টুকরো খবর |
হিংসার নালিশ, ধৃত তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
পঞ্চায়েতে বোর্ড গড়া নিয়ে হিংসায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে পুলিশ তৃণমূল জেলা পরিষদের এক প্রার্থীকে গ্রেফতার করেছে। ধৃত জুলফিকার আলি ভুট্টো রেজিনগরের জয়নগর এলাকার বাসিন্দা। স্থানীয় আন্দুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে ১৩টি আসনের মধ্যে কংগ্রেস ও সিপিএম ৬টি করে আসন পায়। শাসকদলের ঝুলিতে যায় একটি আসন। তৃণমূলের টিকিটে জয়ী রেহেনা বিবি সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে প্রধান হন। তারপর থেকেই সিপিএম-কংগ্রেসের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। অভিযোগ, নির্বাচনে হেরে গিয়ে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করছিলেন জুলফিকার। স্থানীয় মানুষের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ স্থানীয় এক এমএসকে স্কুলের শিক্ষক জুলফিকারকে গ্রেফতার করে। তৃণমূলের পক্ষে হুমায়ুন কবীর বলেন, “ভোটে হেরে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে জুলফিকার আমাদের পঞ্চায়েত সদস্য রেহেনা বিবিকে দল ভাঙিয়ে সিপিএমে নিয়ে যান। তাই ওই ব্যক্তিকে বহিষ্কার করা হয়েছে। আমাদের সঙ্গে তাঁর কোনও যোগ নেই।” অন্য দিকে সিপিএমের রেজিনগর লোকাল কমিটির সম্পাদক বদরুদ্দিন শেখ বলেন, “ধৃত ব্যক্তি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমাদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।’’ |
দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত পড়শি যুবক
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে নাকাশিপাড়ার ঘটনা। বিষয়টি জানাজানি হওয়ার পর ওই যুবকের জামাইবাবু ছাত্রীটিকে মারধর করে বলেও অভিযোগ। পুলিশ জানিয়েছে ওই ছাত্রী বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযুক্তরা পলাতক। পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই মেয়েটি যখন বাইরে গিয়েছিল সেই সময় পড়শি ওই যুবক তার মুখে গামছা চেপে ধরে। অভিযোগ, এরপর বাড়ির পাশে বাঁশবাগানে নিয়ে গিয়ে ওই মেয়েটিকে ধর্ষণ করে ওই যুবক। মেয়েটি বলে, “আমাকে খুঁজে না পেয়ে বাবা আমার মোবাইলে ফোন করে। তখন ছেলেটি ভয় পেয়ে আমাকে ওদের বাড়ি নিয়ে যায়। এরপরই ওর জামাইবাবু আমাকে মারধর করে।” এমনকী মেয়েটিকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। মেয়েটিকে রেখে আসা হয় বাঁশবাগানেই। এরপর মেয়েটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
গ্রামে বিদ্যুতের পরিকাঠামো গড়বে না এনটিপিসি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সামাজিক দায়বদ্ধতার নীতি মেনে এনটিপিসি তার সংলগ্ন এলাকায় কোনও গ্রামেই বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেবে না। ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার প্রদীপ ডাহাকে বলেন, ‘‘সামাজিক দায়বদ্ধতার নীতি মেনে ঠিক হয়, এনটিপিসির প্রকল্পের ৫ কিলোমিটার এলাকার গ্রামগুলিতে বিদ্যুৎ সরবরাহের পরিকাঠামো গড়ে দেবে এনটিপিসি। কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে তার মাসুল মেটাবে রাজ্য সরকার। এ ব্যাপারে রাজ্যকে চিঠি দিয়েও কোনও উত্তর পাওয়া যায়নি। ফলে শিকারপুর সহ কিছু গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছয়নি। বর্তমানে কেন্দ্র সরকারও ওই প্রকল্প বন্ধ করে রাজীব গাঁধী গ্রামীণ বৈদ্যুতিকরণ যোজনার মাধ্যমে বিদ্যুৎ দেওয়ার কাজ হাতে নিয়েছে।” রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী সুব্রত সাহা বলেন, “রাজ্য নিজেই সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। সাগরদিঘিতে কয়েকটি গ্রামে এখনও অবধি বিদ্যুৎ যায়নি। তবে শীঘ্রই সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।” |
