কাঁটাতারে কিশোরী, সাক্ষ্য দিলেন বাবা ও মামা
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
দিনহাটার সীমান্ত গ্রামে বিএসএফ জওয়ানদের গুলিতে হত বাংলাদেশি কিশোরী ফেলানি খাতুনের মৃত্যুর ঘটনায় সাক্ষ্য দিলেন তার পরিবারের লোকেরা। সোমবার মামলার বিচার প্রক্রিয়ায় মৃতার বাবা ও মামা সাক্ষ্য দেন। বিএসএফের কোচবিহার সেক্টর সোনারি ক্যাম্প এলাকায় জেনারেল সিকিউরিটি ফোর্সের কোর্টে বিচার প্রক্রিয়া হয়েছে। রবিবার বাংলাদেশের কুড়িগ্রামের বাসিন্দা নুরল ইসলাম নুর-সহ সে দেশের এক প্রতিনিধি দল কোচবিহারে আসেন। সেখানে মৃতার বাবা ও মামা ছাড়াও বাংলাদেশের এক আইনজীবী ও বিজিবি কর্তাও ছিলেন। এ দিন মামলায় সাক্ষ্য দিকে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের বাবা। বিএসএফের কোচবিহার সেক্টরের ডিআইজি দলবীর সিংহ সাঁধু বলেন, “মৃতার বাবা ও এক আত্মীয় এ দিন সাক্ষ্য দেন।” বিএসএফ সূত্রেই জানা গিয়েছে, ২০১১-র ৭ জানুয়ারি খিতাবেরকুঠি এলাকায় গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের কুড়িগ্রামের বাসিন্দা ১৫ বছরের ওই কিশোরীর মৃত্যু হয়। পরদিন সকালে সীমান্তের কাঁটাতারের বেড়ার গায়ে বাঁধা মইয়ের ওপরে ঝুলন্ত অবস্থায় ফেলানির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ভারত বাংলাদেশ ছিটমহল কমিটির সহকারি সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “এদিন মৃতার বাবা ও মামা সাক্ষ্য দেন। তাঁরা ২৩ অগস্ট বাংলাদেশে ফিরে যাবেন।”
|
মালদহে ফের লাল সতর্কতা
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
মালদহের গঙ্গায় ফের লাল সতর্কতা জারি হয়েছে। এক সপ্তাহের মধ্যে ফের গঙ্গায় লাল সতর্কতা জারি হওয়ায় মানিকচকের ৩৫টি গ্রামে আতঙ্ক দেখা দিয়েছে। বিহার ও উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির জেরে গঙ্গার জল বিপদসীমার (২৫.৩০ মিটার) ৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে বলে জানিয়েছেন সেচ দফতরের নির্বাহী বাস্তুকার (গঙ্গা) অমরেশকুমার সিংহ। তিনি বলেন, “গঙ্গার জল যে আবার বাড়বে এই সতর্কতা আগে থেকেই জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। পাঁচ-ছয় দিন গঙ্গার জল বাড়বে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।” জেলাশাসক গোদালা কিরণ কুমার বলেন, “জেলা প্রশাসন বন্যা কবলিত এলাকায় নজরদারি চালাচ্ছে। সমস্ত রকমের ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।” সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, গত ১১ অগস্ট গঙ্গায় লাল সতর্কতা জারি হয়েছিল। ৩ দিন পর থেকে জল কমতে শুরু করায় মানিকচকের ভুতনির হীরানন্দপুর, উত্তর চন্ডীপুর, দক্ষিণ চন্ডীপুরের বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করে। রবিবার রাত থেকে গঙ্গার জল বাড়তে শুরু করায় মানিকচকের নদী তীরবর্তী গ্রামে জল ঢুকতে শুরু করে। হীরানন্দপুর পঞ্চায়েতের প্রধান সারথি মাহাতো বলেন, “বাঁধের কয়েক জায়গা দুর্বল হয়ে পড়েছে। ফের গঙ্গার জল বাড়তে শুরু করেছে। ফলে বাঁধের বাইরে সাতটি গ্রামের বাসিন্দারা জলবন্দি হয়ে পড়েছে। একই ভাবে দক্ষিণ চন্ডীপুরের বাঁধের বাইরে ৮টি গ্রামের মানুষ জলবন্দি। অন্য এলাকাগুলিরও একই অবস্থা।” |
হলদিবাড়িতে মনোনয়নের দাবি
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
প্রশাসনিক সিদ্ধান্তে হলদিবাড়ি পুরসভার নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে মেখলিগঞ্জের মহকুমাশাসকের অফিসে। তবে হলদিবাড়িতেই মনোনয়নপত্র জমা দেওয়ার দাবিতে সরব হয়েছে হলদিবাড়ির রাজনৈতিক দলগুলি। তাঁরা বিষয়টি মেকলিগঞ্জের মহকুমাশাসকের কাছে জানিয়েছেন। হলদিবাড়ির পুরসভা ভোটে রিটার্নিং অফিসার তথা মেখলিগঞ্জের মহকুমাশাসক জ্যোর্তিময় তাঁতি বলেন, “নির্বাচন কমিশন থেকে ঠিক করে দেওয়া হয়েছে, যে রিটার্নিং অফিসারের দফতরেই মনোনয়নপত্র জমা দিতে হবে।”
|
স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার ইসলামপুর থানার শান্তিনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত বালকের নাম রবি দাস (১৪)। সে ক্ষুদিরামপল্লি সুকান্ত স্মৃতি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। এ দিন সকালে বাড়ির পাশের এক পুকুরে স্নান করতে নামে ওই বালক। পুকুরের ধার থেকে রবির দেহটি উদ্ধার হয়। |