নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
সিউড়ি-সাঁইথিয়া বাইপাস দীর্ঘদিন ধরেই সংস্কারের আভাবে বেহাল হয়ে রয়েছে। প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের ওই রাস্তাটি সিউড়ি পুরসভার ৩, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। রাস্তাটি সংস্কারের দাবিতে ২০০৬ সাল থেকে ধারাবাহিক আন্দোলন চালিয়েছেন এলাকার বাসিন্দারা। তবে কাজের কাজ কিছুই হয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মল্লিকগুনা পাড়ায় পথ অবরোধ করেন বাসিন্দারা। সুকুমার দাস, তরুণ দাসেরা জানান, গত ১০ বছর ধরে কোনও সংস্কারই হয়নি রাস্তাটির। অন্য যানবাহন কম চলাচল করলেও, ওই রাস্তা দিয়েই প্রতিদিন শতাধিক বালি ভর্তি ট্রাক চলাচল করে। ফলে রস্তাটি খনাখন্দে ভর্তি হয়ে গিয়েছে। সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। তাতে পথ চারিদের চরম ভোগান্তি পোহাতে হয়। ওই রাস্তা দিয়ে একাধিক স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে। যানবাহনের চাকার ছেটানো নোংরা জলে তাদের পোশাক ভিজে যায়। মানুষজন চটি হাতে নিয়ে পথ চলেন। সুকুমারবাবুরা বলেন, “বছর পাঁচেক আগে ছোট চার চাকার গাড়ি উল্টে একসঙ্গে চার কিশোর-কিশোরীর প্রাণ গিয়েছে।” |
ওই রাস্তাটির বেহাল অবস্থার কথা স্বীকার করে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল মুখোপাধ্যায় বলেছেন, “ওই রাস্তার একটি ‘লিঙ্ক’ মেরামতের জন্য এলাকার সাংসদের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু সমগ্র বাইপাস সংস্কারের টাকা আমাদের হাতে নেই।” আর যাতে ওই রাস্তায় বালি ভর্তি ট্রাক যাতায়াত করতে না পারে তার জন্য পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শ্যামাশিস রায়। প্রসঙ্গত, মল্লিকগুনা পাড়ার একটি ক্লাবের আভিযোগে গত ১০ জুন ওই রাস্তায় অভিযান চালানো হয়েছিল বলেও শ্যামাশিসবাবু জানিয়েছেন। এর পর প্রায় মাস খানেক ওই রাস্তায় বালির ট্রাক চলাচল করেনি। কিন্তু ট্রাক চলাচন বন্ধ করার জন্য ওই এলাকার দুষ্কৃতীরা ক্লাবের কিছু সদস্যেকে খুনের হুমকি দিয়েছে বলে অভিযোগ ওঠে। |