ভর্তির দাবি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
আবেদনকারী সমস্ত পড়ুয়াকেই বিএ ও বিএসসি জেনারেল কোর্সে ভর্তি নেওয়ার দাবিতে বুধবার রাত পর্যন্ত কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষা-সহ কয়েকজন শিক্ষককে ঘেরাও করে রাখল ছাত্ররা। অভিযোগ, অধ্যক্ষা জয়শ্রী রায়চৌধুরীর গাড়ির চাকার হাওয়া খুলে দেয় বিক্ষোভকারীরা। জয়শ্রীদেবী বলেন, “কাউন্সিলিংয়ের পরে ৫৮ জন ভর্তির সুযোগ পাননি। তাঁরা আমার কাছে পুনরায় আবেদন করেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়কে জানানো হলে ৪০ জনকে ভর্তির অনুমতি দেয়। এ দিন ভর্তি হতে না পারা পড়ুয়ারা বিক্ষোভ দেখায়।” কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত ঘোষ বলেন, “ভর্তির সুযোগ না পাওয়া পড়ুয়াদের আন্দোলনের পাশে আমরা আছি।” |
ট্রেকিং করতে গিয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত অরিন্দম সাহা (৩১) নদিয়ার রানাঘাটের সিদ্ধান্তপাড়ার বাসিন্দা। পেশায় ইঞ্জিনিয়ার ওই যুবক চাকরিসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১১ অগস্ট বেঙ্গালুরু থেকে তিন বন্ধুর সঙ্গে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলেন অরিন্দম। গত ১৪ অগস্ট তাঁরা কুলু থেকে ১৮ হাজার ফুট ওপরে পার্বতী ভ্যালিতে ট্রেকিং শুরু করেন। সঙ্গে ছিল শেরপাও। অর্ধেক পথ অতিক্রম করার পরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অরিন্দম। গত ১৭ অগস্ট কুলুতে নামিয়ে আনার পথেই মৃত্যু হয় তাঁর। অরিন্দমের বাবা অপূর্ব সাহা বলেন, “দিল্লির যে ভ্রমণ সংস্থার সঙ্গে ওঁরা বেড়াতে গিয়েছিল তাঁরাই বিষয়টি বাড়িতে জানান। ছেলের দেহও পাঠানোর ব্যবস্থাও করেছেন তাঁরাই।” |
প্রস্তাবককে মারধরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
চাকদহ পুরসভা নির্বাচনে সিপিআই প্রার্থীর প্রস্তাবককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার কল্যাণীর মহকুমা শাসকের দফতরে ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী অজিত কুমার সাহা মনোনয়ন পেশ করতে যান। তাঁর প্রস্তাবক অভিজিৎ রায় জরুরী কিছু কাগজপত্র জেরক্স করতে দোকানে যান। অভিযোগ, রাস্তায় তৃণমূলের লোকজন অভিজিতবাবুকে মারধর করে। সিপিআই-য়ের জেলা সম্পাদক কার্তিক দাস বলেন, “তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা আমাদের প্রার্থীর প্রস্তাবককে পিটিয়েছে। ফলে এ দিন আমরা ওই আসনে মনোনয়নপত্র পেশ করতে পারিনি।” চাকদহের বিধায়ক তৃণমূলের নরেশ চাকী বলেন, “অভিযোগ ভিত্তিহীন।” কল্যাণীর মহকুমা শাসক শৈবাল চক্রবর্তীর বক্তব্য, “এ ধরনের কোনও ঘটনার কথা কানে আসেনি।” |
মহিলা খুনে গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
জলে ডুবিয়ে এক মহিলাকে খুনের অভিযোগে পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করেছে। মৃত আলিয়া বিবি (২০) তাহেরপুরের ট্যাকশালীর বাসিন্দা। বুধবার দুপুরে বাড়ির পাশের চূর্ণী নদীতে স্নান করতে নেমে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই সময় ইন্তেয়াজ শেখ তার স্ত্রীকে জলে ডুবিয়ে খুন করে। মৃতার বাবা মজিদ মণ্ডলের জামাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে মেয়েকে খুনের অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ পেশায় দিনমজুর ইন্তেয়াজ শেখকে গ্রেফতার করে।
|
ভর্তির দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
আবেদনকারী সমস্ত পড়ুয়াকেই বিএ ও বিএসসি জেনারেল কোর্সে ভর্তি নেওয়ার দাবিতে বুধবার কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষা-সহ বেশ কয়েক জন শিক্ষককে ঘেরাও করে রাখল ছাত্ররা। এমনকী অধ্যক্ষা জয়শ্রী রায়চৌধুরীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়ার অভিযোগও উঠেছে। জয়শ্রীদেবী বলেন, “কাউন্সিলিংয়ে সুযোগ না পেয়ে এই বিক্ষোভ দেখায় ছাত্ররা।” |
|