|
|
|
|
প্রতারণা |
আউট ছিলাম, কিন্তু সাধু
নই
যে বেরিয়ে যাব: ব্রড
নিজস্ব প্রতিবেদন |
আউট ছিলেন স্টুয়ার্ট ব্রড? ট্রেন্টব্রিজে চলতি অ্যাসেজের প্রথম টেস্টে সেই বিতর্কিত প্রশ্নের জবাব এ বার ব্রড নিজেই দিলেন, “হ্যাঁ, বলটা আমার ব্যাটে লেগেছিল।”
অ্যাশটন আগরের বল ব্রডের ব্যাট ছুঁয়েছিল কি না, তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল ট্রেন্টব্রিজে। তখন কিছু না বললেও ওভালে সিরিজের শেষ টেস্টের ঠিক আগে ব্রড বললেন, “জানতাম বলটা আমার ব্যাটে লেগেছিল। কিন্তু মাঠের অন্য খেলোয়াড়রা বেশ সংশয়ে ছিল বলেই আমি তখন কিছু বলিনি।” কেন এমন অখেলোয়াড়োচিত আচরণ? ব্রডের যুক্তি, “অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা তো এ রকম প্রায়ই করে থাকে। ওয়ার্নার, রজার্স, খোয়াজা, স্মিথ, হ্যাডিন, ক্লার্ক, আগার। ওরা করলে তো তা নিয়ে বিতর্ক হয় না। আমাদের যে কোনও উপায়ে ম্যাচটা জিততে হত। তাই ওখানে সাধু সেজে কোনও লাভ হত বলে মনে হয় না।” |
|
কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে তো লিয়ঁর বল তাঁর ব্যাট ছুঁয়ে হ্যাডিনের গ্লাভসে ঢোকামাত্রই হাঁটা লাগিয়েছিলেন ব্রড। সে কি সেই পাপবোধ থেকেই? এই ব্যাপারে ব্রড বলেছেন, “কখনও এমন হয়, ভুল করে নিজেই নিজেকে ঘুষি মারতে ইচ্ছে করে। তখন বেরিয়ে যাওয়া ছাড়া কোনও উপায় থাকে না। কিন্তু ট্রেন্টব্রিজে তো তা হয়নি।” তাঁর এই স্বীকারোক্তি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও ফলাও করে প্রকাশিত হয়েছে এবং সোশ্যাল নেটওয়ার্কেও পোস্ট হয়েছে অজস্র ব্রডবিরোধী মন্তব্য। এর পর নভেম্বরে তিনি যখন অস্ট্রেলিয়া সফরে যাবেন, তখন যে সেখানকার ক্রিকেটপ্রেমীরা তাঁকে ছেড়ে কথা বলবেন না, তা ভাল করেই জানেন ব্রড। বললেন, “টুইটারকে যদি বিশ্বাস করতে হয়, তা হলে এটাই ঠিক। তবে আমার এতে কোনও আপত্তি নেই। অস্ট্রেলিয়ায় আমাকে কেউ ভালবাসুক, এটাও আমি চাইব না। শেষ পর্যন্ত কী হয়, দেখা যাবে।”
|
পুরনো খবর: সেই আগরের দিকেই এখন তাকিয়ে অস্ট্রেলিয়া |
|
|
|
|
|