পরীক্ষা দিতে না পারা নিয়ে চাপানউতোর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পরীক্ষার দিন ও পরীক্ষাকেন্দ্র যথাসময়ে জানতে না পারায় বর্ধমান মহিলা কলেজের কম্পিউটার সায়েন্সের এক ছাত্রী প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারেননি বলে অভিযোগ। শেহনাজ খাতুন নামে ওই ছাত্রীর বাড়ি দুর্গাপুরে। গত ১৩ অগস্ট বর্ধমানের মানকর কলেজে বিএসসি পার্ট ১-এর প্রাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয়। দিনক্ষণ না জানায় শেহনাজ তা দিতে পারেননি। মঙ্গলবার কলেজের অধ্যক্ষ সুকৃতী ঘোষাল তাঁর পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন জানান। অধ্যক্ষের দাবি, “বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ওই পরীক্ষার দিন বা কেন্দ্র জানিয়ে কোনও বিজ্ঞপ্তি আসেনি। গত বার আচমকা অসুস্থ হয়ে পড়ায় ছাত্রীটি পরীক্ষা দিতে পারেনি। তাই এ বার সে ফর্ম জমা দিয়েছিল। আমাদের কলেজে ওই বিষয়ের অন্য কোনও পরীক্ষার্থী ছিল না। তাই হয়তো বিশ্ববিদ্যালয় ভুল করে পরীক্ষার বিজ্ঞপ্তি পাঠায়নি।” বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ামক রামবিলাস মহাপাত্র অবশ্য বলেন, সমস্ত কলেজকেই প্রতিটি বিষয়ের পরীক্ষার দিন ও কেন্দ্র সম্পর্কে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের পাঠানো পিয়নবুকে সই করেই বিজ্ঞপ্তি নিয়েছিল মহিলা কলেজ। তাই দায় তাদেরই। তবে কলেজ কর্তৃপক্ষের আবেদন হাতে পেলে এ ব্যাপারে উপাচার্যের মতামত নেওয়া হবে।
|
আদালতে বধূকে কোপ, ফেরার সকলে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আদালত চত্বরে নির্যাচনের অভিযোগ আনা তরুণী ও তাঁর বাপের বাড়ির লোকজনের উপরে হামলার ঘটনায় শ্বশুরবাড়ির কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় বলেন, “অভিযুক্তদের খোঁজে আমরা মঙ্গলকোট ও ভাতারের বেলেন্ডা গ্রামে অভিযান চালিয়েছিলাম। তবে এখনও ধরতে পারিনি।” ভাতারের বেলেন্ডা গ্রামের ইয়াসমিন বেগম তাঁর স্বামী শেখ লোকমান-সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন। লোকমানেরা উল্টে তাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন। সোমবার সেই মামলায় জামিন নিতে বর্ধমান আদালতে গেলে ইয়াসমিন ও তাঁর চার ভাইকে তাড়া করে ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। পাঁচ জনই এখনও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
পুরনো খবর: কোর্টেই বধূকে ছুরির কোপ অভিযুক্ত স্বামীর
|
মঙ্গলকোটে গোষ্ঠী সংঘর্ষে আহত তিন
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হলেন তিন জন। মঙ্গলবার সকালে মঙ্গলকোট গ্রামের ঘটনা। ওই তিন জন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের নাম জাহিরুল শেখ, ইদ্রিশ শেখ ও সওকত শেখ। এই তিন জনই তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় বোমাবাজি হয়। আহতেরা মঙ্গলকোট পঞ্চায়েত সদস্য অঞ্জন মুন্সির অনুগামী। অঞ্জন মুন্সীর অনুগামীদের অভিযোগ, মঙ্গলকোটের উপপ্রধানের নেতৃত্বে তাঁর অনুগামীদের উপর হামলা চালানো হয়েছে। উপপ্রধানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
|
কাটোয়া
মুক্তধারা চলচ্চিত্র প্রদর্শনী ও রাখী বন্ধন উৎসব। সংশোধনাগার
প্রাঙ্গণ। দুপুর আড়াইটা। উদ্যোগ: স্বেচ্ছাসেবী সংগঠন, কাটোয়া। |