গোষ্ঠ পালের জন্মদিনেই বাগানে ট্রফি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য ফুটবল অ্যাকাডেমি হচ্ছে প্রয়াত ফুটবলার গোষ্ঠ পালের নামে। আগামী ২৮ সেপ্টেম্বর তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার প্রয়াত কিংবদন্তি ফুটবলারের জন্মদিনে ময়দানে তাঁর মূর্তিতে মাল্যদান করে এ কথাই জানালেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।
প্রয়াত ফুটবলারের ১১৮ তম জন্মদিবস উপলক্ষে এ দিন সকালে তাঁর মূর্তিতে মাল্যদান করেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, গুরবক্স সিংহ, প্রমুখ। বিওএ এবং ময়দান স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন গোষ্ঠ পালের দুই পুত্র নিরাংশু এবং সুধাংশু। ছিলেন তাঁদের পরিবারবর্গও। |
ময়দানে গোষ্ঠ পালের মূর্তিতে মালা। মঙ্গলবার। —নিজস্ব চিত্র |
দুপুরে মহাকরণে গোষ্ঠ পালের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রীও। তবে যে ক্লাবে খেলে গোষ্ঠ পাল কিংবদন্তিতে পরিণত হয়েছেন সেই ক্লাবের তরফে সকালে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন জুনিয়র ফুটবলাররা এবং তাদের কোচ অমিয় ঘোষ। দেখা যায়নি কোনও ক্লাব কর্তাকেই। সবুজ-মেরুন কর্তাদের অবশ্য বক্তব্য ক্লাব তাঁবুতেই তাঁরা ‘শ্রদ্ধা’ জানিয়েছেন মোহনবাগানের ‘ঘরের ছেলে’-কে।
গোষ্ঠ পালের জন্মদিনে এ দিন অবশ্য তাঁর নামাঙ্কিত ট্রফি জিতল মোহনবাগানই। তবে সিনিয়র নয়, জুনিয়র দল আনল সম্মান। মঙ্গলবার ইস্টবেঙ্গল মাঠে ফাইনালে সাদার্ন স্পোর্টসকে সাডেন ডেথে ৬-৫ হারাল অমিয় ঘোষের ছেলেরা। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাই ব্রেকারেও মীমাংসা হয়নি। সাডেন ডেথে গোল বাঁচিয়ে এ দিনের ম্যাচের নায়ক বাগানের গোলকিপার জন্টি দেশা। |
|