রাজ্য-কেন্দ্রের দড়ি টানাটানিতে পদ্মার ভাঙন ক্রমেই বেড়ে চলেছে। তবে, সে ব্যাপারে সেচ দফতর পদ্মার পাড় ভাঙা রোধে কোনও ব্যবস্থা নিতে অস্বীকার করেছে। রাজ্য সেচ দফতরের তরফে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের কাছে বিষয়টি জানিয়েই দায় সারা হয়েছে। সেচ দফতরের স্পষ্ট জবাব, রাজ্য তার নিজের অর্থে কেন্দ্রের এক্তিয়ারে থাকা এলাকায় কোনও কাজ করবে না। |
ভাঙছে পাড়।—নিজস্ব চিত্র। |
সেচ দফতরের বক্তব্য, ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের দায়িত্ব ওই আউটপোস্টকে ভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য দ্রুত কাজ শুরু করা। কেন্দ্র-রাজ্যের তরজায় পদ্মাগর্ভে তলিয়ে যেতে বসেছে বিএসএফের নিমতিতার নারুখাকি আউটপোস্ট। পদ্মাপাড় থেকে ৩০০ মিটার দূরে অবস্থান ওই আউটপোস্টের। কিন্তু পাড় ভাঙতে ভাঙতে পদ্মা একেবারে ওই সীমান্ত চৌকির নাকের ডগায় হাজির হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর বড় কর্তারা জানাচ্ছেন, নিমতিতা সীমান্তের এই আউটপোস্ট যাতে ভাঙনের কবলে না পড়ে তার জন্য জানানো হয়েছিল ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে। ব্যারেজ কর্তৃপক্ষ সাফ জানায়, আউটপোস্টকে পদ্মার ভাঙনের কবল থেকে রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের। দু’পক্ষের এই চাপানউতোরে ওই এলাকা থেকে ভিটে হারানোরে আশঙ্কা অজস্র পরিবার। |