|
|
|
|
পদবি বদলে আরও ‘মিষ্টি’ হতে চান শারাপোভা
নিজস্ব প্রতিবেদন |
যুক্তরাষ্ট্র ওপেনে এ বার মারিয়া শারাপোভা নামে কাউকে হয়তো খেলতে দেখা না যেতে পারে! তার বদলে মারিয়া সুগারপোভা নামে কেউ ফ্লাশিং মেডোয় খেলবেন!
সব ঠিকঠাক চললে যুক্তরাষ্ট্র ওপেনে বিশ্বের দু’নম্বর মারিয়া শারাপোভা কোর্টে নামবেন মারিয়া সুগারপোভা নামে। তিনি ইতিমধ্যে ফ্লোরিডার সুপ্রিম কোর্টে এই মর্মে আবেদনও জমা করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, তাঁর নামের ক্যান্ডি ‘সুগারপোভা’-র জনপ্রিয়তা বাড়াতে তিনি যুক্তরাষ্ট্র ওপেনে নিজের দ্বিতীয় নাম পাল্টে ওই ক্যান্ডির নামই ব্যবহার করতে চান। ফ্লাশিং মেডোয় তাঁর জার্সিতেও সুগারপোভার লোগো থাকছে এক জোড়া টকটকে লাল ঠোঁট!
|
|
শারাপোভার আর্জিতে আদালত শেষ পর্যন্ত সাড়া দেবে কি না সেটা অন্য বিষয়। কিন্তু শারাপোভার এমন অভিনব সিদ্ধান্তে একটা বিষয় স্পষ্ট যে, মহাতারকাদের মাধ্যমে পণ্যের প্রচার কর্মসূচি এখন কোন উচ্চতায় পৌঁছেছে! শারাপোভার গ্র্যান্ড স্ল্যামে সুগারপোভা নামে খেলার ভাবনা শেষমেশ বাস্তব হলে খেলার মাঠে পণ্যের বিজ্ঞাপনের নতুন দিগন্ত খুলে যাবে সন্দেহ নেই। ২৬ বছর বয়সি শারাপোভা দিন কয়েক আগেই বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রীড়াবিদের সম্মান পেয়েছেন। তাঁর নামে গত বছর সুগারপোভা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। তবে ফ্লাশিং মেডোয় ‘সুগারপোভা’-র আবির্ভাব চাইলে শুধু আদালতের রায় পেলেই চলবে না, যুক্তরাষ্ট্র ওপেন সংগঠকদেরও অনুমতি দরকার। যদিও ফ্লাশিং মেডো কর্তৃপক্ষ এ নিয়ে এখনও নিশ্চুপ। |
|
|
|
|
|