প্রাক্তন পোপ পদ ছাড়েন দৈব নির্দেশে |
ছ’শো বছরের রীতি ভেঙে গত ২৮ ফেব্রুয়ারি পোপ পদ ছেড়েছিলেন ষোড়শ বেনেডিক্ট। ছ’মাস পরে তিনি জানালেন, “ঈশ্বরই তাঁকে পদ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন।” এক ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁকেই প্রাক্তন পোপ জানিয়েছেন, এক মাস ধরে ওই দৈব অনুভূতি হয়েছিল তাঁর। ওই ব্যক্তি তাঁর পরিচয় জানাননি ষোড়শ বেনেডিক্ট এখন ‘পোপ এমেরিটাস’ পদে আছেন। থাকেন ভ্যাটিকানেই।
|
তথ্য ফাঁসে ৩৫ বছর জেল মার্কিন সেনার |
উইকিলিকসের হাতে সেনাবাহিনীর গোপন তথ্য চলে যাওয়ায় অস্বস্তিতে পড়তে হয়েছিল ওবামা-সরকারকে। তাই যাঁর হাত ধরে তথ্য ফাঁস হয়েছিল, সেই মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংকে ৩৫ বছরের কারাদণ্ড দিল মার্কিন সেনা আদালত। বেশ কিছু চার্জ গঠন করা হয়েছিল ২৫ বছরের ম্যানিংয়ের বিরুদ্ধে। তাতে ৯০ বছর পর্যন্ত জেল হতে পারত তাঁর।
|
যাত্রিবাহী বাস খাদে পড়ে গিয়ে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। মালয়েশিয়ার জেন্টিং হাইল্যান্ড রিসর্টের কাছে দুর্ঘটনাটি ঘটে। |