ব্যাঙ্কের স্বাস্থ্য নিয়ে হুঁশিয়ারি রঙ্গরাজনের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ব্যাঙ্ককর্তারা আগেই আশঙ্কা করেছিলেন। এ বার প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সি রঙ্গরাজনও মেনে নিলেন ঢিমেতালে চলতে থাকা অর্থনীতি আঘাত করবে ব্যাঙ্কগুলির আর্থিক স্বাস্থ্যের উপর। এর কারণ অনেকেই ঋণ শোধ দিতে পারবেন না। বাড়বে অনাদায়ী ঋণ বা ‘নন পারফর্মিং অ্যাসেট’। রঙ্গরাজনের বক্তব্য, “অর্থনীতির গতির সঙ্গেই ব্যাঙ্কের স্বাস্থ্য ওঠা-নামা করে। অনাদায়ী ঋণ নিয়ন্ত্রণের বাইরে গেলে ব্যাঙ্ককেও সতর্ক হতে হবে।” গত দু’বছর ধরে বৃদ্ধি কমার সঙ্গেই বাড়ছে অনাদায়ী ঋণ। গত অর্থবর্ষ শেষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনাদায়ী ঋণই ছাড়িয়েছে মোট সম্পত্তির ৪%। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের যুক্তি ছিল, মন্দার সময়ে এমন হয়েই থাকে। কিন্তু মার্চ-জুনের পরিস্থিতি আরও খারাপ। মার্চে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির এনপিএ ছিল ১.৫৫ লক্ষ কোটি টাকা, জুন শেষে তা ১.৭৬ লক্ষ কোটি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককর্তারা বলছেন, জুলাইয়ের পর পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। কারণ তাঁদের আশা ছিল, সুদ কমবে। উল্টে ডলারে টাকার পতন রুখতে রিজার্ভ ব্যাঙ্ক নগদের জোগানে রাশ টানার চেষ্টা করে। ফলে আরবিআইয়ের থেকে ব্যাঙ্কের নেওয়া স্বল্প মেয়াদি ঋণে সুদ বেড়ে যায়। সুদ কমবে বলে ব্যাঙ্কগুলি যে-পরিকল্পনা সাজিয়েছিল, তা মুখ থুবড়ে পড়ে।
|
আপিল মামলা তুলে নিল রোজ ভ্যালি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা হাইকোর্টে তাদের দায়ের করা আপিল মামলা প্রত্যাহার করে নিল রোজ ভ্যালি। সেবি ওই সংস্থাকে আমানত সংগ্রহ বন্ধের নির্দেশ দিয়েছিল। সংস্থা সেবি-র আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে। বিচারপতি দীপঙ্কর দত্ত ওই আর্জি খারিজ করে দেন। বহাল থাকে সেবির নির্দেশ। এর পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সংস্থা কলকাতা হাইকোর্টে আপিল মামলা করে। এই অবস্থায় বুধবার সংস্থা প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে জানায়, তারা আপিল মামলা তুলে নিচ্ছে।
|
গ্রাহক-অভিযোগের প্রতি আরও বেশি করে নজর দিতে নিজস্ব ওম্বাডসম্যান নিয়োগ করল ইউনিয়ন ব্যাঙ্ক। পাশাপাশি, বিভিন্ন ক্ষেত্রে (যেমন আমানত এবং ছোট ও মাঝারি ঋণ) বিশেষ ‘কোড’-ও চালু করেছে তারা। এই সব বিষয় নিয়ে কথা বলতে সম্প্রতি কলকাতায় একটি আলোচনাসভার আয়োজন করেছিল ব্যাঙ্কটি। এখানে সরাসরি গ্রাহকদের বিভিন্ন অভিযোগ শোনার পাশাপাশি, কী ভাবে সেই সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে কথাবার্তা বলেন ব্যাঙ্কের চেয়ারম্যান দেবব্রত সরকার এবং ব্যাঙ্কিং কোডস অ্যান্ড স্ট্যান্ডার্ডস বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এ সি মহাজন প্রমুখ। |