জমুখী একটি দশ চাকা লরি তাকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সে মারা যায়। এর প্রতিবাদে কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
|
আদালতে গোপন জবানবন্দি
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
খয়রাশোলে নিহত তৃণমূল নেতা অশোক ঘোষের ছেলে বিশ্বজিত্ ও মেয়ে সোমা বৃহস্পতিবার গোপন জবানবন্দি দিলেন দুবরাজপুর আদালতে। গত ১৯ অগস্ট ভাই-বোন গোপন জবানবন্দি দিতে চান বলে দুবরাজপুর আদালতে আবেদন করেছিলেন ঘটনার তদন্তকারী অফিসার। সরকারি আইনজীবী মণিলাল দে বলেন, “জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিমানীল ভট্টাচার্য ওঁদের গোপন জবানবন্দি নিয়েছেন।” বুধবার তপসিয়ার তৃণমূল ভবনে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের সঙ্গে দেখা করে অশোকবাবুর হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে।
পুরনো খবর: দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল নেতা অশোক ঘোষ
|
বুধবার বিকেল থেকেই কজওয়ে ছাপিয়ে বইছে শাল নদী। বিকেল থেকে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে যানচলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা-৮টা থেকে স্বাভাবিক হয়। দীর্ঘদিন ধরে এই রাস্তার উপরে থাকা শাল ও হিংলো নদীর কজওয়েগুলিতে জল উঠলেই যানচলাচল বন্ধ থাকে। ঝুঁকি নিয়ে পারপার করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, দরপত্র ডাকা হয়েছে। শীঘ্রই সেতুর কাজ শুরু হবে। |