নতুন জলপ্রকল্প
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ভূগর্ভস্থ পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু হল কালনা-১ ব্লকের নান্দাই ও তার আশপাশের মৌজায়। বৃহস্পতিবার প্রকল্পটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমান অর্থবর্ষে প্রকল্পটির জন্য ৬ কোটি ৪৫ লক্ষ ১৩ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পটির বার্ষিক রক্ষনাবেক্ষনের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৯.৫৫ লক্ষ টাকা। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে স্বপনবাবু বলেন, “প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, এলাকারই খড়ি নদীর জলকে শোধন করে সেই সরবরাহ করা হবে। কিন্তু সমীক্ষা করে দেখা গিয়েছে, ওই নদীতে সারা বছর পর্যাপ্ত জল থাকে না। তাই ভূগর্ভস্থ পানীয় জলের বিষয়টির অনুমোদন করা হয়।”
|
বিএডের ফল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩র শিক্ষাবর্ষের বিএড পরীক্ষার ফল ঘোষিত হয়েছে। মোট ৪৪২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪০৫ জন। পাশের হার ৯৯.৫৯। প্রথম শ্রেণিতে ৪২৭১ জন পাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের এমএসসি গণিতের চতুর্থ সেমেষ্টারের ফলাফলও ঘোষিত হয়েছে। ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন বাদে সকলেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। |