ছয় দিনের মধ্যেই পাশ করে গেলেন ইস্টবেঙ্গলের তিন বিদেশি— চিডি, ওপারা এবং মোগা। কিন্তু সেই তালিকায় নাম উঠল না সুয়োকা রিউজির। ইস্টবেঙ্গল কোচ মার্কোস ফালোপা মঙ্গলবার বৃষ্টিভেজা সকালে অনুশীলনের পর বলে দিলেন, “এখনও সুয়োকা পুরোপুরি ফিট নয়। ওর চোট সারিয়ে ফিরতে এখনও সময় লাগবে। সুয়োকাকে নিয়ে খুব তাড়াহুড়ো করতে চাই না। তবে আমি আশা করছি এএফসি কাপের আগে সুয়োকা ম্যাচ ফিট হয়ে যাবে।”
স্বাধীনতা দিবসের আগের দিন ইস্টবেঙ্গলের ব্রাজিলীয় কোচ জানিয়েছিলেন যে বিদেশিদের ফিটনেস নিয়ে তিনি খুশি নন। এক সপ্তাহের মধ্যেই অবশ্য মত বদল ফালোপার। মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত অনুশীলনের পরে ইস্টবেঙ্গলের নতুন কোচ বললেন, “মোগা, চিডি, ওপারার ফিটনেস বেশ ভাল জায়গায়। পরীক্ষার পর দেখেছি ওদের স্কোর অন্য অনেক ফুটবলারদের থেকে ভাল।” বিদেশিদের ফিটনেস দেখে এতটাই খুশি ব্রাজিলীয় কোচ যে ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনে তাঁর দুই সেরা অস্ত্র মোগা ও চিডিকে বার্সেলোনার নতুন স্ট্রাইকার জুটি মেসি-নেইমারের সঙ্গে তুলনা করে বসলেন! ফালোপার মন্তব্য, “আমি বলতে চাইছি যে যদি বিশ্বমানের ফুটবলাররা সব সময় একে ওপরের সঙ্গে জুটি বাঁধতে পারে, তা হলে এখানেও সেটা হবে না কেন? বার্সেলোনায় যদি মেসি-নেইমার পারে তবে ইস্টবেঙ্গলের চিডি-মোগা নয় কেন।” প্রবল বৃষ্টির জন্য ময়দান থেকে দূরে যুবভারতীর কৃত্রিম ঘাস বেছে নিয়েছিল মোহনবাগানও। নানা দলে ভাগ করে খেলানো হল পুরো টিমকে। চোটের জন্য ডেনসন দেবদাস এ দিন অনুশীলন করতে পারেননি। আই লিগে এ বার থেকে অনূর্ধ্ব উনিশ ফুটবলার বাধ্যতামূলক। চারজনকে ট্রায়াল নেওয়া হচ্ছে। এদের মধ্যে দুই ফুটবলার আদর্শ তামাং ও সেইবই হাউকিপ কোচের নজর কেড়েছে।
|